পঞ্চায়েত ভোটের জন্য বদল হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষার কর্মসূচী। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ সূত্রে জানানো হয়েছে, দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের এমএ, এমএসসি ও এমকমের সমস্ত পরীক্ষা পিছিয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, নতূন সূচী অনুযায়ী চতুর্থ সেমেস্টারের এমএসসি পরীক্ষা শুরু হবে ১৩ জুলাই। চলবে ২ অগস্ট পর্যন্ত। এমকম পরীক্ষা শুরু হবে ২৭ জুলাই। চলবে ৭ অগস্ট পর্যন্ত এবং এমএ পরীক্ষা শুরু হবে ২৯ জুলাই থেকে। শেষ হবে ২ অগস্ট। সুকুমারবাবু আরও জানান, দ্বিতীয় সেমেস্টারের এমএসসি পরীক্ষা শুরু হবে ৩০ জুলাই থেকে। চলবে ১৬ অগস্ট পর্যন্ত। ২৩ অগস্টের মধ্যে সমস্ত প্রাকটিক্যাল পরীক্ষাও নিয়ে নেওয়া হবে। এছাড়া দ্বিতীয় সেমেস্টারের এমএ পরীক্ষা শুরু হবে ৫ অগস্ট, চলবে ১৬ অগস্ট পর্যন্ত। এমকম পরীক্ষা শুরু হবে ১২ অগস্ট, চলবে ২৩ অগস্ট পর্যন্ত।
পরীক্ষা পিছনো ছাড়া কয়েকটি পরীক্ষা কেন্দ্রের বদলও ঘটেছে। বেশির ভাগ পরীক্ষা গোলাপবাগ ক্যাম্পাসে হলেও, বেশ কয়েকটি পরীক্ষা অন্য কেন্দ্রে হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। যেমন, ফিজিওলজি পরীক্ষা হবে হুগলি মহসিন কলেজে, জিওলজি ও কনজারভেশন বায়োলজি পরীক্ষা নেওয়া হবে দুর্গাপুর গর্ভমেন্ট কলেজে। পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে বলা হয়েছে। এছাড়া পরিবর্তিত সূচী ও বদলে যাওয়া কেন্দ্রগুলির তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও মিলবে।
এর সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকারের দফতর সূত্রে জানা গিয়েছে, বিএডের প্রথম কাউন্সিলিংয়ে যে সব কলেজে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার কথা ছিল, সেই ভর্তির দিন বাড়িয়ে দু’দিনের বদলে চার দিন করা হয়েছে। নতুন দিন স্থির হয়েছে, ১৫ থেকে ১৮ জুলাই। বিএডের দ্বিতীয় পর্বের কাউন্সিলিংয়ের নির্ধারিত তারিখ ছিল ১৯, ২২, ২৩ ও ২৪ জুলাই। সেগুলিরও বদল হয়েছে। নতুন তারিখ ২৯, ৩০, ৩১ জুলাই ও ১ অগাস্ট। |