ম্যাচে হ্যাটট্রিক-সহ চার গোল করলেন ফুটবলবিশ্বের অন্যতম সেরা আইকন লিওনেল মেসি। বিশ্বমানের ফ্লিক করে আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরি প্রমাণ করলেন এখনও প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ভয়ঙ্কর তিনি।
তবুও শিরোনাম ছিনিয়ে নিয়ে গেলেন বেনামি এক মার্কিন অপেশাদার ফুটবলার ম্যাট এলিয়াসন। যাঁর ব্যাকভলিতে করা গোলের সামনে মেসি-ম্যাজিকও আবছা হয়ে গেল। অঁরির পাস থেকে প্রথমে বুকে রিসিভ করেন বলটা। তারপরে অবিশ্বাস্য এক ব্যাকভলিতে বলটা জালে জড়িয়ে দেন এলিয়াসন। ম্যাচ শেষে প্রচারমাধ্যমের তখন একটাই প্রশ্ন- কে এই এলিয়াসন? |
জানা যাচ্ছে একটি মার্কিন কোম্পানিতে ফিনান্সে কাজ করেন এলিয়াসন। কয়েক বছর আগে এমএলএসের (মেজর লিগ সকার) কোনও দল তাঁকে সই না করানোয় ফুটবল কেরিয়ার শুরুই হয়নি তাঁর। কলেজ ফুটবলে নর্থওয়েস্টার্ন ওয়াইল্ডক্যাটসের স্ট্রাইকার ছিলেন এলিয়াসন। অভাবনীয় ভাবে মেসির আয়োজিত ম্যাচে অনেক ফুটবলার খেলতে না পারায় কলেজ দলের প্রাক্তন প্লেয়ারদের বাছা হয় খেলার জন্য। যার সুবাদে সুযোগ পান এলিয়াসন। দুর্দান্ত গোল করে স্বভাবতই উচ্ছ্বসিত এলিয়াসন বলেন, “বলটা চেস্ট করার পরেই ভাবলাম ওভারহেড মারাই যায়।” সঙ্গে তিনি যোগ করেন, “রোজ রোজ মেসির বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া যায় না। তাই ভাবলাম শটটা মেরেই দেখি কী হয়।” মেসির প্রশংসায় পঞ্চমুখ এলিয়াসন আরও বলেন, “এক মাঠে মেসির সঙ্গে থাকা মানেই ভাগ্যের ব্যপার।” অবসর সময় ফুটবল প্র্যাক্টিস করেন, এখনও আশায়, দেশের লিগে কোনও দলের হয়ে খেলতে পারবেন। অবশিষ্ট বিশ্ব একাদশের বিরুদ্ধে মেসি অ্যান্ড ফ্রেন্ডস ৯-৬ জিতলেও, সেরার সম্মান নিয়ে গেলেন এক অখ্যাত ফুটবলার। |