বুদ্ধগয়া বিস্ফোরণ
৪ সন্দেহভাজনকে আটক, জেরা করবে এনআইএ
হাবোধি মহাবিহারের সিসিটিভি-র ছবির ভিত্তিতে সন্দেহজনক চার জনকে বিহার পুলিশ আটক করল। সন্দেহের তালিকায় ছিল ছ’জন। তাদের মধ্যে এক মহিলা-সহ চারজনকে আজ পটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ মনে করছে, ওই ছবির সঙ্গে আটক ব্যক্তিদের চেহারার মিল রয়েছে। আজ পটনার পুলিশ সুপার জয়ন্তকান্ত বলেন, “এনআইএকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করবে।” পুলিশ জানিয়েছে, মন্দিরের মূল গেট, দেওয়ালের নিচু অংশ এবং বোধিবৃক্ষের আশপাশে ভোর চারটে নাগাদ এই ছ’জনকে দেখা গিয়েছিল। ডিজিপি অভয়ানন্দ বলেন, “তদন্ত চলছে। কিছু সূত্র ধরে খোঁজখবর চলছে।”
বিনোদ মিস্ত্রি নামে গয়ার বারাচাট্টি এলাকার যে ৩০ বছরের যুবককে পুলিশ আটক করেছে তার ব্যাগ থেকে তিনটি মোবাইল ফোন নম্বর পাওয়া গিয়েছে। তদন্তে দেখা গিয়েছে তার মধ্যে একটি নম্বর থেকে বিস্ফোরণের আগের রাতে, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বেশ কয়েকবার দিল্লি এবং মুম্বইয়ে কয়েকটি এসএমএস করা হয়েছিল। তারপরেই ওই ফোনটি বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে হায়দরাবাদ এবং মহারাষ্ট্র থেকে এটিএসের সদস্যরা বুদ্ধগয়ায় পৌঁছেছেন। স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্দে কাল বুদ্ধগয়ায় আসছেন। তাঁর সঙ্গে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী।
মঙ্গলবার বুদ্ধগয়ার মন্দিরে অরুণ জেটলি ও রাজনাথ সিংহ। ছবি: পিটিআই
গত চার বছর ধরে যে প্রস্তাবটি নীতীশ কুমার ঠাণ্ডা ঘরে ফেলে রেখেছিলেন, বুদ্ধগয়ার ধারাবাহিক বিস্ফোরণের পর সেই প্রস্তাব মেনে রাজ্যে একটি অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরির কাজ শুরু হল। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এটিএস প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। ২০০৯ সালে রাজ্য পুলিশের প্রস্তাব ছিল, সন্ত্রাস মূলক কাজকর্ম ঠেকাতে রাজ্যে এটিএস তৈরি করা হোক। বিস্ফোরণের পর এবার তড়িঘড়ি নীতীশ সরকার এটিএস তৈরি করতে উদ্যোগী হল।
এ দিকে, আজ বিজেপি সভাপতি রাজনাথ সিংহ, অরুণ জেটলি এবং রবিশঙ্কর প্রসাদ বুদ্ধগয়ায় যান। ঘটনাস্থল ঘুরে দেখার পরে রাজনাথ বলেন, “আমরা বিশ্বশান্তির জন্য প্রার্থনা করছি। এই নিয়ে কোনও রাজনীতি করতে চাই না। তবে মনে করি, কেন্দ্রের উচিত সন্ত্রাসবাদ এবং মাওবাদী মোকাবিলার জন্য প্রয়োজনীয় অ্যাকশন প্ল্যান তৈরি করা।” তিনি মনে করেন, “কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও রাজ্যের পক্ষে একক ভাবে এই শক্তির মোকাবিলা করা সম্ভব নয়। সিবিআই ও আইবি-র মধ্যেও সমন্বয় করে কাজ করা উচিত।” রাজ্যসভার বিরোধী দলনেতা জেটলি বলেন, “বোঝা যাচ্ছে, কোথাও নিরাপত্তার ফাঁক ছিল। এখনও ইউপিএ-র কোনও প্রতিনিধি ঘটনাস্থলে আসেননি।”

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.