নাটক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘা বিজ্ঞান কেন্দ্রে স্কুলভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় সোফিয়াবাদ শীতলপ্রসাদ বিদ্যামন্দিরের ‘সবুজ দেশের অবুঝ রাজা’ প্রথম, বড়বড়িয়া বালিকা বিদ্যালয়ের ‘মর্ত্য দশর্ন’ দ্বিতীয় ও গোপালচক সরোজিনী বিদ্যা নিকেতনের ‘বিকল্পের সন্ধানে’ নাটক তৃতীয় হল। প্রথম দু’টি স্কুল ১৭ জুলাই কলকাতায় রাজ্যস্তরের স্কুল ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিয়ায় যোগ দেবে।
|
মুখ খুললেন শাহরুখ
সংবাদসংস্থা • মুম্বই |
গর্ভস্থ অবস্থায় সন্তানের লিঙ্গপরীক্ষা করানো হয়নি বলে দাবি করলেন শাহরুখ খান। মঙ্গলবার দীর্ঘ বিবৃতিতে তিনি জানান, লিঙ্গপরীক্ষা নিয়ে চর্চা শুরু হওয়ার বহু আগেই তাঁর ছেলের জন্ম হয়েছে। এমনকী নির্ধারিত সময়ের অনেক আগে জন্মানোয় তার কিছু শারীরিক জটিলতা ছিল। তাকে নিয়ে চিন্তিত ছিলেন বলেই এত দিন তাঁরা মুখ খোলেননি। তবে ছেলে এখন বাড়ি এসেছে। শাহরুখ জানিয়েছেন, তার নাম রাখা হয়েছে ‘আব্রাম’। |