টুকরো খবর
অনূর্ধ্ব ১৬ বর্ষসেরা নিয়ে প্রশ্ন
সিএবি-র অনূর্ধ্ব ১৬ বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে পড়ল বাংলার ক্রিকেটমহলে। কেউ কেউ বুঝে উঠতে পারছেন না, ঠিক কোন যুক্তিতে বর্ষসেরা ক্রিকেটার হল না অগ্নিভ পান। শনিবার সিএবি-র জুনিয়র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন হল। সেখানে প্রদীপ্ত প্রামাণিককে বর্ষসেরা হিসাবে বাছা হল। বলা হচ্ছে, একটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে ৯৬ রান করেছে প্রদীপ্ত। অন্য দিকে, অগ্নিভ করেছে দু’শোর উপর রান। সিএবি-র যুগ্ম-সচিব সুবীর গঙ্গোপাধ্যায় বলছিলেন, “নির্বাচকরা সব দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। প্রদীপ্ত-র উইকেট সংখ্যা যদি এক জন ব্যাটসম্যানের রানের সঙ্গে তুলনা করা হয়, তা হলে ওর কৃতিত্ব খুব কম নয়।” কিন্তু ঘটনা হচ্ছে, জুনিয়র নির্বাচন কমিটির প্রধান মদন ঘোষ নিজে পরিষ্কার করে বলতে পারলেন না কোন ভিত্তিতে তিনি বর্ষসেরা নির্বাচন করেছেন। রাতে বিতর্কের কথা তুললে ফোনে মদন বললেন, “কারা বিতর্কের কথা তুলছে? আর আপনার যদি বর্ষসেরা ক্রিকেটারের স্ট্যাটস জানতে হয়, তা হলে সিএবি-তে দেখে আসুন।” সঙ্গে তাঁর সংযোজন, “সাংবাদিকদের সঙ্গে আমাদের কথা বলা বারণ আছে। এই ব্যাপারে যা বলবেন, সচিব বলবেন।” মজার ব্যাপার হচ্ছে, বর্ষসেরা নির্বাচনের পরে সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান দীপ দাশগুপ্ত সাংবাদিক সম্মেলন করতে পারেন। কিন্তু জুনিয়র কমিটির চেয়ারম্যান মদন সেটা পারেন না!

সুস্মিতা ব্যর্থ, আশা ফাইনালে
এশিয়ান অ্যাথলেটিক্সে বাংলার শেষ আশা সুস্মিতা সিংহ রায় ব্যর্থ হলেন। হেপ্টাথলনের শেষ তিনটি ইভেন্ট তাঁকে দ্বিতীয় থেকে ঠেলে দিল পঞ্চম স্থানে। সুস্মিতার কোচ কুন্তল রায় পুণে থেকে ফোনে বললেন, “আগের দিন ওয়ার্ক আউটের পর ওর হাঁটু ফুলে গিয়েছিল। তাই লং জাম্পটা খারাপ হয়ে গেল। ওটা একটু ভাল করলে পদক পেত।” মেয়েদের হেপ্টাথলনে জয়ী তাইল্যান্ডের ওয়াসনা উইনাথো। চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিন কোনও পদকই জিততে পারল না ভারত। তবে আশা জাগিয়ে রাখলেন তিন মেয়ে অ্যাথলিট। দু’শো মিটার দৌড়ে ফাইনালে উঠলেন আশা রায়, দ্যুতি চন্দ এবং সর্বানি নন্দ। মেয়েদের ৪x১০০ মিটার রিলেতে অবশ্য কিছু করতে পারলেন না আশা-রা। হলেন চতুর্থ। ছেলেদের ৪০০ মিটার দৌড়ে ফাইনালে উঠলেন সতীন্দর সিংহ। এ দিকে পিটি উষার ছাত্রী টিন্টু লুকাকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা মিটে গেল। ৪x৪০০ মিটার রিলেতে দলে নেওয়া হল টিন্টুকে। তবে ৮০০ মিটার দৌড়েও নামবেন টিন্টু। আজ রবিবার দু’টো ইভেন্টের মধ্যে সময়ের ফারাক এক ঘণ্টার। টিন্টু যদি দু’টোতেই নামেন তা হলে কি সমস্যা হবে? দলের কোচ এন রমেশ বললেন, “সেরা সময় করার জন্য এই সময়ের পার্থক্যটা অ্যাথলিটদের জন্য খুব ভাল। সমস্যা হবে না।”

নির্বাসিত হরমিত
স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত হরমিত সিংহকে সাময়িক নির্বাসনে পাঠাল ভারতীয় বোর্ড। শনিবার হরমিতকে জেরা করে বোর্ডের দুর্নীতিদমন শাখা। তদন্ত শেষ না হওয়া পযর্ন্ত নির্বাসিত থাকবেন তিনি। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে থাকা বাঁ-হাতি স্পিনার হরমিত আইপিএল সিক্সে রাজস্থান রয়্যালসের হয়ে একটা ম্যাচ খেলেন। গত সপ্তাহে গ্রেফতার হওয়া বুকি জিতেন্দ্র সিংহকে জেরা করে জানা যায়, তিনি হরমিতকে স্পট-ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। কিন্তু বুকিদের প্রস্তাব পাওয়ার কথা বোর্ডের দুর্নীতিদমন শাখাকে জানাননি বলে হরমিতের শাস্তি হতে পারে। কয়েক দিন আগে রয়্যালসের আর এক ক্রিকেটার সিদ্ধার্থ ত্রিবেদীও পুলিশের কাছে স্পট ফিক্সিংয়ের ঘটনা সংক্রান্ত বয়ান দিয়েছিলেন। কিন্তু তখন বোর্ডকে কিছু না জানানোয় তিনিও শাস্তি পেতে পারেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে চায় না বোর্ড।

পুরনো খবর:

পোল হ্যামিল্টনের
সেবাস্তিয়ান ভেটেলের ঘরের ট্র্যাকে তাঁর কাছ থেকে পোল ছিনিয়ে নিলেন লুইস হ্যামিল্টন। এ দিন যোগ্যতা অর্জনের শেষ ল্যাপে ভেটেলকে টেক্কা দেন ব্রিটিশ তারকা। সিলভারস্টোনে আগের রেসেও পোল পেয়েছিলেন তিনি। কিন্তু চাকা ফেটে ট্রফি হাতছাড়া হয়েছিল। এ দিকে, সিলভারস্টোনে একাধিক গাড়ির চাকা ফাটার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফর্মুলা ওয়ান চালকেরা। তাঁরা সাফ জানিয়েছেন, জার্মানির রেসেও ওই ধরনের কিছু হলে তাঁরা রেস বয়কট করবেন। এ দিকে, ফোর্স ইন্ডিয়ার শুরুটা আদর্শ হল না। দলের দুই চালকের একজনও স্টার্টিং গ্রিডে প্রথম দশে থাকতে পারলেন না। পল ডি রেস্টা বারো আর আদ্রিয়ান সুটিল পনেরো তম স্থান থেকে রেসে নামবেন রবিবার।

মূক অলিম্পিকে সোমা, সুরভি
বুলগেরিয়াতে বাইশ তম মূক অলিম্পিকে অংশ নিচ্ছে শিলিগুড়ি সোমা কুণ্ডু এবং সুরভি ঘোষ। রাজ্য থেকে অপর মুক প্রতিবন্ধী খেলোয়াড় হিসাবে অংশ নিচ্ছেন শুভ সেনগুপ্ত। তিনি কলকাতার বাসিন্দা। আগামী ২৬ জুলাই থেকে বুলগেরিয়ার সোফিয়ায় প্রতিযোগিতার আসর বসছে। সোমা এবং সুরভি টেবল টেনিসে অংশ গ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন খরচের জন্য শনিবার সুরভি এবং সোমাকে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয় উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটির তরফে। কমিটির অন্যতম কর্মকর্তা তথা রাজ্য মহিলা কমিশনের সদস্য জ্যোৎস্না অগ্রবাল জানান, দিল্লি থেকে যাতায়াতের জন্য সরকারি ভাবে তাদের খরচ দেওয়া হচ্ছে। তবে শিলিগুড়ি থেকে যাওয়া এবং অন্যান্য খরচের বিষয়টি রয়েছে। সে কারণে ওই দুই প্রতিযোগীকে আর্থিক সাহায্য করা হয়েছে। আগামী সোমবারই তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হবেন।

দীপেন্দুকেও ডাক ফুটবল আইপিএলে
রহিম নবি, সুব্রত পালদের পরে এ বার ফুটবলের আইপিএলে নাম লেখাতে চলেছেন দীপেন্দু বিশ্বাস। আইএমজি সূত্রের খবর, সোমবারই দীপেন্দুর সঙ্গে চূড়ান্ত কথা সেরে ফেলতে চান সংগঠকরা। সে দিনই মেডিক্যাল পরীক্ষা তাঁর। দীপেন্দু বলেন, “মোহনবাগানের সঙ্গে আমার নতুন মরসুমের চুক্তি হয়নি। আইএমজির প্রস্তাব পেয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার নেব।” অন্য দিকে, ইস্টবেঙ্গলে খেলে অবসর নিতে চাওয়ার আবেদন ক্লাব মেনে নেওয়ায় উচ্ছ্বসিত দীপঙ্কর রায়।

সুস্থ হচ্ছেন নেইমার
টন্সিল এবং নাকের অস্ত্রোপ্রচারের পরে এখন সুস্থ হওয়ার পথে কনফেডারেশন কাপের নায়ক নেইমার। শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন বার্সেলোনার নতুন তারকা। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে, ব্রাজিলীয় স্ট্রাইকারের অস্ত্রোপ্রচার সফল ভাবে করা হয়েছে। অস্ত্রোপ্রচারের পরে দশ দিন রিওতে ছুটি কাটিয়ে তার পরে বার্সেলোনার প্রাক্ মরসুম অনুশীলনে স্পেন রওনা হবেন নেইমার।

সেরেনার তোয়ালে শখ
বিশ্বের অন্যতম ধনী প্লেয়ার। সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা। তবু উইম্বলডনে তোয়ালে সংগ্রহ করার অদ্ভুত শখ সেরেনা উইলিয়ামসের। কোর্টে নামলেই আগেভাগে তোয়ালে ব্যাগে পুরে নেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা মার্কিন টেনিস প্লেয়ার। তাও একটা-দুটো নয়, কখনও কখনও আটটা-দশটাও। অল ইংল্যান্ড ক্লাবের তোয়ালে নিয়ে তেমন কড়াকড়ি নেই। ম্যাচের পর তোয়ালে ফেরত দিতে বলা হয়, তবে প্লেয়াররা রাখতে চাইলেও সমস্যা নেই। অনেক প্লেয়ার নিয়ম করে ম্যাচের পর ২৮ পাউন্ডের তোয়ালে ফেরতও দিয়ে যান। যেমন নোভাক জকোভিচ। কিন্তু সেরেনা বা তাঁর দিদি ভেনাস সেই পথে হাটেন না। সংস্কার না অন্য কিছু? জবাব মেলেনি।

গড়াপেটার প্রস্তাব
গত বছরের উইম্বলডন ডাবলস চ্যাম্পিয়ন ফ্রেডি নিয়েলসনকে নাকি ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তিনি সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেন। তবে টেনিসে ক্রমবর্ধমান দুর্নীতি নিয়ে চিন্তিত নিয়েলসেন। তাঁর মতে, একটা চ্যালেঞ্জার টুর্নামেন্ট জিতে যে অর্থ পাওয়া যায়, ইচ্ছে করে ম্যাচ ছাড়লে তাঁর ৩০ গুণ পর্যন্ত পাওয়া সম্ভব। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০-৪০০-র মধ্যে যাঁরা খুব একটা অর্থ উপার্জন করেন না, সহজেই প্রলোভনের ফাঁদে পড়তে পারেন। তাঁদেরও তো পরিবার প্রতিপালন করতে হয়!

ব্রায়ানদের গোল্ডেন স্ল্যাম
উইম্বলডন ডাবলস চ্যাম্পিয়ন হওয়ায় শেষ বারো মাসে চারটে গ্র্যান্ড স্ল্যাম খেতাবই পেলেন বব ও মাইক ব্রায়ান। গত বছর অলিম্পিক সোনাও এই জমজ ভাইদের জুটি জেতায় ডাবলসের ইতিহাসে তাঁরাই প্রথম গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জিতলেন।

অন্য খেলায়
হাওড়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে জুনিয়র র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু আজ রবিবার ব্যাতর ব্যায়াম সমিতির কোর্টে। খেলবে অরিন্তপ দাশগুপ্ত-সহ ২৮২ জন ব্যাডমিন্টন খেলোয়াড়।

জিতল ইস্টবেঙ্গল
মরসুমের প্রথম ডার্বি অনূর্ধ্ব-১৪ কলকাতা গোলজ কাপ ফাইনালে ২-০ হারাল মোহনবাগানকে। গোল করেন রেহন হোসেন, রোহিত হোসেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.