আফ্রিদি ফিরছেন মাঠ, এমনকী ফিল্মেও
য়াসিম আক্রমের নতুন শাদির খবর পাকিস্তানে এসে আছড়ে পড়ার কাছাকাছি সময়ে রোববার রাতে জাতীয় ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ রওনা হয়ে গেল। সেখানে যে টিমটা পাঁচটা ওয়ান ডে আর দু’টো টি-টোয়েন্টি খেলবে, তার মধ্যে আশ্চর্য ভাবে প্রত্যাবর্তন করেছেন শাহিদ আফ্রিদি।
আশ্চর্য এই জন্যে যে, টিম থেকে বাদ পড়ার পর মধ্যিখানে আফ্রিদি কোথাও কিছু পারফর্ম করেননি। তিনি কী ভাবে দলে ফিরলেন তা নিয়ে ক্রিকেটমহলের একটা অংশ বিস্ফারিত। গরিষ্ঠ অংশ অবশ্য একেবারেই আশ্চর্য নয়। তারা জানে এটা যত না ক্রিকেটীয় কামব্যাক, তার চেয়ে বেশি রাজনৈতিক প্রত্যাবর্তন। বর্তমান পাক শাসক নওয়াজ শরিফের বরাবরের ঘনিষ্ঠ আফ্রিদি। নির্বাচনের কয়েক দিন আগেও সম্ভাব্য হার-জিতের তোয়াক্কা না করে প্রকাশ্যেই নওয়াজের পারিবারিক অনুষ্ঠানে হাজির হন আফ্রিদি। সোমবার লাহৌর ও করাচির একাধিক সূত্র জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেটে অচিরেই দু’টো পরিবর্তন ঘটতে পারে। নওয়াজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমরান খানকে কালিমালিপ্ত করার তোফা হিসেবে পাক বোর্ডের চেয়ারম্যান করে দেওয়া হতে পারে আমির সোহেলকে। আর ক্যারিবিয়ানে ভাল খেললে অচিরেই পাক অধিনায়ক হিসেবে স্বপ্নের কামব্যাক ঘটতে পারে ৩৩ বছর বয়সি আফ্রিদির।
ওয়েস্ট ইন্ডিজে রান পান বা না পান, আগামী এক মাস পাকিস্তানে আফ্রিদিই ফ্লেভার অব দ্য সিজন। আজ পর্যন্ত কোনও পাক ক্রিকেটারের জন্য যা ঘটেনি তাই হচ্ছে তাঁর জন্য। আফ্রিদির জীবন অবলম্বনে তৈরি পূর্ণাঙ্গ ছায়াছবি রিলিজ করছে পাকিস্তানে। যা দুটো ভাষায় তৈরি হয়েছে। ইংরেজি ফিল্মের নাম ‘আয়্যাম আফ্রিদি’। আর হিন্দিতে ‘ম্যায় হুঁ শাহিদ আফ্রিদি’। করাচিতে ইতিমধ্যেই সিনেমার পোস্টার পড়ে গিয়েছে। বিষয়বস্তু হল একটা তরুণ ছেলে আফ্রিদি হয়ে উঠতে চায়। তার লড়াই, বারবার পড়ে যাওয়া, আবার উঠে আসা, তাকে ঘিরে ভক্তদের মায়াবী মুগ্ধতা, পুরোপুরি আফ্রিদির জীবন নিয়ে। ছবির প্রযোজক হুমায়ুন সইদ বলিউডি ফিল্মের সঙ্গেও যুক্ত। আফ্রিদিকে বারবার তিনি অনুরোধ করেছিলেন, নামভূমিকায় নিজে অভিনয় করার জন্য। পরিচালক জাভেদ শেখেরও খুব ইচ্ছে ছিল ২৭ টেস্ট ও ৩৫৪ ওয়ান ডে খেলা পাক ক্রিকেটের পিন আপ বয়-কে দিয়ে কাজ করানোর।
কিন্তু আফ্রিদি বলে দিয়েছেন, কোনও মতেই হবে না। তাঁদের পাস্তু বংশে ফিল্মে অভিনয় করা নিষিদ্ধ। সামাজিক ভাবে গর্হিত কাজ হিসেবে দেখা হয়। সুতরাং অন্য এক তরুণ শোয়েব হাবিব কাজ করেছেন আফ্রিদির ভূমিকায়।
চিত্রনাট্য আফ্রিদিকে শোনানো হয়েছে একাধিকবার। ওয়েস্ট ইন্ডিজ থেকে আফ্রিদিরা ফিরছেন জুলাইয়ের শেষে। অবশ্যই ১১ অগস্ট করাচির প্রিমিয়ারে তিনি থাকবেন। এখন চেষ্টা হচ্ছে যাতে নওয়াজ শরিফকেও প্রিমিয়ারে হাজির করানো যায়। প্রযোজকেরা চান একই সঙ্গে ছবিটা বলিউডে রিলিজ করুক। তাঁদের ধারণা, ওয়ান ডে-তে সাত হাজারের ওপর রান থাকা এন্টারটেনারকে খুব পছন্দ করেন ভারতীয় লোকেরা। মুম্বইয়ে রিলিজ করা গেলে বাণিজ্যিক সাফল্য পেতে পারে। পাক ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা অবশ্য ‘আয়্যাম আফ্রিদি’ নিয়ে বিশেষ আলোড়িত নন। সোমবার তাঁদেরই একজন আনন্দবাজারকে ফোনে বললেন, “এখন বলিউড-হলিউডের ছবি পাকিস্তানের হল-এ নিয়মিত চলে। লোকে দেখতে দেখতে একটা নির্দিষ্ট পেশাদারিত্বে অভ্যস্ত হয়ে গিয়েছে। যতই আফ্রিদি এখানে জনপ্রিয় হোক, সিনেমাটা সিনেমাই। সেখানে টেকনিক্যাল মেকিংটা কত ভাল পাকিস্তানি দর্শক সেটাই প্রথম দেখবে।”
সুতরাং মাঠের রিয়েল আফ্রিদির বরাবরের মতোই রিল আফ্রিদিও অনিশ্চিত ইনিংসের মুখে দাঁড়িয়ে। ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। আবার খুব দ্রুতই চালিয়ে খেলতে গিয়ে হয়ে যেতে পারেন স্টাম্পড!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.