১৯৯০ বিশ্বকাপে ইংল্যান্ডকে চতুর্থ করার তিনি ছিলেন অন্যতম নায়ক। নব্বইয়ের দশকে ‘গাজ্জা ম্যানিয়ায়’ পুরো ইংল্যান্ড মাতলেও আজ ফুটবলবিশ্ব তাঁকে চেনে ‘ট্র্যাজিক নায়ক’ হিসেবে। ইংরেজ ফুটবল ইতিহাস মাতানো পল গাসকোয়েন লাগামহীন জীবনযাপনের জন্যই বারবার ট্যাবলয়েড শিরোনামে উঠে এসেছিলেন। হালফিলে ‘রিহ্যাবে’ কয়েক মাস কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও, ফের বিতর্কে ইংল্যান্ডের এক সময়কার ‘পোস্টার বয়’।
বৃহস্পতিবার রাতে স্টিভেনেজের রেলওয়ে স্টেশনে মদ্যপ অবস্থায় সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন গাসকোয়েন। গার্ডের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে তাঁর ঘাড় ধরে হাতাহাতি শুরু করেন গাজ্জা। গাসকোয়েনের প্রাক্তন স্ত্রী শেরিল তাঁকে আটকাতে যাওয়ায়, তাঁর হাত ধরেও ঝামেলা করেন গাসকোয়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাসকোয়েনকে গ্রেফতার করে পুলিশ। “মদ্যপ অবস্থায় ঝামেলা করার জন্য গাসকোয়েনকে গ্রেফতার করা ছাড়া আর কোনও উপায় ছিল না,” বলেন এক পুলিশকর্মী। পুলিশি হেফাজতে নেওয়া হলেও অবশ্য কোনও অভিযোগ দায়ের করা হয়নি তাঁর বিরুদ্ধে। তাই গ্রেফতার হওয়ার বারো ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান গাসকোয়েন।
কিন্তু এই ঘটনার জেরে ব্রিটিশ প্রচারমাধ্যমে ফের প্রশ্ন উঠে গিয়েছে যে, এ ভাবে আর কত দিন গাসকোয়েনের ফুটবল-কৃতিত্ব ঢাকা পড়বে নিত্যনতুন বিতর্কে। মাসকয়েক আগে গাসকোয়েন বলেছিলেন, “রিহ্যাব থেকে বেরনোর পর থেকেই সব সময় চেষ্টা করেছি মাদক না নেওয়ার।” যদিও এই ঘটনার পর নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, গাজ্জা আদৌ মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে পেরেছেন কি না। |