ভোট-প্রচারকে ঘিরে গোলমাল বাড়ছেই
ঞ্চায়েত ভোটের প্রচারকে কেন্দ্র করে গোলমাল চলছেই পূর্ব মেদিনীপুরে। কখনও পতাকা ছেঁড়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে তো কখনও বিরোধী দলের প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠছে। সোমবার সকালে নন্দীগ্রামের গোপালচক গ্রামে এক কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কাঁথি ৩ ব্লকের কানাইদিঘিতে সিপিএমের এক প্রার্থীকে মারধরে অভিযুক্ত তৃণমূল। যদিও সমস্ত অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-২ গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালচক গ্রামের কংগ্রেস প্রার্থী মন্টু বাড়ুই সোমবার সকালে স্থানীয় একটি দোকানে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় শেখ রবিউলের নেতৃত্বে একদল তৃণমূল সমর্থক সেখানে এসে তাঁকে মারধর করেন। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহুর অভিযোগ, ‘‘ জেলার বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থীদের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কর্মীরা। মারধর করছে, হুমকি দিচ্ছে।” নন্দীগ্রাম-২ ব্লকের তৃণমূল নেতা বাদল মাইতি অভিযোগ অস্বীকার করে বলেন, “কংগ্রেস প্রার্থী মন্টু বাড়ুই রবিবার রাতে মদ্যপ অবস্থায় আমাদের দলীয় কর্মী শেখ রবিউলের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল। সোমবার সকালে দলের কর্মীরা মন্টুকে সাবধান করতে গিয়েছিল। মারধরের ঘটনা ঘটেনি।”
এ দিকে সিপিএম প্রার্থীর হয়ে প্রচার করার জন্য কাঁথি-৩ ব্লকের কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধরচক গ্রামে সুকুমার গুছাইত নামে এক ব্যাক্তির বাড়িতে রবিবার রাতে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সিপিএমের জেলা পরিষদ আসনের প্রার্থী ঝাড়েশ্বর বেরা অভিযোগ করেন, “দুষ্কৃতীরা সুকুমারবাবুকে মারধর করা ছাড়াও ব্যাপক লুঠপাট চালায়। সুকুমার গুছাইত ও আরও সাতটি পরিবারকে গ্রাম ছাড়তে বলে। যাতে তারা ভোট দিতে না পারে।” তৃণমূলের ব্লক সভাপতি সমরেশ দাস সিপিএমের এই অভিযোগকে নস্যাৎ করে বলেন, “পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় অসত্য অভিযোগ করে সিপিএম প্রচারের আলোয় আসতে চাইছে।”
সিপিএমের পতাকা ও ব্যানার খুলে ফেলার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোলাঘাটের প্রাক্তন সিপিএম বিধায়ক অমিয় সাহুর অভিযোগ, “দলীয় প্রার্থীদের সমর্থনে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে বিভিন্ন রাজনৈতিক দলেরই পতাকা টাঙানো ছিল। গত শনিবার রাতে দেউলিয়া বাজার থেকে ধুলিয়াড়া পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় আমাদের দলীয় পতাকা ও ব্যানার খুলে ফেলে দিয়েছে তৃণমূলের লোকেরা। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।” কোলাঘাটের তৃণমূল বিধায়ক বিপ্লব রায়চৌধুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন, “জাতীয় সড়কের ধারে এখনও সিপিএমের পতাকা রয়েছে। মিথ্যা অভিযোগ করে সিপিএম এলাকায় উত্তেজনা ছড়াতে চাইছে।”
এ দিকে, দাদা কংগ্রেসের প্রার্থী হওয়ায় ভাইকে কলেজে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সোমবার দুপুরে বাজকুল কলেজে ঘটনাটি ঘটে। প্রহৃত বি.এ প্রথম বর্ষের ছাত্র রাজু সেনাপতিকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস প্রদেশ কমিটির সদস্য ক্ষিতীন্দ্রমোহন সাহু জানান, রাজুর দাদা সন্তু সেনাপতি ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়া পঞ্চায়েতের বনমালীপুর বুথে প্রার্থী হয়েছেন। ওই আসনেই তৃণমূলের প্রার্থী বিলু বায়েন। তাঁর ছেলে শুভ্রকান্তি বায়েন এ দিন কলেজে রাজুকে মারধর করে, হুমকি দেয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের বাজকুল কলেজ শাখার সভাপতি রবীন মণ্ডল বলেন, “ওটা কলেজের বাইরের ঘটনা। তৃণমূল ছাত্র পরিষদের কেউ এর সঙ্গে যুক্ত নয়।”
কোথাও আবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করছে সিপিএম। সিপিএমের সিংদা জোনাল কমিটির সম্পাদক হিতেন্দ্রনাথ প্রধান বলেন, “রবিবার রাতে পটাশপুর ১ ব্লকের নৈপুর পঞ্চায়েতের পদিমা গ্রামে তৃণমূলের বাইক বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশিতে গিয়েছিল পুলিশ। আমাদের দলীয় কর্মী অশোক জানা ও গৌরহরি গিরিকে গ্রেফতার করে ওরা।” পটাশপুর থানার ওসি সুধাংশু লায়েক অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
প্রচারে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধেও। রামনগরে সিপিএম প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে ব্যাঙ্ক ঋণের ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্যাশিয়ারের বিরুদ্ধে। রামনগর-১ ব্লকের বাড়সোলেমানপুর বুথের ঘটনা। ওই বুথের তৃণমূল প্রার্থী শান্তনু পুস্টি ও তৃণমূল বিধায়ক অখিল গিরি রামনগরের বিডিও তমোজিৎ চক্রবর্তীর কাছে অভিযোগ করেছেন, “রমেন মাইতি নামে স্থানীয় এক ব্যাঙ্ককর্মী বাড়ি বাড়ি গিয়ে বলছেন, বামপ্রার্থীকে ভোট দিলে তিনি ২০ হাজার টাকা করে ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন” লিখিত অভিযোগ পেয়ে বিডিও রমেনবাবুকে শো-কজ করেছেন। পাশাপাশি ওই ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজারের কাছেও চিঠি পাঠানো হয়েছে বলে বিডিও জানান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.