টুকরো খবর
এসইউসি প্রার্থীকে মারধর, জরিমানা
ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তেতে উঠছে পূর্ব মেদিনীপুর।খেজুরিতে এসইউসি-র এক প্রার্থীকে মারধর করে জরিমানা চাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খেজুরি ২ ব্লকের হলুদবাড়ি পঞ্চায়েত সমিতির আসনের এসইউসি প্রার্থী হয়েছেন অনিমেষ দাস। অভিযোগ, শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য তাঁকে বেধড়ক মারধর করার পরে রীতিমতো বৈঠক করে ২ লক্ষ টাকা জরিমানা চেয়েছে তৃণমূলের লোকেরা। এসইউসি-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবন দাসের অভিযোগ, “শুক্রবার দুপুরে মুণ্ডমারী প্রাথমিক স্কুলের কাছে অনিমেষ দাস ও দলের কর্মীরা পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের জয়দেব মণ্ডল, মহীতোষ জানা, ভবতারণ মণ্ডল-সহ একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে। আমাদের খেজুরি লোকাল কমিটির সদস্য তরুণ সামন্ত, কৃষ্ণগোপাল কর গুরুতর আহত হন। পরে আবার হলুদবাড়ি অঞ্চলের তৃণমূল প্রার্থী স্নেহাশিস দাস ও তাপস প্রামাণিক আক্রান্ত এসইউসি কর্মীদের উপর চড়াও হয়ে মুচলেকা লিখিয়ে নেয়। জরিমানা চায়।” থানায় আগেই অভিযোগ জানিয়েছিল এসইউসি। রবিবার কাঁথির মহকুমাশাসকের কাছেও স্মারকলিপি জমা দেয় তারা। রবিবার হলদিয়ার দেভোগ পঞ্চায়েতের বড়বাড়ি এলাকায় তৃণমূলের বিরুদ্ধে পুলিশে দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ দায়ের করে সিপিএম। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দেভোগ অঞ্চলের সভাপতি রবীন্দ্রনাথ দিন্দা বলেন, “আগে ওই অঞ্চল সিপিএমের শক্ত ঘাঁটি ছিল। সেটি হাতছাড়া হওয়ায় সিপিএম পরিকল্পিত ভাবে চক্রান্ত করে নিজেরাই পতাকা ছিঁড়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”

অপহরণের চেষ্টা, ধৃত
নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক তরুণ। রবিবার ঘটনাটি ঘটে সুতাহাটা থানার মোহনপুরে। ধৃত বছর উনিশের শেখ রমজান ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল দশটা নাগাদ বছর বারোর স্থানীয় এক কিশোরী জুনাটিতে রেশনের কেরোসিন আনতে যাচ্ছিল। সেই সময় শেখ রমজান ওই কিশোরীকে সাইকেলে চাপিয়ে একটি ঝোপের আড়ালে নিয়ে যায় এবং অশালীন আচরণ করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার করলে তাকে সাইকেলে চাপিয়ে পালানোর চেষ্টা করে রমজান। গ্রামবাসীরা পথেই রমজানকে পাকড়াও করে মারধর করেন এবং সুতাহাটা থানার পুলিশের হাতে তুলে দেন। পরে ওই কিশোরীর মা সুতাহাটা থানায় অভিযোগ জানান। এ দিন দুপুরে হলদিয়া মহকুমা হাসপাতালে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়।

ভাইপোর চড়ে মৃত্যু কাকার
পারিবারিক জমিজমা নিয়ে বচসা চলার সময় ভাইপো-র চড় খেয়ে মৃত্যু হল কাকার। শনিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কাঁথি শহরের ধনদিঘিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গুল মহম্মদ (৩৮)। পুলিশ গুল মহম্মদের ভাইপো শেখ মান্নানকে গ্রেফতার করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে কাকা ও ভাইপোর মধ্যে অনেক দিন ধরেই বিবাদ চলছিল। শনিবার বিকেলে সেই নিয়ে ফের কাকা-ভাইপোর মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন মান্নান আচমকা গুল মহম্মদকে চড় মারেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান গুল মহম্মদ। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার গুল মহম্মদকে মৃত বলে জানান। অভিযুক্ত মান্নান পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা আটকে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।

তমলুকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
বাড়ির মধ্যে গলায় শাড়ির ফাঁস দেওয়া এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে তমলুক শহর লাগোয়া গঙ্গাখালি স্লুইস গেটের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম আরতি আদক (৫৫)। বছরখানেক আগে এক দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছিলেন তিনি। তারপর থেকে চিকিৎসা চলছিল। এ দিন ভোরে বাড়ির মধ্যে গলায় শাড়ির ফাঁস দেওয়া অবস্থায় আরতিদেবীর মৃতদেহ দেখতে পান পরিবারের লোকেরা। খবর পেয়ে তমলুক থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসুস্থতার কারনে অবসাদে ভুগছিলেন ওই মহিলা। তার জেরেই আত্মহত্যা করেছেন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.