চন্দননগরের সরস্বতী সাহাকে ছুঁতে পারলেন না সিঙ্গুরের আশা রায়!
১১ বছর আগে দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়ান অ্যাথলেটিক্স মিটে বাংলার সরস্বতী সাহা সোনা জিতেছিলেন। রবিবার পুণেতে সেই একই ইভেন্টে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল আশাকে। মেয়েদের ২০০ মিটারে কাজাখস্থানের ভিক্টোরিয়া জাবকিনার (২৩.৬২) কাছে অল্পের জন্য সোনা হাতছাড়া করলেন বাংলার আশা (২৩.৭১)। এ দিন রাতে পুণেতে আশাকে ফোনে ধরা হলে তিনি বললেন, “খুব আফসোস হচ্ছে। এত কাছে এসেও পারলাম না। কয়েক মাস আগেই চেন্নাইতে আন্তঃরাজ্য মিটে ২৩.৫৯ মিনিটে শেষ করেছিলাম। সেটা ধরে রাখতে পারলেই সোনা নিশ্চিত ছিল।” আশার কোচ তরুণ সাহা অবশ্য পুণের খারাপ আবহাওয়া এবং বৃষ্টিকেই দায়ী করেছেন সোনা হাতছাড়া হওয়ার জন্য।
আশা রুপো জিতলেও, মেয়েদের ৪x১০০ রিলেতে সোনা জিতল ভারত। দলে ছিলেন টিন্টু লুকা, নির্মলা, অনু মারিয়াম জোন্স ও পোভাম্মা। সোনাজয়ী রিলে দল মস্কোয় আসন্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও নামার যোগ্যতা পেয়ে গেল। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, রিলের এক ঘণ্টার মধ্যেই ৮০০ মিটারে নেমে ব্রোঞ্জ জিতলেন টিন্টু। প্রসঙ্গত, টিন্টুকে প্রাথমিক ভাবে রিলে দলে না রাখা নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন তাঁর কোচ পি টি ঊষা। ছেলেদের ট্রিপল জাম্পে রাজিন্দর মহেশ্বরী জিতলেন রুপো এবং অর্পিন্দর সিংহ ব্রোঞ্জ। হাইজাম্পে রুপো পেলেন জিতিন সি তমাস এবং ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতলেন সতীন্দর সিংহ। সব মিলিয়ে পুণেতে মোট দু’টো সোনা, ছ’টা রুপো এবং ন’টা ব্রোঞ্জ জিতে ষষ্ঠ স্থানে শেষ করল ভারত। |