ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, ক্ষতিপূরণ চেয়ে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে গাছ ফেলে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় মানুষ। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বনগাঁ থানার চাঁদা পাঁচমাইল এলাকায়। বৃদ্ধার নাম সরস্বতী সরকার (৬০)। বাড়ি ওই এলাকায়। পুলিশ সূত্রের খবর, এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ সরস্বতী দেবী রাস্তার ধারে ফুলগাছ থেকে ফুল তুলছিলেন। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় স্থানীয় মানুষ সরস্বতী দেবীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি জানিয়ে সকাল সাড়ে ৯টা নাগাদ বনগাঁ-বাগদা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। যান চালকেরা গর্ত এড়াতে চাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ব্যস্ত সময় যানবাহন আটকে যাওয়ায় সপ্তাহের প্রথম দিনেই কাজে বের হওয়া মানুষজন দুর্ভোগে পড়েন। অন্যদিকে পূর্ত দফতর সূত্রের খবর, ওই সড়কে বনগাঁ থেকে হেলেঞ্চা পর্যন্ত ১৮ কিলোমিটার অংশ সংস্কারের জন্য বিএডিপি প্রকল্পে প্রায় ১১ কোটি টাকা অনুমোদন হয়েছে। ওয়ার্ক অর্ডারও হয়ে গিয়েছে। পূর্ত দফতরের সহকারী বাস্তুকার (বনগাঁ) মল্লিনাথ মজুমদার বলেন, “বর্ষার পরেই রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হবে। এ ছনা রাস্তার দু’পাশে জায়গা থাকলে ফুটপাথও তৈরি করা হবে।”
|
দরজা ভেঙে মন্দিরে চুরি বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
একের পর এক মন্দিরে চুরি হয়েই চলেছে বসিরহাটে। রবিবার রাতে হাসনাবাদের টাকি ও বসিরহাটের কামারডাঙার দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, টাকির কূলেশ্বরী মন্দিরে রবিবার রাতে অমাবস্যার পুজো উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পুজো চলে। সোমবার ভোর পাঁচটা নাগাদ মন্দিরে আরতির জন্য দরজা খুলতে এসে পুরোহিত দেখেন মন্দিরের দরজা ভাঙা। উধাও প্রতিমার গায়ের অলঙ্কার। |
কী চুরি হয়েছে, চলছে তার তদন্ত। |
মন্দির সূত্রে খবর, চুরি গিয়েছে প্রায় সাড়ে ৪ ভরি সোনা ও ৮০০ গ্রাম রূপোর অলঙ্কার। অন্যদিকে, রবিবার রাতেই বসিরহাটের কামারডাঙায় কালীমন্দির থেকে চুরি যায় অলঙ্কার-সহ অন্যান্য উপকরণ। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়ছে। মন্দিরে চুরি কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা হবে।”
|
ব্যবসায়ীর বাড়িতে বোমা হালিশহরে
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
এক ব্যবসায়ীর বাড়িতে বোমা ছুড়ে পালাল দুষ্কৃতীরা। সোমবার ঘটনাটি ঘটেছে, হালিশহরের নান্নায়। পুলিশ জানিয়েছে, সন্ন্যাসী মণ্ডল নামে ওই ব্যবসায়ীর বাড়িতে এ দিন বিকালে মোটরবাইকে চড়ে আসা দুষ্কৃতীরা পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আওয়াজে চমকে ওঠেন পাড়া-প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, ঠিকাদার সন্ন্যাসীবাবুর কাছে সম্প্রতি তোলা চেয়েছিল এলাকার দুষ্কৃতীরা। তিনি রাজি না হওয়ায় ভয় দেখানোর জন্য এই দুষ্কৃতীদের বোমাবাজি বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তবে রাত পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
|
অস্বাভাবিক মৃত্যু বধূর, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক গৃহবধূ। রবিবার রাতে ওই ঘটনা ঘটে মন্দিরবাজারের কৃষ্ণদেবপুর গ্রামে। ভবানী পাইক (২৭) নামে ওই মহিলাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে ডায়মন্ড হারবার হাসপাতালে তিনি মারা যান। বোনকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁর স্বামী, মৃতার দাদার কাছ থেকে এই অভিযোগ পেয়ে স্বামী মাধাই পাইককে গ্রেফতার করেছে পুলিশ।
|
ইছামতীর চরে মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সোমবার সকালে বসিরহাটের ধলতিথায় ইছামতীর চর থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। রাত পর্যন্ত মহিলার পরিচায় জানাতে পারেনি পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, অন্য কোনও জায়গায় ওই মহিলাকে খুন করে চরে ফেলে যায় দুষ্কৃতীরা।
|
এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৮ নম্বর কালিনগর তিলকচন্দ্রপুরের ঘটনা। ধৃতের নাম গোপাল দাস। ওই দিন সন্ধ্যায় ওই বধূ থানায় অভিযোগ করেন গোপাল তাঁকে ধর্ষণ করেছে। অভিযোগ পেয়ে গোপালকে গ্রেফতার করে পুলিশ। কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। |