|
|
|
|
ব্লক-কর্তার নামে হেনস্থার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পঞ্চায়েত নির্বাচনের কাজকে ঘিরে বিডিও র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন এক মহিলা অফিসার। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকে ঘটনাটি ঘটেছে। অভিযোগকারী মহিলা উত্তর দিনাজপুর গোয়ালপোখর- ১ এ বিডিও দফতরে মৎস্য আধিকারিক পদে কর্মরত। তাঁর অভিযোগ, বিভিন্ন কাজের কথা বলে বারবার দফতরে ডেকে মানসিক ভাবে হেনস্থা করা, ভয় দেখানো ছাড়াও দফতরেও আটকে রাখার হুমকিও দেওয়া হয়েছে।
গত শুক্রবার ব্লকের বিডিও শান্তনু কর্মকারের বিরুদ্ধে মহকুমাশাসক, জেলাশাসক প্রত্যেকের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই মৎস্য আধিকারিক আফ্রিন নাহার। জেলা শাসক পাশাং নারবু ভুটিয়া বলেন, “ঘটনাটি শুনেছি। কাজ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে হচ্ছে। দুই জনের সঙ্গেই কথা বলা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ব্লক সূত্রে খবর, গোয়ালপোখরে মৎস্য দফতরের ওই আধিকারিক, আফ্রিন নাহার গত ২০১১ সালের সেপ্টেম্বর মাসে কাজে যোগ দেন। ওই আধিকারিক জানান, আগে দুই জন বিডিও-র অধীণে কাজ করেছি। এমন হয়নি। আমি অসুস্থ। আমার লিভারের সমস্যা রয়েছে। তার পরেও আমাকে কাজের জন্য নানাভাবে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। তাঁর অভিযোগ, “সম্ভবত বিডিও অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে অফিসে দীর্ঘক্ষন আটকে রাখেন। বাড়ি যেতে চাইলে সারারাতও আটকে রাখার হুমকি দেন। আমি এ ভাবে আর কাজ করতে পারছি না।” তিনি জানান, সম্প্রতি এক দিন কাজ করে রাত ৮টা নাগাদ বাড়ি ফিরি। বিডিও ফের ১০টায় দফতরে আসার কথা বলেন। ওই নির্দেশ না মানায় রাত আড়াইটা নাগাদ পুলিশ পাঠিয়ে রেডিও বার্তা দেওয়া হয়। অনেক অফিসারের সঙ্গে কাজ করেছি। কোনও সময় এমন কেউ করেননি।
বিডিও অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন। “নির্বাচনে আধিকারিকদের দায়িত্বই জেলাশাসক ঠিক করেন। ওই অফিসারের দায়িত্ব জেলাশাসকই ঠিক করেছেন। পঞ্চায়েত ভোটের মুখেও উনি মহিলা হওয়ায় যত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়।” তিনি বলেন, “১৪ জুন উনি কাউকে কিছু না বলেই বাড়ি চলে যান। সেই কারণেই পুলিশকে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ তাই রেডিও বার্তা নিয়ে গিয়েছিল। সম্ভবত কাজ না করার জন্য উনি নানা ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর মধ্যে উনি একটি ছুটির আবেদন করেছিলেন। আমি মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ওঁকে বলেছিলাম। উনি তা দিলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।” |
|
|
|
|
|