সকালটা ঝকঝকে হলেও মন কিন্তু তেমন ভাল নেই বার্থডে বয়ের। একেই চোটের জন্য মাঠে নামতে পারছেন না। হ্যামস্ট্রিং-এর আঘাতে বিশ্রাম ছাড়া কোনও উপায় নেই। তার ওপর ছায়াসঙ্গিনী সাক্ষী সঙ্গে নেই। তিনি ইংল্যান্ড থেকেই রাঁচিতে ফিরে গিয়েছেন ব্যক্তিগত কাজ থাকায়। তাই রবিবার সকাল থেকে মন খারাপ ছিল ক্যাপ্টেনের। কিন্তু যখন দেখলেন একের পর এক এসএমএসে ভরে গিয়েছে তাঁর মোবাইলের ইনবক্স, টুইটার ও ফেসবুকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে জমা হয়েছে হাজারে পোস্ট, তখন কিছুটা মন ভাল হল বই কি। ৩২তম জন্ম দিনের সকালটা এমনই মিলিয়ে মিশিয়ে কাটল মহেন্দ্র সিংহ ধোনির। |
“পোর্ট অব স্পেনে এখন মাঝরাত। তাই ‘নাম্মা থালা’ (আমাদের নেতা)-কে এখনই জন্মদিনের শুভেচ্ছা জানাই”, রবিবার সকালে টুইটার মারফত এই বার্তা পাঠিয়ে দিল চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেট অধিনায়কের টুইটার হ্যান্ডলে এমনই আর এক শুভেচ্ছা বার্তা পৌঁছে গেল ঘন্টা খানেক পরেই। এ বার প্রেরক ভারতীয় ক্রিকেট বোর্ড। বক্তব্য, “আমাদের অধিনায়কের শুভ জন্মদিনে জানাই শুভেচ্ছা।” আরও যে কত শুভেচ্ছাবার্তা, তার হিসেব কষা আর ঘরোয়া, আন্তর্জাতিক মিলিয়ে প্রায় সব ধরণের ক্রিকেটে ধোনির তোলা রানের পরিসংখ্যান পাওয়া প্রায় সমান কঠিন কাজ। মনোজ তিওয়ারি, ক্রিস মরিস, ধোনির রেসিং দলও ছিল সেই তালিকায়। ছিলেন হাজারো ভক্ত। উপছে পড়া শুভেচ্ছা বার্তা পেয়ে ধোনির প্রতিক্রিয়া, “শুভেচ্ছা জানানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ভালবাসা, আশীর্বাদ ও সমর্থন আমার কাছে অনেক কিছু।”
শহরের সেরা নায়ক ক্যারিবিয়ান সাগরের তীরে আছেন তো কী হয়েছে, রাঁচিতে সকাল থেকেই উৎসব। কাটা হল বিশাল কেক। জায়গায় জায়গায় সবাইকে খাওয়ানো হল লাড্ডু। মাহির ছোটবেলার কোচ চঞ্চল ভট্টাচার্য জানালেন, “ওর পরিবারের সদস্যরা আজ সবাই মিলে মাহির জন্মদিন পালন করেছে।” ঝাড়খন্ডের উঠতি গায়ক রোহন দেও পাঠক গানই বেঁধে ফেললেন ভারতীয় অধিনায়ককে নিয়ে। সন্ধ্যায় এক অনুষ্ঠানে সেই গান আবার শোনালেনও শহরবাসীকে।
ওদিকে পোর্ট অব স্পেনে দলের সতীর্থদের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার পর সন্ধ্যায় কেক কাটার কথা, জানালেন দলের ম্যানেজার। তার আগে অবশ্য প্র্যাক্টিস এবং শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও চোখ রাখা। |