প্রথম বিভাগ লিগে প্রথম ম্যাচেই হার গতবারের চ্যাম্পিয়নের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ মহাকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচেই অঘটন ঘটল। গতবারের চ্যাম্পিয়ন জাগ্রত সংঘকে হারিয়ে দিল বনগাঁ মর্নিং ক্লাব। মর্নিং ক্লাব এবারই প্রথম বিভাগ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রবিবার বনগাঁ স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লিগের সূচনা হল। উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি সুব্রত বক্সী, ভাইস প্রেসিডেন্ট মানবেন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। খেলার প্রথমার্ধের ২৯ মিনিটে দলকে গোল করে এগিয়ে দেন মর্নিং ক্লাবের অভিজিৎ মুন্ডা। দ্বিতীয়ার্ধের ৬মিনিট ও ৯ মিনিট রুদ্রনাথ সর্দার আরও দুটি গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। এরপরই পাল্টা আক্রমণ শুরু করে জাগ্রত সংঘের খেলোয়াড়রা। প্রতি আক্রমণে জাগ্রত সংঘের তন্ময় কুন্ডু ও কৌশিক বিশ্বাস দুটি গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত ফলাফল দাড়ায় মর্নিং ক্লাবের পক্ষে ৩-২। তবে এ দিন ম্যাচে জিতলেও মনিং ক্লাবের ডিফেন্স খুবই দুর্বল মনে হয়েছে। |
|
জাগ্রত সংঘ বনাম বনগাঁ মর্নিং ক্লাবের ম্যাচের একটি মুহূর্ত। বনগাঁ স্টেডিয়ামে রবিবার তোলা নিজস্ব চিত্র। |
বনগাঁর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভোরে স্টেডিয়ামে মানুষজন শরীর চর্চা করতে আসেন। তাঁদেরই উদ্যোগে তৈরি হয়েছে মর্নিং ক্লাব।
ক্লাবের তরফে মনোরঞ্জন বিশ্বাস বলেন, “বাগদা এলাকা থেকে খুঁজে খেলোয়াড় নিয়ে আসা হয়েছে নতুন দল তৈরির জন্য। প্রথম খেলায় গতবারের চ্যাম্পিয়ন দলকে হারাতে পারব ভাবিনি।” ক্রীড়া সংস্থা সূত্রের খবর প্রথম বিভাগ লিগে এ বার ১৩টি দল খেলছে। ২২টি দলকে নিয়ে জুন মাসের ২২ তারিখে দ্বিতীয় বিভাগ লিগ শুরু হয়েছে। এদিন খেলা দেখতে প্রচুর দর্শক এসেছিলেন। |
|