ধর্ষণের মামলা তুলে নিতে এক আদিবাসী নাবালিকেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত যুবক ও তার বন্ধুর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় সিউড়ি থানা এলাকার ঘটনা। রবিবার রাতেই অপহৃতার মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্তেরা এখনও ধরা পড়েনি। সোমবার সকালে সিউড়ি থানায় লিখিত অভিযোগে ওই নাবালিকার মায়ের অভিযোগ, রবিবার মাঠের কাজ সেরে ফেরার পথে তাঁর বছর ষোলোর মেয়ের গলায় ভোজালি ঠেকিয়ে জোর করে তুলে নিয়ে যায় গ্রামেরই শিবা হেমব্রম ও তার বন্ধু বিল্লু হেমব্রম। তারা এক আত্মীয়ের বাড়িতে তাঁর মেয়েকে আটকে রেখেছিল। ওই নাবালিকার দাবি, অভিযুক্তেরা তার শ্লীলতাহানি করার পাশাপাশি প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। অভিযোগ পেয়ে সে দিন রাতেই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।
পুলিশ ও ওই নাবালিকার পরিবার সূত্রের খবর, রবিবারের ঘটনায় অভিযুক্ত যুবকই বছর খানেক আগে ওই নাবালিকাকে নিয়ে উধাও হয়ে গিয়েছিল। পরে তারা ফিরেও আসে। নাবালিকার পরিবার তখন ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করে। ওই মামলায় অভিযুক্ত শিবা হেমব্রম মাস তিনেক জেল খেটে জামিনে মুক্ত ছিল। নাবালিকার পরিবারের অভিযোগ, ওই পুরনো মামলাটি তুলে নিতে চাপ দেওয়ার জন্যই এই কাজ করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
মালবাহী গাড়ির ধাক্কায় জখম হয়েছেন এক বৃদ্ধা। সোমবার বর্ধমানের কেতুগ্রামের কাঁটাডিহি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। গাড়িটিকে আটক করেছে পুলিশ। |