কুনকি হাতির মৃত্যুর এগারো দিন পরে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন হাতিটির মাহুত গুড়া মিঞ্জ, পাতাওয়ালা তথা পরিচর্যাকারী মানিক চিকবরাইক। ২৭ জুন বক্সা ব্যঘ্র প্রকল্পের রায়ডাক বিটের ৬৫ বছরের কুনকি ‘প্রমীলার’ মৃত্যু হয়। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাতির মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ দিন রবিবার সকাল থেকেই রায়ডাক বিট অফিস চত্বরে শ্রাদ্ধের আচার-অনুষ্ঠান শুরু হয়। পুরোহিত ডেকে, মাহুত গুড়া মিনজ এবং পাতাওয়ালা মানিক চিকবরাইক মাথা কামিয়ে শ্রাদ্ধের আচার পালন করেন। শখানেক আমন্ত্রিত খাওয়ানোও হয়েছে। বনকর্মীরাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রাদ্ধানুষ্ঠানের মূল আয়োজনকারী গুড়া মিনজ এবং মানিক চিকবরাইক দুজনেই বলেন, “১৪ বছর ধরে প্রমীলার সেবা যত্ন করছি আমরা। এর আগে কয়েকবার অসুস্থ হলেও আমাদের সেবা যত্নে প্রতিবারই সুস্থ হয়ে উঠেছে প্রমীলা। ওকে ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওর আত্মার শান্তি কামনা করেই শ্রাদ্ধের আয়োজন করা হয়।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগেও বক্সা ব্যঘ্র প্রকল্পের ‘শান্তি’ নামে কুনকি হাতি মারা যাওয়ার পর এ ভাবে শ্রাদ্ধ হয়েছিল। রায়ডাকের বিট অফিসার সুদীপ্ত ঘোষ বলেন, “প্রমীলার মৃত্যুর পর আমাদের সবার মন খারাপ।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) উপ ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “প্রমীলার সঙ্গে মাহুত ও পাতাওয়ালার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। ওঁরাই এ আয়োজন করে।”
|
রবিবার সকালে বৃষ্টি মাথায় করে প্রায় ২ ঘণ্টা ‘জল বাঁচাও’ সচেতনতা প্রচারে অংশ নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এদিন সকালে তাঁর বাড়িতে যান হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এর সদস্যরা। তাঁদের সঙ্গেই তিনি নিজের ১৭ নম্বর ওয়ার্ড এলাকয় ঘুরে সচেতনতা প্রচারের প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে পড়েন। কলেজপাড়া শিশু উদ্যান দিয়ে শুরু করে শিলিগুড়ি কলেজ, বাঘাযতীন পার্ক সহ ওয়ার্ডের একাধিক এলাকায় নিজের হাতে প্ল্যাকার্ড লাগান। সাধুবাদ জানান ন্যাফের এই উদ্যোগকে।
|
হাতির আক্রমণে মৃত্যু হল এক যুবতীর। ঘটনাটি ঘটেছে নগাঁও জেলার হোজাইতে। পুলিশ জানায়, গত রাতে থেপেরাগুড়ি গ্রামে ঢুকে পড়ে হাতির দল। আজ ভোরে হাতির হামলায় কয়েকটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে। মৃত্যু হয় রতুমণি সরুয়া নামে এক যুবতীর। |