|
|
|
|
সিপিএম-তৃণমূলের মারপিট |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
সোমবার বিকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গোঘাটের রতনপুরে তৃণমূল ও সিপিএমের মধ্যে দফায় দফায় মারপিটে উত্তপ্ত হল এলাকা। শ্লীলতাহানির অভিযোগে সিপিএমের পঞ্চায়েত সমিতির দুই প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। মারধরের পাল্টা অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের এক জন।
সিপিএমের দলীয় পোস্টার মারাকে কেন্দ্র করে সোমবার বিকালে সিপিএমের কর্মী-সমর্থকদের উপরে তৃণমূলের হামলার অভিযোগ ওঠে। সিপিএমের ছেলেরা একতরফা মার খেয়ে পুলিশে নালিশ করে। মঙ্গলবার সকালে ওই গ্রামেরই সিপিএম কর্মী গণেশ রায় স্থানীয় মদিনা হাটে যাওয়ার সময়ে তৃণমূলের ছেলেদের হাতে প্রহৃত হন বলে অভিযোগ। সিপিএম পাল্টা হামলা চালায়। থানায় অভিযোগ দায়ের করেছে দু’পক্ষই। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টা নাগাদ এরই পাল্টা সিপিএমের জনা তিরিশ মহিলা-পুরুষ তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। মহিলাদের শ্লীলতাহানি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয় বলেও তৃণমূলের দাবি। এই অভিযোগে গ্রেফতার হন সিপিএমের পঞ্চায়েত সমিতি প্রার্থী তাপস রায় ও পঙ্কজ রায়কে। মারধরের অভিযোগে ধরা পড়েছেন তৃণমূলের হারু পাল। হামলার অভিযোগ অস্বীকার করে গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পাল বলেন, “সিপিএমের এই নোংরামির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” অন্য দিকে, সিপিএমের গোঘাট জোনাল কমিটির সম্পাদক অরুণ পাত্র বলেন, “তৃণমূল একতরফা হামলা করছে সোমবার থেকে।” |
|
|
|
|
|