টুকরো খবর
তৃণমূল নেতাকে মারধর, ধৃত আরএসপি-র প্রাক্তন প্রধান
এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে রবিবার আরএসপি-র এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ধৃত মোজাম সর্দার বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের প্রধান ছিলেন। জেলার পুলিশ সুপার প্রবীনকুমার ত্রিপাঠী বলেন, “তৃমূলের এক নেতাকে আক্রমণ ও মারধরের অভিযোগে মোজামকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত শনিবার রাতে দলীয় কয়েকজন কর্মীর সঙ্গে মোটরবাইকে বাসন্তীর ভাঙনখালিতে বাড়ি ফিরছিলেন ফকির শেখ নামে ওই তৃণমূল নেতা। কাঁঠালবেড়িয়ার কাছে কয়েকজন তাঁদের রাস্তা আটকে তাঁরা কোথা থেকে আসছেন ও কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করে। এ নিয়ে কথা কাটাকাটির সময় ফকিরকে মারধর করা হয় বলে অভিযোগ। বাসন্তীর ব্লক তৃণমূল সভাপতি মান্না শেখ বলেন, “আরএসপি-র মোজাম সর্দারের নেতৃত্বে সেদিন পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ফকিরকে মারধর ও তাঁকে খুনের চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” বাসন্তীর আরএসপি বিধায়ক ও রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর অবশ্য তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “তৃণমূলের মিথ্যা অভিযোগের ভিত্তিতে পুলিশ নিরপেক্ষ তদন্ত না করেই আমাদের দলের এক প্রাক্তন প্রধানকে গ্রেফতার করেছে।” তাঁর দাবি, ঘটনার দিন রাত ১টা নাগাদ কয়েকজন মোটরবাইকে করে যাচ্ছিল। এলাকার লোকের সন্দেহ হওয়ায় তারা বাইক আরোহীদের জিজ্ঞাসা করে। কাউকে মারধর করা হয়নি। মিথ্যা অভিযোগ করে মোজামকে ফাঁসানো হয়েছে।

এটিএম থেকে টাকা লুঠ, ধৃত
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বসিরহাট শাখার এটিএম থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জাহাঙ্গির গাজি ওরফে রাকেশ। তার বাড়ি স্বরূপনগর থানার হাকিমপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে বসিরহাটের একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন স্বরূপনগরের হাকিমপুর গ্রামের তপন পাল। সেই সময় এটিএমের কাছেই উপস্থিত ছিলেন জাহাঙ্গির। সে তপনবাবুকে টাকা তুলতে সাহায্য করার নাম করে কার্ডটি বদলে দেয়। এরপর গত সপ্তাহে টাকা তুলতে গিয়ে তপনবাবু দেখেন এটিএমে মাত্র ১০০ টাকা রয়েছে। স্বরূপনগর থানায় তিনি এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। এরপর এটিএম কাউন্টারের ভিতরে থাকা গোপন ক্যামেরায় ছবি দেখে জাহাঙ্গিরকে গ্রেফতার করে পুলিশ।

সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ নৈহাটিতে
ত্রাণ সংগ্রহ করে ফেরার পথে তৃণমূলের হাতে প্রহৃত হওয়ার অভিযোগ করল সিপিএম। রবিবার সকালে নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডের ঘটনা। এ দিন সকালে উত্তরাখণ্ডের দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করতে বেরিয়েছিলেন কিছু সিপিএম কর্মী। তাঁদের অভিযোগ, ফেরার পথে তৃণমূলের বাইক বাহিনী তাঁদের মারধর করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ বিষয়ে পুলিশে অভিযোগও করেন তাঁরা। সিপিএমের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী রঞ্জিৎ কুণ্ডু বলেন, “আমাদের নৈহাটির লোকাল কমিটির সেক্রেটারি মলয় ভট্টাচার্যকেও মারধর করা হয়েছে।” অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে নৈহাটির বিধায়ক তৃণমূলের পার্থ ভৌমিক বলেন, “পুরো ঘটনাই সাজানো। এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়েও নির্বাচনের সময়ে কুৎসা রটানো হচ্ছে।”

সহকর্মীকে ‘খুন’
প্রাক্তন সহকর্মীকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে, বারুইপুর থানার ফুলতলায়। মৃতের নাম বাপি হালদার। পুলিশ জানায়, বাপি এবং ধৃত যুবক অসীম দাস ফুলতলার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যান্টিনে কাজ করতেন। টাকা-পয়সা নিয়ে মাসখানেক ধরে তাঁদের মধ্যে গোলমাল চলছিল। পুলিশ জানিয়েছে, শনিবার ফোন করে বাপিকে ডাকে অসীম। অভিযোগ, তার পরেই ব্যক্তিগত আক্রোশের জেরে ইট দিয়ে তাঁর মাথায় মারে সে। রবিবার অসীমের বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠে বাপির দেহ মেলে। ঘটনাস্থল থেকে পুলিশ বাপির মোবাইলটি উদ্ধার করে। পুলিশের দাবি, জেরায় অসীম বাপিকে খুনের কথা স্বীকার করেছে।

পাটখেতে দেহ
পাটখেতের মধ্যে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের ঘূর্ণি গ্রামে। রবিবার সকালে এক গ্রামবাসী দেহটি দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেন। রাত পর্যন্ত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অন্য কোনও জায়গায় খুনের পর ওই ব্যক্তিকে পাটখেতে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার পার্শ্বশিক্ষক
অপহরণের তিনদিন পর এক পার্শ্বশিক্ষককে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে কুলপি থেকে তাঁকে উদ্ধার করা হয়। ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি গ্রামের বাসিন্দা ওই শিক্ষক বোলসিদ্ধি হাইস্কুলেরই পার্শ্বশিক্ষক। গত ৩ জুলাই সকালে তিনি স্কুলে যাওয়ার জন্যে বেরিয়ে নিখোঁজ হন। পরের দিন ওই শিক্ষকের পরিবার ডায়মন্ড হারবার থানায় নিখোঁজ ডায়েরি করে।

প্রয়াত সম্পাদক
মারা গেলন সুন্দরবনের একমাত্র পাক্ষিক পত্রিকা ‘জলজঙ্গল’-র সম্পাদক রামগোপাল বিশ্বাস। বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। হিঙ্গলগঞ্জ সেরেরআটি গ্রামে বাড়ি রাগোপালবাবু ছিলেন হিঙ্গলগঞ্জ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক।

বসিরহাট একাদশ জয়ী
চারদলীয় ভেটারেন্স ফুটবল প্রতিযোগিতায় হাসনাবাদ একাদশকে ১-০ গোলে হারাল বসিরহাট একাদশ। হাসনাবাদের টাকি এরিয়ান্স ক্লাবের মাঠে একমাত্র গোলটি করেন অলোক বর্মণ। বয়স্কদের এই খেলায় বাকি দুটি দল ছিল দন্ডিরহাট একাদশ ও টাকি একাদশ।

ধৃত তিন দৃষ্কৃতী
ব্যবসায়ীকে মারধর করে কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আজগার বাছাড়, হাবু মোল্লা ও জিয়ারুল মণ্ডল। গত বুধবার সকালে বসিরহাটের হরিহরপুর গ্রামের বাসিন্দা গফুর গাজি ভাঙড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় মিনাঁখার ঘুসিঘাটায় দুষ্কৃতীরা তাঁকে ধরে তাঁর কাছ থেকে টাকাকড়ি কেড়ে নেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.