প্রশ্ন: আপানাকে টেনিস খেলতে কে উদ্বুদ্ধ করেছে?
মারে: খেলাধুলোর প্রতি আমার মা-বাবার ভালবাসা।
প্র: উইম্বলডন ফাইনালের ঠিক আগে কী ভাবছিলেন?
মারে: রবিবার সকাল থেকেই খুব নার্ভাস ছিলাম। বিশেষ করে ম্যাচ শুরুর তিরিশ মিনিট আগে।
প্র: আপনি কি কোনও দিন গ্র্যান্ড স্ল্যামে ‘ডাবল ফিগার’ ছুঁতে পারবেন?
মারে: না। আমার মনে হয় না।
প্র: পেশাদার টেনিসে আসার আগে আপনি যদি কোনও প্লেয়ারের সঙ্গে খেলতে চাইতেন, তিনি কে হতেন?
মারে: ইভান লেন্ডল।
প্র: উইম্বলডন জেতার অনুভূতিটা এক কথায় ব্যাখ্যা করলে কী হবে?
মারে: স্বস্তি।
প্র: ফাইনালে আপনার ব্যাগে কতগুলো র্যাকেট ছিল?
মারে: এগারোটা।
প্র: কোর্টে এত ফিট দেখাচ্ছিল আপনাকে। আপনার ড্রিঙ্কস কী দিয়ে তৈরি বলুন তো?
মারে: ইলেকট্রোলাইটস। ম্যাচ যত এগোয়, ততই শারীরিক শক্তি বাড়িয়ে তোলে।
প্র: রাতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন?
মারে: না। আজকে হয়তো ট্রফিটার ভাগ্য খুলবে।
প্র: ম্যাগি আর রাস্টি (মারের দুই কুকুর) জয়ের উৎসবে ছিল?
মারে: রাতে ওরা দু’জন আমাদের বেডরুমে একসঙ্গে ঘুমোনোর সুযোগ পেয়েছে।
প্র: পরবর্তী লক্ষ্য কী?
মারে: যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব ধরে রাখা। যেটা সামনের মাসেই শুরু হতে চলেছে।
|