দেশে ফেরানো হচ্ছে চেটিয়াকে
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
আগামী সপ্তাহেই দেশে ফেরানো হচ্ছে আলফা-র সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, চেটিয়ার দেশে ফেরার আবেদনে সরকার সম্প্রতি সবুজ সঙ্কেত দিয়েছে। রাজশাহি থেকে ইতিমধ্যেই তাঁকে ঢাকার জেলে নিয়ে আসা হয়েছে। ১৬ বা ১৭ তারিখে চেটিয়াকে দিল্লি পৌঁছে দেওয়া হতে পারে। আলফার আর এক শীর্ষ নেতা অরবিন্দ রাজখোয়াও সেখানে থাকতে পারেন। দিল্লিতে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রসচিবেরা ১৯ তারিখে বৈঠকে বসবেন। তার আগেই চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, কী ভাবে চেটিয়াকে দেশে ফেরানো হবে, তা নিয়ে সরকার কিছুটা দ্বিধায় রয়েছে। সাধারণ নিয়মে তাঁকে জেল থেকে মুক্তি দিয়ে বিমানে তুলে দেওয়ার কথা। কিন্তু আলফার পরেশ বরুয়া গোষ্ঠী তাঁর উপরে হামলা করতে পারে, গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়ার পরে চেটিয়াকে একেবারে দিল্লিতে পৌঁছে দেওয়ার কথা ভাবা হচ্ছে। ১৯৯৭-র ডিসেম্বরে জাল পাসপোর্ট নিয়ে ঢাকায় ধরা পড়েন অনুপ চেটিয়া।
পুরনো খবর: ভারতে ফিরতে চেয়ে ঢাকাকে চিঠি চেটিয়ার
|
মিশরের নতুন প্রধানমন্ত্রী
সংবাদসংস্থা • কায়রো |
প্রধানমন্ত্রী নয়, মিশরের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন শান্তির নোবেলজয়ী মহম্মদ এলবারাদেই। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন হাসেম এল-বেবলাউই। হোসনি মুবারকের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর জানিয়েছেন, আগামী ছ’মাসের মধ্যেই সংবিধান ঢেলে সাজা হবে। নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট। |