পঞ্চায়েত ভোটের প্রচারে বারাবনিতে এসে নির্বাচন কমিশন ও সংবাদ মাধ্যমের একাংশকে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বারাবনির দোমহানি হাটতলা বাজার এলাকায় নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন পার্থবাবু। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় পৌরহিত্য করেন এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়।
|
দোমহানিতে প্রচারে পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র। |
সুপ্রিম কোর্টে ভোটের দিনক্ষণ ঠিক করার ব্যাপারে এ দিনের সভায় পার্থবাবু বলেন, “আদালতে গিয়ে নির্বাচন কমিশন যে আচরণ করেছে, তা অত্যন্ত স্বৈরতান্ত্রিক, অসৌজন্যমূলক ও অগণতান্ত্রিক।”অন্য দিকে, সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, “সিপিএম ও কংগ্রেসের মদত পুষ্ট হয়ে এই সব সংবাদমাধ্যম এলাকায় এলাকায় উস্কানি ছড়াচ্ছে। সেই উস্কানির বশবর্তী হয়ে আমাদের কর্মীরা মারা যাচ্ছেন।”
তাঁর দাবি, “২০০৮ সালে মানুষ ভোট দিতে পারেনি। এ বার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী প্রকল্পে সাড়া দিয়ে অকাতরে তৃণমূলকে ভোট দেবেন।” |
আসানসোলের দোমহানিতে নির্বাচনী জনসভায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও
তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার। ছবি: শৈলেন সরকার |
এই শিল্পাঞ্চলেও একাধিক বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা নতুন করে শাখা খুলেছে, লগ্নি হচ্ছে বলে দাবি তাঁর। তিনি আরও আশ্বাস দেন, আসানসোল-দুর্গাপুরকে পর্যটনমুখী করে তোলা হচ্ছে। ফলে এখানে পর্যটন শিল্পের জোয়ার আসতে চলেছে। কর্মসংস্থানের দিক খুলে যাচ্ছে বলে তিনি দাবি করেন। |