|
|
|
|
ডিআই অফিসে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ নিয়ে অব্যবস্থার অভিযোগ উঠেছিল রাজ্য জুড়ে। এ বার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের দূরশিক্ষা পদ্ধতিতে বিএড প্রশিক্ষণেও অব্যবস্থার অভিযোগ উঠল।
নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের ভর্তি তালিকা থেকে বাদ পড়ায় কয়েকশো শিক্ষক-শিক্ষিকা সোমবার পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিদর্শকের দফতরে তালাও ঝোলান তাঁরা। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এই বিক্ষোভ চলে।
এনসিটিই-র ( ন্যাশনাল কাউন্সিল ফর টিচিং এডুকেশন) নিয়ম অনুযায়ী ২০১৫ সালের ৩১ মার্চের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের প্রশিক্ষণহীন সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের বিএড প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের বিএড পড়ার জন্য তাই রাজ্য শিক্ষা দফতর নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা পদ্ধতিতে পড়ার ব্যবস্থা করেছে। রাজ্য শিক্ষা দফতরের নিয়ম মেনে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন করেছিলেন প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকারা। জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে তাঁদের নামের তালিকাও বেরিয়েছিল। কিন্তু ৫ থেকে ১২ জুলাইয়ের মধ্যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা দিয়ে গত শুক্রবার ওয়েবসাইটে যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যায় আবেদনকারী অধিকাংশ শিক্ষক-শিক্ষিকার নাম নেই। উল্টে আগেই বিএড প্রশিক্ষণপ্রাপ্ত, এমনকী অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকার নাম ওই তালিকায় রয়েছে। |
|
দফতরে ঘেরাও স্কুল পরিদর্শক |
সোমবার সকাল ১০টা নাগাদ তমলুক শহরের মানিকতলায় পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে জেলার বিভিন্ন এলাকার হাইস্কুল ও হাইমাদ্রাসার কয়েকশো শিক্ষক-শিক্ষিকা জড়ো হন। প্রথমে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ভর্তির তালিকায় অসঙ্গতি ও নানা সমস্যার কথা জানান তাঁরা। জেলা বিদ্যালয় পরিদর্শক তাঁদের আশ্বস্ত করতে পারেননি। বেলা ১২টা নাগাদ ক্ষুদ্ধ শিক্ষক-শিক্ষিকারা পরিদর্শকের অফিসের মূল দরজায় তালা মেরে বাইরে বিক্ষোভ শুরু করেন। এর জেরে বিদ্যালয় পরিদর্শকের অফিসের চত্বরে উত্তেজনা ছড়ায়। প্রায় ১ ঘণ্টা ধরে অফিসের মধ্যে তালাবন্দি অবস্থায় থাকেন জেলা বিদ্যালয় পরিদর্শক। পরে তালা খুলে দিলেও শিক্ষক-শিক্ষিকারা পরিদর্শকের অফিসের সামনে বিকেল পর্যন্ত বিক্ষোভ দেখান। পটাশপুরের শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলের শিক্ষক অর্পণ প্রধান, নন্দীগ্রামের দেবীপুর হাইস্কুলের শিক্ষক সুদীপ্ত গায়েনরা বলেন, “জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে আমাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু এখন নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য যে তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে, তাতে আমাদের নাম নেই। আমরা কী করব ভেবে পাচ্ছি না। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষণ নিতে না পারলে চাকরি নিয়ে টানাটানি হবে।”
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পুরবী নন্দী ভর্তি তালিকায় ত্রুটি থাকার অভিযোগ স্বীকার করে বলেন, “প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের বিএড কোর্সে ভর্তির জন্য আমরা তালিকা তৈরি করে রাজ্য শিক্ষা দফতরে পাঠিয়েছিলাম। পরে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে কিছু ত্রুটি রয়েছে। এবিষয়ে আমরা রাজ্য শিক্ষা দফতরের উচ্চ-কর্তৃপক্ষকে জানিয়েছি। আলোচনা চলছে।” |
|
|
|
|
|