জাভি, ইনিয়েস্তাদের দেশে ট্রায়াল দিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মেহতাব হোসেনের। যে ক্লাবে তিনি ট্রায়াল দিতে যেতে পারেন, স্পেনের সেই দ্বিতীয় ডিভিশন ক্লাব দেপোর্তিভো লা করুনায় খেলেছেন বেবেতো, রিভাল্ডোদের মতো তারকা ফুটবলাররা।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৬ নম্বরে থাকা ভারতের কোনও ফুটবলার স্পেনের ক্লাবে ট্রায়াল দিতে আসছেন, এই খবরে খানিকটা বিস্ময় প্রকাশ করেছে স্পেনের সংবাদমাধ্যম। এমনকী রবিবার মেহতাবকে নিয়ে খবরও বেরিয়েছে সেখানকার কাগজে। মেহতাব নিজে অবশ্য বলছেন, “আমার এজেন্টের সঙ্গে দেপোর্তিভোর প্রাথমিক কথা হয়েছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি।”
সব কিছু ঠিক ঠাক থাকলে হয়তো এই অগস্টে স্পেনে পাড়ি দেবেন লাল-হলুদের মিডিও জেনারেল। গত মরসুমে লা-লিগায় অংশ নিয়েছিল স্পেনের এই ক্লাবটি। তবে ১৯ নম্বরে শেষ করে দ্বিতীয় ডিভিশনে নেমে যায় দেপোর্তিভো। ১৯৯৯-২০০০ মরসুমে লা লিগা চ্যাম্পিয়ন হয় তারা। রানার্স হয়েছে পাঁচ বার। মেহতাবের এজেন্ট এখনও স্পেনে রয়েছেন। অন্য আরও ক্লাবের সঙ্গে কথা বলছেন। যাতে মেহতাব একাধিক ক্লাবে ট্রায়াল দিতে পারেন।
গত মরসুমেও মেহতাব স্কটল্যান্ডের দু’টি ক্লাবে ট্রায়াল দিতে যান। খেলার সুযোগ না আসলেও, স্কটল্যান্ডের ট্রায়ালের অভিজ্ঞতা সাহায্য করেছিল মেহতাবকে। আর এ বার পালা বিশ্বচ্যাম্পিয়নদের দেশে ট্রায়াল দিতে যাওয়ার! |