টুকরো খবর
রায় ভিলায় সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনে দার্জিলিং যাবেন গৌতম দেব
ভগিনি নিবেদিতার স্মৃতি বিজড়িত দার্জিলিঙের রায় ভিলায় ‘রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্বোধন করতে ১০ জুলাই দার্জিলিং যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে হাজির ছিলেন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী নিত্য সত্যানন্দ। তিনি সেন্টারের সচিব নির্বাচিত হয়েছেন। এ ছাড়া চিকিৎসক কে সি মিত্রও সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরাও হাজির ছিলেন। এই সেন্টারটি চালানোর জন্য রামকৃষ্ণ মিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দার্জিলিঙের নিবেদিতার স্মৃতি বিজড়িত রায় ভিলা সংস্কার নিয়ে রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিদের
সঙ্গে বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়িতে তোলা নিজস্ব চিত্র।
তবে ভবনটির পুনর্নির্মান করার জন্য আপাতত ১ কোটি টাকা মঞ্জুর হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে তা পাওয়ার জন্য সচিব নিত্য সত্যানন্দকে কাজের বিস্তারিত খসড়া জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গৌতমবাবু বলেন,“আমি আশা করছি সব কিছু ঠিক থাকলে এক মাসের মধ্যে কাজ শুরু করে দিতে পারব। ভবনটি সংস্কার করার প্রয়োজন রয়েছে।” রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী নিত্য সত্যানন্দ বলেন, “আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও বেলুড় বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার হিসেবে পঠন পাঠন শুরু করব।”

সুদীপ্ত ও দেবযানীর ফের জেল হেফাজত
সারদা কাণ্ডে ধৃত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে ফের সাতদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। সোমবার শিলিগুড়ি অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে বিচারক মধুমিতা বসু ওই নির্দেশ দেন। দেবযানী দেবীর আইনজীবী অমিতাভ ভট্টাচার্য ও সুস্মিতা বসু এ দিন আদালতে বলেন, “দেবযানীদেবী এক জায়গা থেকে অন্য জায়গায় ঘন ঘন সড়ক পথে যাতায়াত করায় অসুস্থ হয়ে পড়েছেন। সে জন্য তাঁকে জামিন দেওয়া হোক।” বিচারক দেবযানী দেবীর চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে জামিনের আর্জি খারিজ করে দেন। আদালত সূত্রের খবর, শিলিগুড়ি ও জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় সারদার সম্পত্তির ব্যাপারে খোঁজখবর নিতে সুদীপ্তবাবু ও দেবযানী দেবীকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার জন্য আবেদন করা হয়। সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া বলেন, “জেলে থাকা সময় তদন্তের কাজে পুলিশকে সাহায্য করার কথা জানিয়ে ছিলেন দুজন অভিযুক্তই। তার ভিত্তিতেই পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান হয়।” এ দিন সকাল ১০টা নাগাদ ঘুরপথে আদালতে নিয়ে আসা হয় সারদা কর্তাদের। আদালত চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ৫ জুলাইয়ের মত ভিড় ছিল না। আগামী ১৪ জুলাই আদালতে তোলা হবে দুজনকে। প্রসঙ্গত সুভাষপল্লীর বাসিন্দা উমা পালচৌধুরী ২২ এপ্রিল শিলিগুড়ি থানায় সারদা গোষ্ঠীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। ওই মামলার ভিত্তিতেই শিলিগুড়িতে আনা হয় তাঁদের।

পুরনো খবর:

মঠের নিরাপত্তা দেখছে পুলিশ

শালুগাড়ার একটি গুম্ফায় নিরাপত্তা ব্যবস্থা দেখতে পরিদর্শন। —নিজস্ব চিত্র।
উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া সমতল এলাকার বৌদ্ধ মঠগুলির নিরাপত্তা খতিয়ে দেখার কাজে নামল পুলিশ-প্রশাসন। বিহারের বুদ্ধগয়ায় ধারাবাহিক বিস্ফোরণের জেরেই পুলিশ ও গোয়েন্দারা ওই কাজে নেমেছেন। ইতিমধ্যেই রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি শশীকান্ত পূজারি সব থানাকে সতর্ক করেছেন। পুলিশ সূত্রের খবর, দার্জিলিং পাহাড় ও ডুয়ার্সে অন্তত ৩০টি বৌদ্ধ মঠ ও উপাসনা কেন্দ্র রয়েছে। শিলিগুড়ির কাছে শালুগাড়ায় রয়েছে বৌদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্রও। প্রাথমিক খোঁজখবরের পরে পুলিশ, গোয়েন্দারা জানতে পারেন, কোনও মঠেই সিসিটিভি বসানো নেই। অধিকাংশের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থাও নেই। আইজি বলেন, “সব দিক মাথায় রেখেই মঠগুলির নিরাপত্তা জোরদার করার জন্য বলেছি। থানাগুলিকে বাড়তি নজর রাখতে বলা হয়েছে।”

বাইক চোর সন্দেহে ধৃত
বাইক চোর সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তার কাছ থেকে ১ মাস আগে চুরি হওয়া একটি বাইকও উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। ধৃত বাবন পালকে রবিবার রাতে শিলিগুড়ির নিউ মিলনপল্লি এলাকার অশোকনগর থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি অশোকনগরেই। অভিযোগ, নম্বর প্লেট বদলে বাইকটি ব্যবহার করছিল বাবন। তাকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর হয়ে যায়।

দেহ ফিরল গ্রামে
রবিবার রাতে বিএসএফের কনস্টেবল সূর্যকান্ত দাসের (৩৯) কফিন বন্দি দেহ এল তাঁর মধ্য কামাখ্যাগুড়ির বাড়িতে। বিএসএফের মুর্শিদাবাদের ১৯১ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল পদে ফারাক্কায় কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে। কিন্তু কীভাবে তিনি মারা গেলেন তা ওই কনস্টেবলের বাড়ির লোকজনকে জানানো হয়নি বলে অভিযোগ। শনিবার সকালে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে তাঁর পরিবারকে জানানো হয়। ওই কনস্টেবলের বাবা বাবা শম্ভুনাথ দাস বলেন, “ছেলে কী ভাবে গুলি বিদ্ধ হয়েছে তা আমাদের জানানো হয়নি। যারা কফিন নিয়ে আসেন তাঁরাও বলতে পারেননি।”

অজ্ঞাতপরিচয় দেহ
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমারগ্রামের বারবিশায় সোমবার দুপুরে কুর্শামারি এলাকায় এক নালা থেকে দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে মৃতের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

দেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হল ৩১ নম্বর জাতীয় সড়কের ধার থেকে। রবিবার গভীর রাতে মেন্দাবাড়ির কাছে কালচিনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। গাড়ি ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ মনে করছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.