চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রেশ কাটতে না কাটতেই ত্রিদেশীয় সিরিজে বিপর্যয়। পরপর দুটো ম্যাচ হেরে যখন সিরিজ থেকে বিদায়ের মুখে ভারত, তখনই দলকে টেনে তুললেন বিরাট কোহলি। আরও ভাল করে বললে, শুক্রবার ৮৩ বলে তাঁর ১০২ রানের ইনিংস। যার সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসা বোনাস-সহ ১০২ রানে জয় টুর্নামেন্টে আশা বাঁচিয়ে রাখল বিশ্বচ্যাম্পিয়নদের।
শুক্রবার পোর্ট অব স্পেনে টস জিতে কোহলিদের আগে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। এবং ইনিংসের শুরু থেকেই দুই ভারতীয় ওপেনার বুঝিয়ে দেন, টিমকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে প্রাণপণ লড়াই দেবেন তাঁরা। যে লড়াইয়ের প্রধান যোদ্ধা এবং শুক্রবারের ম্যাচের সেরা কোহলি নিজের সেঞ্চুরির আগে রাখছেন তাঁর টিমের স্বার্থকে। “আমার সেঞ্চুরির চেয়েও বেশি খুশি হয়েছি বোনাস পয়েন্ট নিয়ে জেতায়,” বলে কোহলি যোগ করেছেন, “অধিনায়ক হিসেবে আমার দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলাম। গত কয়েকটা ম্যাচে ভাল শুরু করেও বেশি এগোতে পারিনি। এ রকম বড় একটা ইনিংসের অপেক্ষায় ছিলাম।” |
উমেশ, রায়না, কোহলিদের উচ্ছ্বাস। ছবি: এপি |
ভারতের ৩১১-৭ তাড়া করতে নেমে দশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ যখন ৫৬-২, তখনই প্রায় ঘণ্টা দু’য়েক বৃষ্টিতে বন্ধ ছিল ম্যাচ। পরে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯ ওভারে ২৭৪। যার পাঁচ ওভার আগেই ওয়েস্ট ইন্ডিজকে ১৭১ রানে অল আউট করে দেয় ভারত। দুই পেসার ভুবনেশ্বর কুমার (৩-২৯) এবং উমেশ যাদব (৩-৩২) তিনটে করে উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও উইকেট না পাওয়া ভারতীয় পেসাররা প্রচুর সমালোচিত হয়েছিলেন। এ দিন কিন্তু বৃষ্টির পরে ম্যাচ শুরু হওয়ার পরে ভয়ঙ্কর হয়ে ওঠেন ভুবনেশ্বর-উমেশরা। বল বাউন্স আর নিপ করিয়ে ক্যারিবিয়ানদের যথেষ্ট চাপে রাখেন তাঁরা। গত ম্যাচে খেলতে না পারা ভুবনেশ্বর এ দিন শুরুতেই ক্রিস গেইলকে (১০) তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন।
পরপর দুটো জয়ের পরে ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে যাওয়াটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু শুক্রবার ভারতের জয়ের পরে সব অঙ্ক পাল্টে গিয়েছে। যা নিয়ে কোহলি বলছেন, “যে টুর্নামেন্টে তিনটে ভাল দল খেলছে সেখানে এ রকম নাটক তো থাকবেই।” হারের পর ফাইনালে ওঠা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের জন্য আরও খারাপ খবর, স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ সাসপেন্ড হলেন অধিনায়ক ডোয়েন ব্র্যাভো। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। |
অঙ্ক এখন |
• লিগ টেবলে ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। শ্রীলঙ্কা ২ ম্যাচে ৫। ভারতেরও ৫ পয়েন্ট, তবে ৩ ম্যাচে। নেট রানরেটে ভারতের (-০.৫২৪) চেয়ে শ্রীলঙ্কা (১.০৫১) এগিয়ে ।
• শ্রীলঙ্কা রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালে মঙ্গলবার ভারতকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বোনাস পয়েন্ট নিয়ে জিততে হবে।
• শ্রীলঙ্কা রবিবার বোনাস পয়েন্ট নিয়ে জিতলে ভারতকেও মঙ্গলবার বোনাস পয়েন্ট নিয়ে জিততে হবে। তখন ফাইনালে ওঠার রাস্তায় নেট রানরেটই সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে যাবে।
• ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে হারালে ভারতকে পরের ম্যাচে জিততে হবে। বোনাস পয়েন্ট না পেলেও চলবে।
• শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও ভারতকে শেষ ম্যাচে জিততেই হবে। |
|
ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডারেন স্যামি আবার শুক্রবার তাঁদের হারের জন্য দায়ী করছেন টিমের দাঁতনখহীন বোলিংকে। “আমরা যতটা ভাল বল করতে পারি, তত ভাল বল করতে পারিনি। ভারত জানত ওদের মরিয়া ঝাঁপাতে হবে, আর কোহলিরা ঠিক সেটাই করে দেখাল,” শুক্রবার ম্যাচের পরে বলেছেন স্যামি। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ককে না পেলেও টিমের সম্ভাবনা নিয়ে যথেষ্ট আশাবাদী স্যামি। “আমরা এখনও পয়েন্ট টেবলে এক নম্বরে। একটা ম্যাচ হারলেও তাই আশঙ্কার কিছু নেই। আমরা বিশ্বাস করি এই সিরিজ জেতার ক্ষমতা আমাদের আছে।”
শুক্রবার যে উইকেটে খেলে জিতল ভারত, মঙ্গলবার শ্রীলঙ্কা ম্যাচও সেই পোর্ট অব স্পেনেই। যে উইকেট নিয়ে শিখর ধবন বলছেন, “এখানে ব্যাট করা খুব সহজ ছিল না। উইকেটে ভাল বাউন্স ছিল। চ্যালেঞ্জিং উইকেটে বড় স্কোর তুলতে পারাটা খুব তৃপ্তির।” মঙ্গলবারের মরণবাঁচন লড়াইয়ের শেষটাও ভারতের জন্য তৃপ্তির হয় কি না, সেটাই দেখার।
|
ম্যাচের মধ্যেই জাডেজা বনাম রায়না |
ক্যাচ ফেলাকে কেন্দ্র করে ঝামেলা বেধে গেল সুরেশ রায়না এবং রবীন্দ্র জাডেজার মধ্যে। ত্রিদেশীয় সিরিজে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘটনাটা ঘটল। যে ঝামেলার ছবি ইউ টিউবেও ছড়িয়ে পড়ল। |
|
|
নারিনের ক্যাচ
ফস্কালেন রায়না। |
যা নিয়ে যুযুধান
রায়না-জাডেজা। |
|
ম্যাচের তখন ৩৪ ওভার। জাডেজার বলে ইশান্ত শর্মার হাতে ক্যাচ তুলে সুনীল নারিন ফিরতেই জাডেজা এগিয়ে যান রায়নার দিকে। জাডেজাকে কিছু একটা বলতেও দেখা যায়। যা পছন্দ হয়নি রায়নার। তিনিও পাল্টা উত্তর দেন। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে অধিনায়ক বিরাট কোহলি মধ্যস্থতা করেন। রায়নাকে শান্তও হতে বলেন। আসলে জাডেজার আগের ওভারেই নারিনের ক্যাচ ফেলেছিলেন রায়না। তবে পরে ম্যাচ শেষ হতে জাডেজার কাঁধে হাত রেখে মাঠ ছাড়তে দেখা যায় রায়নাকে। দু’জনকে হাসতেও দেখা যায়।
|
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৫০ ওভারে ৩১১-৭ (বিরাট ১০২, শিখর ৬৯, বেস্ট ২-৫১)
ওয়েস্ট ইন্ডিজ ৩৪ ওভারে ১৭১ (চার্লস ৪৫, ভুবনেশ্বর ৩-২৯, উমেশ ৩-৩২)
(ডাকওয়ার্থ লুইস হিসাবে ৩৯ ওভারে টার্গেট ২৭৪)
|