|
|
|
|
প্রাক্তন মন্ত্রীর গাড়ি আটকে হুমকি |
প্রচারে বাধা, তৃণমূলের নামে নালিশ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলম সাইরানির গাড়ি আটকে, হুমকি দিয়ে প্রচারে যেতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের একদল কর্মী, সমর্থকের বিরুদ্ধে। রবিবার সকালে কোচবিহারের সিতাই থানার নগর গিরিধারি চৌপতি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশের দাবি, খবর পেয়ে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গেলও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তার পরে সাইরানিবাবু-সহ ফরওয়ার্ড ব্লক নেতাদের নিরাপদে প্রচারের সভায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। যদিও গোলমালের আশঙ্কায় ফরওয়ার্ড ব্লক নেতারা মাঝরাস্তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “খোঁজখবর নিচ্ছি। যা বলার পরে বলব।” বিকালে একাধিকবার পুলিশ সুপারকে টেলিফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর বাংলো থেকে জানানো হয়, পুলিশ সুপার কলকাতা রওনা হয়ে গিয়েছেন।
ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, এদিন সকালে দলের সিতাই অফিস থেকে চামটার আঠারোজানি মাদ্রাসা চত্বরে আয়োজিত একটি কর্মী সভায় যোগ দিতে কোচবিহারের সাংসদ নৃপেন রায়, প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি-সহ অন্য নেতারা রওনা হন। নগর গিরিধারি চৌপতি এলাকায় রাস্তা আটকে গাড়ি দাঁড় করিয়ে দেন একদল তৃণমূল সমর্থক। গাড়ি ঘিরে ধরে এলাকায় প্রচারে যাওয়া চলবে না বলে হুমকি দেওয়া শুরু হয়। এর পরে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গাড়িতে কিল চড় মারা হয়। লাঠিসোটা দিয়েও গাড়ির সামনের অংশে মারা হয় বলে অভিযোগ। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য হাফিজ আলম সাইরানি বলেন, “কর্মীসভায় যাওয়ার পথে ৩০-৩৫ জন তৃণমূল সমর্থক রাস্তা আটকে দাঁড়িয়ে হুমকি দিতে থাকেন। গাড়িতে হামলা করা হয়। পরে পুলিশ এসেছিল। তবে কর্মীসভার পর ওই এলাকার কর্মীরা আক্রান্ত হলে কী হবে, তা ভেবেই সিতাই অফিসে ফিরে এসেছি। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।”
এদিন মাথাভাঙার নিশিগঞ্জে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে ওই প্রসঙ্গ তোলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, “ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সিতাইয়ে মিটিংয়ে যেতে পারেননি। আক্রমণ করা হয়েছে। আগের মিটিং করে ফেরার সময় দেখলাম তৃণমূলের বিশাল বাইক বাহিনী। তবে এইভাবে ভয় দেখিয়ে লাভ হবে না” তৃণমূল কংগ্রেস নেতারা অবশ্য বামেদের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ওই এলাকায় ফরওয়ার্ড ব্লকের জনসমর্থন বলে কিছু নেই। কর্মী বৈঠকে লোক হয়নি, তার উপরে বৃষ্টি ছিল। এসব ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। ওখানে ওই সব কিছুই হয়নি।” |
|
|
|
|
|