বার্তোলির চেহারা নিয়ে মন্তব্যে বিতর্ক
ইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বার্তোলির শনিবারের দাপট দেখে কে বলবে ফাইনালে তিনি ফেভারিট ছিলেন না। ‘জায়ান্ট কিলার’ সাবিন লিজিকি সেন্টার কোর্ট তো বটেই টিভি দর্শকদের বিচারেও এগিয়ে ছিলেন। ফাইনালের পর যাবতীয় প্রচারের আলো যদিও ফরাসি উইম্বলডন চ্যাম্পিয়নের উপরই। কিন্তু নিজেকে প্রমাণ করার পরও ২০০৭ সালের ফাইনালিস্টকে বিবিসি-র এক রেডিও ধারাভাষ্যকারের ‘নির্মম’ মন্তব্যের শিকার হতে হল। নোভাক জকোভিচ আর অ্যান্ডি মারের ফাইনালের মহাযুদ্ধের আগে যা বিতর্ক ছড়িয়েছে এস ডব্লু নাইনটিনে।
চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে বার্তোলি উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে গ্যালিরিতে বাবাকে জড়িয়ে ধরেন। তখনই ধারাভাষ্যকার জন ইনভারডালে-র বিবিসি-তে দর্শকদের উদ্দেশে প্রশ্ন, “আচ্ছা বার্তোলার বাবা কি ছোটবেলায় তাঁকে বলেছিলেন, ‘তুমি কখনও আকর্ষণীয় সুন্দরী হিসেবে পরিচিতি পাবে না, শারাপোভা হতে পারবে না, তাই তোমাকে লড়াই করে যেতে হবে’?”
খোলা হাওয়ায়

দক্ষিণ লন্ডনের রাজপথে উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বার্তোলি। ছবি: এএফপি
এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠে যায়। বিবিসি-র মুখপাত্র যে জন্য পরে ক্ষমা চাইতেও বাধ্য হন।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বার্তোলিকে এই ‘নির্মম’ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য পাত্তা না দেওয়ার ভঙ্গিতে বলেন, “এটা কোনও ব্যাপার নয়। আমি ব্লন্ড নই। এটা ঘটনা। আমি মডেল কনট্র্যাক্ট পাওয়ার স্বপ্ন দেখি? না, দুঃখিত। কিন্তু উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম? হ্যাঁ, একদমই ঠিক। আর এই মুহূর্তটা আমার বাবার সঙ্গে ভাগ করে নেওয়াটাও দুর্দান্ত ছিল। তার জন্য গর্বিতও। এই ম্যাচটার ডিভিডি বার বার যখন দেখব, আমার ট্রফিটা দুই হাতে ধরে রাখার দৃশ্যটা উপভোগ করব। এটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কোর্টের বাইরে কী করতে পারি সেটা নয়।” বার্তোলির বাবা ওয়াল্টারও ইনভারডালের মন্তব্যে রাগ করেননি। তিনি বলেন, “মারিয়ন আমার সুন্দরী মেয়ে, ওর জন্য গর্বিত।”
তবে মারিয়ন বা ওয়াল্টার যাই বলুন না কেন টুইটারে ইনভারডালের মন্তব্য নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকে তাঁর কড়া শাস্তির দাবিও জানান।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.