খেলায় সিপিএম-তৃণমূল নিয়ে বচসা, ছুরিকাহত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর |
নিছকই খেলা থেকে বেধে গেল তৃণমল-সিপিএম নিয়ে বচসা। যার জেরে ছুরির আঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি বছর বারোর এক ছাত্র।
রবিবার সকালে স্বরূপনগরের দলদার পাড়ায় ওই ঘটনায় আহতে ছাত্রের পরিবারের তরফে এলাকার সিপিএম প্রার্থী ও তাঁর ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সিপিএমের অভিযোগ খেলার মধ্যে একটা সামান্য ঘটনাকে অযথা রাজনৈতিক রং লাগাচ্ছে তৃণমূল। এর প্রতিবাদে এ দিন সিপিএমের তরফে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অবরোধ চলে। খবর পেয়ে স্বরূপনগর থানার ওসি গিয়ে ঘটনার উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। |
|
হাসপাতালে চিকিৎসাধীন খাদিমুল। |
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল আটটা নাগাদ জনা কয়েক জন যুবক ওই গ্রামে গুলি খেলছিল। তাদের সঙ্গেই খেলছিল ক্লাস ফাইভের ছাত্র খাদিমুল। তার গায়ে ছিল তৃণমূলের পতাকার ছাপ দেওয়া গেঞ্জি। অভিযোগ, খেলতে খেলতেই বছর কুড়ির আলমগীর খাদিমূলকে ওই গেঞ্জি পরার জন্য তৃণমূলী বলে খ্যাপাতে থাকে। যদিও খাদিমুলের পরিবার তৃণমূলেরই সমর্থক। বার বার একই কথা বলায় খাদিমুলও পাল্টা বলে, এই গেঞ্জি পরলে যদি আমি তৃণমূল হয়ে যাই, তাহলে তোর মামা যখন সিপিএমের প্রার্থী তখন তুইও সিপিএম’। এই নিয়ে কথাকাটির মধ্যেই দু’জনে হাতাহাতি শুরু হয়ে যায়। খাদিমুলের বাবা সিদ্দিক দলদারের দাবি, আলমগীর ছেলের গেঞ্জি ছিঁড়ে দেয়। তার পর হঠাৎ ছুটে গিয়ে ঘর থেকে ছুরি নিয়ে এসে তাঁর ছেলেকে আক্রমণ করে। গলায় আঘাত লেগে গুরুতর জখম হয় খাদিমুল। রক্তাক্ত অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর পরই সিদ্দিক আলমগীর মোল্লা ও তার মামা সিপিএম প্রার্থী সাত্তার গাজির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। |
|
গাছ ফেলে রাস্তা অবরোধ সিপিএমের। |
এ দিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এক কিশোরকে মারধরের অভিযোগ করা হয়েছে জানতে পেরে স্থানীয় সিপিএম কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকে। গাছের গুঁড়ি ফেলে স্বরূপনগর রাস্তা অবরোধ করা হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। তারা দাবি জানাতে থাকে, খেলার ছলে ঘটে যাওয়া একটা ঘটনাকে তৃণমূল অযথা রাজনীতির রং লাগিয়ে তাদের প্রার্থীকে হেনস্থা করতে থানায় অভিযোগ করেছে। অবিলম্বে এই মিথ্যা অভিযোগ তুলে না নেওয়া হলে তারা আরও বড় ধরনের বিক্ষোভে সামিল হবে।
তৃণমূলের ব্লক সভাপতি রমেন সর্দার বলেন, “দলের প্রতীক দেওয়া গেঞ্জি পরলে ফল ভাল হবে না বলে কয়েক দিন ধরেই এলাকায় আমাদের সমথর্কদের হুমকি দিচ্ছে ওই সিপিএম প্রার্থী ও তার ভাগনে। আমরা তাতে গুরুত্ব না দেওয়ায় আতঙ্ক ছড়াতেই একটা বাচ্চা ছেলেকে ছুরি দিয়ে মারা হল। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।” অভিযোগ অবস্য অস্বীকার করেছেন সাত্তার গাজি। তাঁর কথায়, “খেলার সময় ছেলেদের মধ্যে সামান্য একটা ঘটনায় দু’জনের মধ্যে ধস্তাধস্তিতে একজনের গলায় সামান্য আঘাত লেগেছে। অথচ তাতেই তৃণমূল রাজনীতির রং লাগিয়ে আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে গ্রামের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।”
|
ছবি: নির্মল বসু। |
|