টুকরো খবর
সেন্টার কোর্টে ভারতের পিঙ্কি
বিশ্বখ্যাত তারকাদের সামনে উইম্বলডনে বিরল একটা ঘটনা ঘটিয়ে ফেলল পিঙ্কি সোনকার। ১১ বছরের পুঁচকে মেয়ে সেন্টার কোর্টে পুরুষদের ফাইনালের টস করে। ভারতীয়দের মধ্যে প্রথম এই বিরল সম্মান পাওয়া পিঙ্কি এ দিন সাদা টি-শার্ট আর সাদা ট্রাউজার্সে কোর্টে আসতেই সেন্টার কোর্টে দর্শকদের তুমুল হাততালি। ২০০৯ অস্কার জয়ী তথ্যচিত্র ‘স্মাইল পিঙ্কি’র জন্য পিঙ্কি এখন সেলিব্রিটি। জন্ম থেকে কাটা ঠোটের যন্ত্রণা নিয়ে বেড়ে ওঠা এই মেয়ে ‘স্মাইল ট্রেন’-এর প্রতিনিধি হিসেবে উইম্বলডনে এসেছিল। যে সংস্থা তার ঠোট জোড়া লাগানোর অস্ত্রোপচারে সাহায্য করে। ছ’বছর আগে পিঙ্কির অস্ত্রোপচার করা চিকিৎসক সুবোধ কুমার সিংহ বলছিলেন, “এক সময় আত্মবিশ্বাস বলে কিছু ছিল না পিঙ্কির। আর এখন দেখুন। কেমন ক্যামেরা ফেস করছে। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে উইম্বলডনের বিখ্যাত সেন্টার কোর্টে পিঙ্কির এই সফর বিশ্ব জুড়ে এই সমস্যায় ভোগা মানুষদের অনেক উৎসাহ দেবে।”

ফুটবলার বোল্ট
সম্ভবত কয়েক দিনের মধ্যেই ফুটবল অভিষেক ঘটাতে চলেছেন উসেইন বোল্ট। সব কিছু ঠিকঠাক চললে তাঁর প্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়েই খেলতে চলেছেন বোল্ট। ম্যান ইউ কিংবদন্তি রিও ফার্দিনান্দের টেস্টিমোনিয়াল ম্যাচে। ৯ অগস্ট সেভিয়ার বিরুদ্ধে খেলবে ফার্দিনান্দ একাদশ। যে দলের মূল আকর্ষণ হতে পারেন স্প্রিন্ট তারকা। ফুটবলজীবন সূচনার প্রাক্কালে ট্র্যাকে নিজের দাপট বজায় রাখলেন বোল্ট। প্যারিসের ডায়মন্ড লিগে বছরের দ্রুততম সময় রেকর্ড করে সোনা জিতলেন বোল্ট। ১৯.৭৩ সেকেন্ডে দুশো মিটার দৌড় শেষ করে। রোমে অপ্রত্যাশিত ভাবে হেরে গেলেও, প্যারিসের ট্র্যাকে আবার ফিরল বোল্টের সেলিব্রেশনের সেই চেনা ছবি।

জাতীয় স্তরে সফল জেলার অ্যাথলিটরা
ক’দিন আগে রাজ্য অ্যাথলেটিক্সে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল পশ্চিম মেদিনীপুর। জেলার প্রতিযোগীরা সব মিলিয়ে ১০টি পদক (৫টি সোনা, ৩টি রুপো, ২টি ব্রোঞ্জ) জিতেছিলেন। সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকল মাস্টার্স অ্যাথলেটিক্সেও। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ৮টি পদক পেয়েছে জেলা। এর মধ্যে ৬টি রুপো, ২টি ব্রোঞ্জ। মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক স্বদেশরঞ্জন পান বলেন, “জাতীয় স্তরের প্রতিযোগিতায় এ জেলার প্রতিযোগিরা ভাল পারফরম্যান্স করেছেন। আমরা সকলেই খুশি।” গত ২৭ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছিল ৪৩তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক মিট। শেষ হয় ১ জুলাই। পশ্চিম মেদিনীপুর থেকে ৬ জন এই প্রতিযোগিতায় যোগ দেন। এঁদের মধ্যে ৪ জনই বিভিন্ন ইভেন্টে পদক পেয়েছেন। কল্যাণী মণ্ডল পেয়েছেন ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ। সুনীতি মাহাতো ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ। ইলা সিংহ একটি রুপো। সপ্তর্ষি মাহাতো পেয়েছেন একটি রুপো।

রানার্স কোরিয়ার চুং
খেতাবের কাছাকাছি এসেও পারল না কোরিয়ার হিয়ন চুং। উইম্বলডনের বয়েজ সিঙ্গলসের ফাইনালে ৫-৭, ৬-৭ হারতে হল ইতালির জিয়ানলুইগি কুইনজির কাছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.