|
|
|
|
চিত্তরঞ্জনে আক্রান্ত তরুণী |
অ্যাসিড হানা চলছেই,
কোর্ট দুষল কেন্দ্রকে
নিজস্ব প্রতিবেদন |
|
|
দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ, বিশেষত মহিলারা অ্যাসিড হানায় আক্রান্ত হলেও কেন্দ্রের ভ্রূক্ষেপ নেই বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি আর এম লোধার নেতৃত্বাধীন বেঞ্চ বলে, গত ১৬ এপ্রিল দেশ জুড়ে অ্যাসিড বিক্রি কমাতে পদক্ষেপের নির্দেশ দেওয়া হলেও কেন্দ্রের তরফে কিছুই করা হয়নি। কেন্দ্রকে আরও এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। তার মধ্যেই রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে আজসতে হবে। আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।
ঘটনাচক্রে, এ দিন সকালেই প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় বর্ধমানের চিত্তরঞ্জনে এক তরুণীর মুখে অ্যাসিড ছোড়া হয়। ঘটনায় অভিযুক্ত রাজেন সাউ নামে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার এক কর্মী। তার আবাসনে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। জখম তরুণী কস্তুরবা গাঁধী হাসপাতালে ভর্তি।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তন্ময় মুখোপাধ্যায় জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ওই তরুণী এক সময়ে রাজেনের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তখন তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। মাস আটেক আগে রাজেনের অন্যত্র বিয়ে হওয়ার পরে কাজ ছাড়েন ওই তরুণী।
পরে বারবার ওই যুবক তাঁকে কাজে যোগ দিতে বললেও তরুণী রাজি হননি। সেই রাগ থেকেই সে এমন ঘটিয়েছে বলে ধারণা পুলিশের।
হাসপাতালে শুয়েই আক্রান্ত তরুণী বলেন, “সাইকেলে চড়ে দোকানে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তা আটকে আমার দিকে তরল কিছু ছুড়ে মারে রাজেন। মুখ পুড়ে যাচ্ছিল। আমি রাস্তায় পড়ে যাই।” তাঁর গলা ও মুখের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। ঘটনার পরে রাজেন আবাসনে ফিরলে প্রতিবেশীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। রাজেন কোথা থেকে অ্যাসিড পেল, তা জানতে পুলিশ তাকে জেরা করছে।
|
|
|
|
|
|