টুকরো খবর
বাবাকে বাঁচাতে গিয়ে নিগৃহীত হলেন তরুণী
মদ্যপ দুষ্কৃতীদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেড়ধক মার খেলেন এক তরুণী। দুষ্কৃতীরা তাঁর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। শনিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কুড়চিবাড়ি এলাকার ঘটনা। ২৫ বছরের স্বামী বিচ্ছিন্না ওই তরুণী গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে চিকিত্‌সাধীন। ওই ঘটনায় শনিবার রাতেই পুলিশ খোকন বাউড়ি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার বিষ্ণুপুর আদালতে তাকে তোলা হলে বিচারক ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, “খোকনকে আগেও নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে ধরা হয়েছিল। কুড়চিবাড়ির ঘটনায় অন্য অভিযুক্ত খোকনের দাদা অজয় বাউড়িকে ধরা যায়নি। তাঁর খোঁজ চলছে।” ওই তরুণীর বাবা অ্যাম্বুল্যান্সের চালক। তাঁর অভিযোগ, “শনিবার রাতে খোকন ও অজয় মদ্যপ অবস্থায় এসে আমাকে বাইরে যাওয়ার জন্য ডাকাডাকি করে। শরীর খারাপ বলে তাদের চলে যেতে বলি। তখন ওরা ঘরে ঢুকে বিছানা থেকে তুলে আমাকে মারতে থাকে। মেয়ে বাধা দিতে এলে তাকে এলোপাথাড়ি লাথি মারে। ওর কাপড়চোপড়ও ছিঁড়ে দেয়।” বাবা-মেয়ের চিত্‌কারে পড়শিরা ছুটে এলে দুষ্কৃতীরা পালায়। এ দিন হাসপাতালে ওই তরুণী অভিযোগ করেন, “ওরা বিনা কারণে বাবাকে মারধর করছিল। থামাতে গেলে পেটে লাথি মারে।”

বাবা-মায়ের কোলে ফিরল ছোট্ট ঊষা
আট মাসের শিশুকন্যাকে উদ্ধার করে বাবা-মায়ের হাতে ফিরিয়ে দিল পুলিশ ও চাইল্ড লাইন। শনিবার রাতে আদ্রা তদন্তকেন্দ্র পুলিশ ঊষা সোরেন নামের ওই শিশুটিকে তার অভিভাবকদের হাতে ফিরিয়ে দেয়। পুলিশ ও চাইল্ড লাইন সূত্রের খবর, নিতুড়িয়া থানার ভালডুবি গ্রামের দম্পতি বৈদ্যনাথ ও কল্পনা সোরেন শনিবার সকালে কাশীপুর থানার সোনাইজুড়ি গ্রামে কল্পনার বাপের বাড়িতে যান। তাদেরই এক মানসিক ভারসাম্যহীন আত্মীয়া শিশুটিকে নিয়ে সকলের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরের দিকে আদ্রার পাশে বেকো গ্রামে শিশুকোলে ওই মহিলাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জিজ্ঞাসাবাদ শুরু হতেই শিশুটিকে ফেলে পালিয়ে যান ওই মহিলা। বেকো গ্রামের বাসিন্দারাই শিশুটিকে নিয়ে যান আদ্রা তদন্তকেন্দ্রে। পুলিশ চাইল্ড লাইনের স্থানীয় শাখার হাতে শিশুটিকে তুলে দেয়। চাইল্ড লাইনের কর্মকর্তা মন্টু মাহাতো জানান, বাঁকুড়ার কমলপুরে চামটাগোড়া গ্রামের হোমে শিশুটিকে রাখার জন্য নিয়ে গিয়েছিলেন তাঁরা। এর মধ্যেই বাবা-মা আদ্রা থানায় মেয়ের খোঁজে আসেন। পুলিশ জানিয়েছে, উপযুক্ত তথ্য-প্রমাণ দেখার পরে রাতেই শিশুটিকে বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

শীতেই লোকসভা ভোটের দাবি সুদীপের
লোকসভা নির্বাচন আগামী শীতকালে করানোর উদ্যোগ নিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যয়। রবিবার বোরোয় নির্বাচনী সভা করতে এসে এমনই দাবি করলেন তিনি। দলের লোকসভার নেতা সুদীপবাবু বলেন, “বর্ষায় পঞ্চায়েত ভোট হওয়ার জন্য আপনাদের অসুবিধা হচ্ছে জানি। তবে লোকসভা ভোট যাতে শীতকালে হয়, সে জন্য আমি বিভিন্ন দলের সাংসদের সঙ্গা কথা বলব।” তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মের আগেই পঞ্চায়েত ভোট করাতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন ও বিরোধী দলগুলি তা করতে দেয়নি। সুদীপবাবুর সঙ্গে এ দিন বোরোর হাটতলার মাঠে ছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী নয়না দাসও। কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েননি সুদীপবাবু। তিনি অভিযোগ করেন, “কয়েক বছর আগেও সিপিএমের লোকেরা মঙ্গলকোটে কংগ্রেস নেতা মানস ভূঁইয়াকে তাড়া করেছিল। অথচ তাঁরাই এখন সিপিএমের সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে গলা ফাটাচ্ছে।”
তার দাবি আগামী লোকসভা ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার চালানোর অন্যতম নির্ণায়ক হবেন। বোরোর পরে তিনি পুঞ্চায় একটি সভা করেন।

বোমা উদ্ধার, ধৃত ৬
ভোটের মুখে খেতের মধ্যে মিলল ৪০টি তাজা বোমা। রবিবার দুপুরে বাঁকুড়ার জয়পুর থানার উত্তরবাড় অঞ্চলের হাতবাড়ি গ্রামের জমিতে বোমাগুলি পড়ে ছিল। বোমাগুলি কারা, কী উদ্দেশ্যে এনেছিল পুলিশ তার খোঁজ শুরু করেছে। পরে জলে ডুবিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। অন্যদিকে, শনিবার রাতে বিষ্ণুপুরের মড়ার গ্রামের কাছে ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র-সহ জড়ো হওয়ার অভিযোগে ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, একটি বন্দুক, দু’টি ভোজালি ও কয়েকটি ছুরি পাওয়া গিয়েছে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদে, বাকি পাঁচ জনের বাড়ি চন্দ্রকোনায়।

ডুবে মৃত্যু স্কুল ছাত্রের
মাছ ধরতে গিয়ে দামোদরের জলে ডুবে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। রবিবার দুপুরে সোনামুখী থানার নিত্যানন্দপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবব্রত মিস্ত্রি (১৮)। সে স্থানীয় রাঙামাটি উদ্বাস্তু কলোনি মিলনতীর্থ হাইস্কুলে পড়ত। এদিন বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে একটি ঘূর্ণির মধ্যে সে তলিয়ে যায়। পরে বাসিন্দারা তাঁর দেহ উদ্ধার করেন।

মারপিট, ধৃত ১
সিধো-কানহোর মূর্তিতে মালা পরানোর পুরনো বিবাদকে কেন্দ্র করে মারপিট হল রাইপুরের ঠাকুরবাঁধা গ্রামে। শনিবার এই ঘটনায় জখম হন হিকিম মান্ডি নামের এক ব্যক্তি। স্থানীয় ভাবে তৃণমূল কর্মী বলে পরিচিত ওই ব্যক্তি। পুলিশ ওই অভিযোগে ধনঞ্জয় মান্ডি নামের স্থানীয় একজনকে গ্রেফতার করে।

দেহ উদ্ধার
মঙ্গলবার থেকে নিখোঁজ বাণেশ্বর মোদক (২৫) নামে রঘুনাথপুরের বাবুগ্রামের ওই যুবকের ঝুলন্ত দেহ শনিবার বাড়ির অদূরে জঙ্গল থেকে উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.