প্রেম প্রস্তাবে নারাজ, অন্ডালে তরুণীকে ছুরি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবকের হাতে ছুরিবিদ্ধ হলেন এক তরুণী ও তাঁর দিদি। রবিবার সন্ধ্যায় অন্ডালের কুঠিডাঙার ঘটনা। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীর বাবার অভিযোগ, রবিবার সন্ধ্যায় তাঁর দুই মেয়ে বাড়িতে ছিল। তখন বাড়ির সামনে এসে তাঁর ছোট মেয়েকে প্রেম-প্রস্তাব দেয় প্রতিবেশী জিতেন বাউড়ি। প্রত্যাখ্যান করলে সে একটি ছুরি দিয়ে ছোট মেয়ের হাঁটুতে ও কপালে আঘাত করে। বাধা দিতে গিয়ে বড় মেয়েও চোট পান। দুই মেয়ের চিৎকারে তিনি ও তাঁর স্ত্রী পাশের বাড়ি থেকে ছুটে আসেন। জিতেন চম্পট দেয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মেয়েদের তাঁরা ভর্তি করেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ওই তরুণী জানান, এক মাস ধরে জিতেন তাঁকে উত্ত্যক্ত করছিল। পুলিশ জানায়, রবিবার রাতেই জিতেনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হাজত হয়েছে। |
দুর্ঘটনায় জখম দুই
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অ্যাম্বুল্যান্সের নিয়ন্ত্রণ হারিয়ে জখম হয়েছেন চালক। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম নান্টুচন্দ্র দাস। সোমবার সকালে কেতুগ্রামের ভুলকুড়ি বাসস্টপেজের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, কেতুগ্রাম ১ ব্লক স্বাস্থ্য দফতরের অ্যাম্বুলেন্স নিয়ে কান্দরা থেকে কাটোয়া আসার পথে দুর্ঘটনাটি ঘটে। কেতুগ্রাম থানার পুলিশ ওই চালককে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অন্য দিকে, এ দিনই মালবাহী গাড়ির ধাক্কায় জখম হয়েছেন এক বৃদ্ধা। কেতুগ্রামের কাঁটাডিহি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। গাড়িটিকে আটক করেছে পুলিশ। |
গাড়ি উল্টে ন’জন আহত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ম্যাটাডর উল্টে জখম হলেন নয় জন যাত্রী। সোমবার কুলটি থানার দেবীপুরের কাছে ঘটনাটি ঘটে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা সকলেই সালানপুরের খুদিকা থেকে বারাবনির পাঁচগাছিয়া যাচ্ছিলেন। পেশায় নির্মাণকর্মী। আহতদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। |
কুলটির চৌরঙ্গীর কাছে অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটক করেছে পুলিশ। রবিবার রাতে লরিটি আটক করা হয়। এই কয়লা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অসীম বাউড়ি। |