তৃণমূলের বিরুদ্ধে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শততম জন্মদিন পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠল। সোমবার সকালে ওই ঘটনাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ ও বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে বোলপুরের দুর্গাপুর গ্রাম। তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের গাড়ি লক্ষ করে বোমা ছোড়ে বলেও অভিযোগ। জখম ৯। পরে বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। এ দিকে হামলার পরে লাঠি, বল্লম, টাঙ্গি, তির-ধনুক নিয়ে সিপিএম প্রভাবিত ওই আদিবাসী গ্রাম পাহারা দেয় প্রমীলা বাহিনী। এসডিপিও (বোলপুর) প্রশান্ত চৌধুরী বলেন, “কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে পাঁচজনকে আটক করা হয়েছে।”
|
মালবাহী গাড়ির ধাক্কায় জখম হয়েছেন এক বৃদ্ধা। সোমবার বর্ধমানের কেতুগ্রামের কাঁটাডিহি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। গাড়িটিকে আটক করেছে পুলিশ। |