টুকরো খবর |
টানা বৃষ্টিতে ধস পাহাড়ে |
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
টানা বৃষ্টিতে ধসের জেরে প্রায় ২৫ ফুট নিচে তলিয়ে গেল রাস্তা। রবিবার ঘটনাটি ঘটেছে দার্জিলিং-বিজনবাড়ি-পুলবাজার রোডে। রাস্তাটি ঘুমে ৫৫ নম্বর জাতীয় সড়কের সঙ্গে মিশেছে। পুলিশ-প্রশাসন সূত্রের খবর, এলাকায় প্রায় ৫০ বর্গমিটার এলাকার রাস্তা ধসে গিয়ে বিজনবাড়ি-সহ বিস্তীর্ণ এলাকার সঙ্গে সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছেন পূর্ত দফতরের বাস্তুকারেরা। ধসে এলাকায় বেশ কিছু চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত ২ মাস ওই রাস্তা দিয়ে যান চলাচল করতে পারবে না। বিজনবাড়ি-সহ অন্য এলাকায় যাওয়ার জন্য জামুনি দিয়ে ঘুরপথ থাকলেও তা ভারী যান চলাচলের যোগ্য নয়। দার্জিলিঙের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “আমি বিষয়টি শুনেছি। তবে আপাতত ধসের মাটি, পাথর সরিয়ে দেওয়া হয়েছে। রাস্তাটি মেরামতির কাজ শুরু করা হবে।” এ দিন সকালে হঠাৎ রাস্তাটির একটি অংশ ধসে বসে যায় চুংটুঙের ষোলধুরি এলাকার কাছে। সেই সময় ওই রাস্তায় ছোট বড় প্রচুর গাড়ি যাতায়াত করছিল। দুপাশে গাড়ি দাঁড়িয়ে পড়ে। পূর্ত দফতরের বাস্তুকার সুমন ডুকপা বলেন, “শীঘ্র কাজ শুরু করলে রাস্তা সারাতে দু’মাস লাগবে। তত দিন গাড়ি বন্ধ রাখতে হবে।”
|
হামলার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
কংগ্রেস কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার জলপাইগুড়ির পাহাড়পুরের জালাদিপাড়ার কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় জখম কংগ্রেস কর্মী অমলেশ দেবনাথকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কংগ্রেসের অভিযোগ, এ দিন রাত ৮ টা নাগাদ অমলেশবাবু রোড স্টেশন থেকে হেঁটে জালাদি এলাকায় তাঁর বাড়ি ফিরছিলেন। সে সময় তৃণমূলের কিছু সমর্থক তার উপর হামলা চালায় বলে অভিযোগ। ধারাল কিছু দিয়ে তাঁর মুখে অভিযুক্তরা আঘাত করায় তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জলপাইগুড়ি সদর ব্লক কংগ্রেসের সভাপতি দুলাল দেবনাথের দাবি, অভিযুক্তরা তৃণমূলের সমর্থক। সম্প্রতি তারা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে জেনেছি। পুলিশে অভিযোগ জানানো হচ্ছে। তৃণমূল জেলা সভাপতি চন্দন ভৌমিক বলেন, “তৃণমূলের কেউ ওই ঘটনা জড়িত নয়। কংগ্রেসের গোলমালের জেরে ওই ঘটনা ঘটেছে।”
|
পণ্ড হল সভা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বৃষ্টিতে ভেস্তে গেল কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সির পঞ্চায়েত নির্বাচনের প্রচার কর্মসূচি। রবিবার বেলা ৯ টা নাগাদ শিলিগুড়ির উপকণ্ঠে কামরাঙ্গাগুড়ি এলাকায় তাঁর উপস্থিতিতে দলের প্রার্থীদের নিয়ে প্রচার র্যালি এবং সভা করার কথা দলের তরফে জানানো হয়। তুমুল বৃষ্টির জন্য তা ভেস্তে যায়। জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার, জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সৈকত চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতা-কর্মীরা বৃষ্টির মধ্যেই উপস্থিত হন। এলাকার দলীয় প্রার্থীরাও হাজির ছিলেন। কিন্তু বৃষ্টির মধ্যে সভা বা র্যালি সম্ভব নয় দেখে দলীয় নেত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি শেষ পর্যন্ত আসছেন না বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দেন। এই সভা ভেস্তে যাওয়ায় ১৩ জুলাই কামরাঙ্গাগুড়ি এলাকায় তারা প্রচার র্যালি এবং সভা করবেন। সেখানে দীপারও থাকার কথা।
|
পতাকা ছেঁড়ার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তৃণমূলের দলীয় পতাকা, ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ১ এর অধীনে ঠাকুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী সাগর মহন্তের অভিযোগ, দলীয় পতাকা ও দলের স্থানীয় বুথ কার্যালয়ের সামনে লাগানো একটি ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছি। সাগরবাবু আবার রাজগঞ্জ ১ ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, “আমার জয় নিশ্চিত জেনে এলাকার বিরোধী দলগুলিই এধরণের ঘটনা ঘটাচ্ছে। কো কেই কাজ করেছে পুলিশকে খুঁজে দেখতে বলেছি।” নিউ জলপাগিুড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এলে তাঁরা বিক্ষোভও দেখান। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
দুর্ঘটনায় জখম ৫ পুলিশ-কর্মী |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের কাজে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন পুলিশ কর্মী। রবিবার দুপুরে নাগরাকাটা থানার ডায়না সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ সূত্রের খবর, জয়গাঁ থানার পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ায় জন্য বাসটি সংরক্ষিত করা হয়েছিল। এই দিন দুপুরে তাঁদের নিয়ে ওই বাসটি মালবাজার থানার দিকে যাওয়ার সময় ডায়না সেতু পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। বাসটিতে সেই সময়ে ৩০ জন পুলিশ কর্মী ছিলেন। আহতদের মালবাজার মহকুমা হাসপাতাল, শুল্কাপাড়া ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মালবাজার হাসপাতাল থেকে গুরুতর জখম ৫ পুলিশ কর্মীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। কয়েক জন আহত পুলিশ কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়েছে। চালক ও খালাসি পলাতক।
|
বেসরকারিকরণ, প্রতিবাদ-সভা |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি কলাকেন্দ্র বেসরকারিকরণ করার প্রতিবাদ করে শনিবার বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন শহরের এক দল সাংস্কৃতিক কর্মী। শনিবার বিকেলে শহরের কদমতলা মোড়ে নাচ-গানের মধ্য দিয়ে তাঁরা প্রতিবাদ জানান। সই সংগ্রহও করেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচিতে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত, সাংস্কৃতিক কর্মী গৌতম গুহ রায় হাজির ছিলেন। কলাকেন্দ্র সংস্কার করে আধুনিক প্রেক্ষাগৃহের পরিকল্পনা নিয়ে কলাকেন্দ্রটিকে বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসজেডিএ। তাতে সরব হন শহরের বিশিষ্টেরা।
|
ব্যবসায়ীর অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির এক হোটেলে অস্বাভাবিক মৃত্যু হল পঞ্জাবের এক ব্যবসায়ীর। রবিবার ঘটনাটি ঘটে হিলকার্ট রোডের একটি হোটেলের ঘরে। মৃত ব্যবসায়ী গুরবিন্দর সিংহ ভল্লা (৪১)-কে এ দিন হোটেলের ঘর থেকে গলায় কাপড়ের ফাঁস জড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। হোটেলে সূত্রে জানা গিয়েছে গুরবিন্দর পঞ্জাবের খাম্বাজ এলাকার বাসিন্দা। ২৬ জুন শিলিগুড়ি এসে এই হোটেলেও ওঠেন তিনি। এরপর দার্জিলিঙে ঘুরতে যান। কয়েকদিন আগে ফিরে এ হোটেলেই ছিলেন তিনি। প্রাথমিক ভাবে একে আত্মহত্যাই মনে করছে পুলিশ।
|
রিসর্ট থেকে ধৃত পাঁচ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অনুমতি ছাড়াই রিসর্টে পান-নাচ-গান চালানোর অভিযোগে ৫ জনকে ধরল প্রধাননগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দাগাপুরে। রবিবার সন্ধ্যায় রিসর্টের সুইমিং পুলের ধারে অনুমতি না নিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের অভিযোগ ওঠে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। |
|