কুনকি হাতির মৃত্যু রায়ডাক বিটে
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
শুক্রবার বিকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক বিটের প্রমীলা নামে একটি কুনকি হাতির মৃত্যু হল। সেটির বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। প্রমীলার ছেলে দীগম্বরকে কয়েকমাস আগে জলপাড়ায় প্রশিক্ষণে নিয়ে যাওয়া হয়েছে। এক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিল প্রমীলা। বুধবার নদীতে নিয়ে স্নানও করানো হয় কুনকিটিকে। বৃহস্পতিবার থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। চিকিৎসকদের পরামর্শ মত হালকা খাবার, ওষুধ খাওয়ানো হয়। এদিন বিকাল ৪টা নাগাদ চিকিৎসক, মাহুতদের সব চেষ্টা ব্যর্থ হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি জানান, এক বছর ধরে হাতিটির শরীর ভাল যাচ্ছে না।
|
সাপের ছোবলে মৃত
নিজস্ব সংবাদদাত • ইসলামপুর |
সাপের ছোবলে এক বালিকার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইসলামপুর থানার কুটুমপোশা এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রাফাত খাতুন (৮)। তার বাড়ি ওই এলাকাতে। এদিন সকালে রান্না ঘরে যাওয়ার সময় সাপটি রাফাতকে ছোবল মারে। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। |