মারের সেই অনন্ত চাপ,
ফর্মে জকোভিচ এগিয়ে
দুটো সেমিফাইনালই দর্শকদের পয়সা উসুল করার মতো উত্তেজক হওয়ার পর রবিবার সেন্টার কোর্টে পুরুষদের ফাইনাল রেকর্ডের হাতছানি দিচ্ছে। হয় নোভাক জকোভিচ আরও একটা দুধর্র্র্ষ জয়ের মাধ্যমে টেনিস বিশ্বে নিজের এক নম্বর আসনকে আরও সুপ্রতিষ্ঠত করবে। নয়তো অ্যান্ডি মারের মাধ্যমে উইম্বলডনে দীর্ঘ আট দশকের পুরনো ব্রিটিশ-স্বপ্ন পূরণ হবে। আর সেটা ঘটলে?
আমরা একটা নতুন নাইটহুড দেখতে পারি। প্রচুর আনন্দাশ্রু দেখতে পারি। আর অফুরন্ত সেলিব্রেশন! যা আগে কখনও দেখা যায়নি। শুধুই কী তাই? এমনকী ইভান লেন্ডলের মুখেও হাসি দেখতে পেতে পারি আমরা! মারে ৭৭ বছর পর প্রথম ব্রিটিশ পুরুষ হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন হলে ওর বিখ্যাত গোমড়ামুখো কোচ নিশ্চয়ই নিজের মুখে হাসি ফুটতে অনুমতি দেবে।
অ্যান্ডি মারে
বয়স: ২৬
উচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চি
র‌্যাঙ্কিং:
শক্তি: ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড, ফার্স্ট সার্ভ, অন দ্য রান পাসিং শট, পরিস্থিতির সঙ্গে খেলা বদলানোর ক্ষমতা
দুর্বলতা: সেকেন্ড সার্ভ, ফোরহ্যান্ড।

বয়স: ২৬
উচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চি
র‌্যাঙ্কিং:
শক্তি: ডাউন দ্য লাইন শট, সার্ভিস রিটার্ন, বেসলাইন থেকে ডিফেন্সিভ প্লে, টপ স্পিন, ব্যাকহ্যান্ড।
দুর্বলতা: সেকেন্ড সার্ভ, পাসিং শট।
মুখোমুখি: ম্যাচ ১৮ জয় জকোভিচ ১১ মারে ৭
ঘাসে: (অলিম্পিক সেমিফাইনাল) মারে ১ জকোভিচ ০
ক্লে: জকোভিচ ২ মারে ০ • : জকোভিচ ৯ মারে ৬
গত এক বছরে মারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। বারো মাস আগের উইম্বলডন ফাইনালের পর থেকে মারে অলিম্পিক সোনা জিতেছে। যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়ে নিজের ঘাড় থেকে ‘গ্র্যান্ড স্ল্যাম খেতাবের ভূত’ নামিয়েছে। নিজেকে বিশ্বের অন্যতম সেরা টেনিস প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এ সব কি বোঝাচ্ছে যে, ওর ওপর গোটা ব্রিটিশ জাতির অনন্ত প্রত্যাশার চাপ আগের তুলনায় কম থাকবে রবিবার?
আমার উত্তরটা একটা বড় ‘না’!
৭৭ বছর বিরাট বিরাট সময়। সেক্ষেত্রে আজ সন্ধেয় সেন্টার কোর্টের আবহ আর চেহারা যে অবর্ণনীয় এবং চিরস্মরণীয় হয়ে উঠবে চব্বিশ ঘণ্টা আগেই বলে দিতে পারি। কে জানে, ফাইনাল শেষে সাংবাদিক সম্মেলনে যাওয়ার আগেই মারেকে নাইটহুড ঘোষিত করে দেওয়া হবে কি না! তবে কোনও ম্যাচের, বিশেষ করে উইম্বলডন পুরুষ ফাইনাল ম্যাচের প্রিভিউ লিখতে বসলে আমি সব সময় দুই প্রতিদ্বন্দ্বীর সম্ভাবনাগুলো খতিয়ে দেখার চেষ্টা করি। আর সেটাও দু’ভাবে। একটা, দু’জনের বর্তমান ফর্মের ভিত্তিতে। অন্যটা, আবেগের ভিত্তিতে।
ফর্মের ভিত্তিতে, জকোভিচকে সত্যিই এগিয়ে রাখা ছাড়া অন্য উপায় নেই। গ্রেট চ্যাম্পিয়ন। ওর টেনিসে সেই গুণগুলো আছে যেগুলো একজন চ্যাম্পিয়নকে খুব ভাল প্রতিদ্বন্দ্বীদের চেয়ে আলাদা করে দেয়। নিজের কাজটা সম্পূর্ণ ভাবে শেষ করতে পারার দুর্দান্ত ক্ষমতা আছে ওর। দেল পোত্রোর বিরুদ্ধে সেমিফাইনালে যেটা করে দেখিয়েছে। শুক্রবার জকোভিচ ওর ‘এ’ গেম খেলেনি। তাও প্রতিদ্বন্দ্বীর অকুতোভয় মানসিকতা আর দুর্দান্ত গ্রাউন্ডস্ট্রোককে শেষমেশ জয় করেছে। জকোভিচ উইম্বলডন আগে জিতেছে। ঘরের ছেলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও আছে। এ বার ঘাসের কোর্টে ওর রুদ্রমূর্তি দেখে মনে হচ্ছে, আরও একটা উইম্বলডন খেতাব নিজের ট্রফি-রুমে নিয়ে গিয়ে ঢোকাতেই পারে।
কার হাসি থাকবে
কিম সিয়ার্স
পঁচিশ বছর বয়সি কিম সাসেক্সের বাসিন্দা। কলেজ পাস করেন ইংরেজি সাহিত্য নিয়ে। যদিও পুরো স্কুলজীবনে আর্ট নিয়েই পড়াশুনো করেছিলেন। পেশাগতভাবে আর্টিস্ট না হলেও, অবসর সময় ছবি আঁকতে ভালবাসেন মারের বান্ধবী। মারের প্রতিটা ম্যাচেই দেখা যাচ্ছে গ্যালারিতে।
জেলেনা রিস্টিক
সার্বিয়ার বেলগ্রেড শহরের মেয়ে। ইতালির বিখ্যাত বোকোনি বিশ্ববিদ্যালয় অর্থনীতির ছাত্রী ছিলেন জকোভিচের বান্ধবী। পেশাগত ভাবে সুইমস্যুট মডেল হওয়া ছাড়াও ‘নোভাক জকোভিচ ফাউন্ডেশনের’ ডিরেক্টর জেলেনা। গ্যালারিতে ‘টিম জোকারের’ অন্যতম সদস্য।
মারে সেমিফাইনালে জানোভিচের চ্যালেঞ্জ কিছুটা মাথা গরম করে টপকেছে। তৃতীয় সেট জিতে ২-১ এগিয়ে যাওয়ার পরেই দিনের আলো কমে যাওয়ার জন্য ওর কোর্ট ছাড়তে না চাওয়ার পিছনে কারণটা আমি বুঝতে পারছি। তখন ও পুরোপুরি ছন্দে ছিল। কেন প্রতিপক্ষকে দীর্ঘ ৪০ মিনিট নিঃশ্বাস নেওয়ার আর লকাররুমে আরামে বসে ম্যাচে ফেরার জন্য হোমওয়ার্কের সুযোগ দেবে? আর সত্যিই তো, আরও ৪০ মিনিট খেলা চালানোর মতো যথেষ্ট দিনের আলোও ছিল তখন। মারে যদি সেমিফাইনালে শেষমেশ হেরে যেত, তা হলে আমরা নির্ঘাত সেন্টার কোর্টে ছাদ বসানো আর সেটা ঢাকতে পৌনে এক ঘণ্টা সময় লাগার জন্য প্রচুর নিন্দেমন্দ শুনতাম ব্রিটিশ মিডিয়ার থেকে। ফাইনালের আগে পর্যন্ত তাই এখন বলাই যায়, সব ভাল যার শেষ ভাল। তবে ফাইনালের পর সেটাই বলতে পারব কি না গ্যারান্টি নেই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.