রমজান মাসে ভোটে দায় রাজ্যেরই, দাবি বামফ্রন্ট চেয়ারম্যানের
মজান মাসে নির্বাচন হওয়ার দায় ফের রাজ্য সরকারের উপরেই চাপালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মঙ্গলবার উলুবেড়িয়ার করাতবেড়িয়ায় ইটভাটার ময়দানে বামফ্রন্টের জনসভায় উপস্থিত ছিলেন বিমানবাবু। সেখানেই তিনি এ কথা বলেন। ভোট পিছিয়ে যাওয়ার জন্যও রাজ্য সরকারকে দায়ী করেন। রাজ্য সরকার তথা তৃণমূলের কড়া সমালোচনা করে বিমানবাবু বলেন, “এরা গণতন্ত্রকে হরণ করেছে। বামফ্রন্টকেই ফের এ রাজ্যে গণতন্ত্রের পতাকা তুলে ধরতে হবে।” রাজ্যে কৃষকদের সমস্যার কথা তুলে ধরেও সরকারের নিন্দা করেছেন ফ্রন্ট চেয়ারম্যান। পরিসংখ্যান দিয়ে বলেন, “নতুন সরকারের আমলে গত ২২ মাসে ৯১ জন চাষি আত্মহত্যা করেছেন। রাজ্যে আত্মহত্যার মিছিল শুরু হয়ে গিয়েছে।”
প্রদীপ ভট্টাচার্য ও বিমান বসু। —নিজস্ব চিত্র।
ধনেখালিতে পুলিশের হেফাজতে নাসিরুদ্দিন নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে শুরু থেকেই আন্দোলনের সামনের সারিতে থেকেছেন কংগ্রেস নেতারা। পুলিশই লকআপে পিটিয়ে মেরেছে ওই তৃণমূল কর্মীকে, এমনটাই অভিযোগ তাঁদের। মঙ্গলবার পুড়শুড়ায় নির্বাচনী সভায় এসে তৃণমূলের সমালোচনা করতে গিয়ে ফের সেই প্রসঙ্গ টেনে আনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, “স্থানীয় বিধায়কের কাজকর্মের প্রতিবাদ করায় নাসিরুদ্দিন খুন হন। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী নাসিরুদ্দিনের স্ত্রী মনুজার কাছে সমবেদনা জানাতে যাবেন। কিন্তু তিনি বললেন, আমি অসীমা পাত্রের (ধনেখালির তৃণমূল বিধায়ক) সঙ্গে আছি।” মুখ্যমন্ত্রীকে প্রদীপবাবুর কটাক্ষ, “উনি নিজেকে সর্বশক্তিমান ভাবেন। তাঁর ধারণা, তিনি যা বলবেন সেটাই আইন।” কংগ্রেস নেতার কথায়, “আমরা মুখ্যমন্ত্রীকে কাঁধে করে রাইটার্সে পৌঁছেছি। তার প্রায়শ্চিত্ত করবই। ২০১৬ সালে তিনি (মমতা) আর রাইটার্সে ঢুকতে পারবেন না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.