|
|
|
|
বিরোধী প্রার্থীদের প্রচারে হামলায় অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
পঞ্চায়েত ভোটের প্রচার পর্বে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু শনিবারই প্রচার চালানোর সময় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করে তাঁকে মারধর করা হল। রবিবার নিজের সমর্থনে সাঁটা পোস্টার ছিঁড়ে ফেলতে হল সিপিআই প্রার্থীকে। দু’টি ঘটনাই ঘটেছে আরামবাগ মহকুমায়। দু’টি ঘটনাতেই অভিযোগের তির রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে গোঘাটের ভাদুর পঞ্চায়েতের পুল্টি গ্রামে গাড়িতে মাইক লাগিয়ে প্রচারে বেরিয়েছিলেন জেলা পরিষদের বিজেপি প্রার্থী জগবন্ধু দে। অভিযোগ, সেই সময় তৃণমূলের কিছু কর্মী-সমর্থক তাঁর উপর চড়াও হয়। ইট মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। জগবন্ধুবাবু এবং তাঁর সমর্থনে প্রচারে বেরোনো অন্যদের মারধর করা হয়। জগবন্ধুবাবু এবং তাঁর গাড়ির চালককে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতেই পুলিশে অভিযোগ দায়ের করেন জগবন্ধুবাবু। রবিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অবশ্য গ্রেফতার হয়নি।
জেলা বিজেপির সহ-সভাপতি স্বপন পাল বলেন, “আরামবাগে তৃণমূলের সন্ত্রাসে আমরা প্রচার চালাতে পারছি না। এই আশঙ্কা করে আগেই জেলা পরিষদ প্রার্থীদের জন্য নিরাপত্তারক্ষী চেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানাই। কিন্তু পুলিশ আবেদনে কান দেয়নি।”
রবিবার সকালে আরামবাগের কাপসিটে সিপিআইয়ের জেলা পরিষদ প্রার্থী রামপ্রসাদ বাগ নিজের সমর্থনে লেখা পোস্টার লাগাচ্ছিলেন। অভিযোগ, এক তৃণমূল প্রার্থী দলবল নিয়ে সেখানে গিয়ে পোস্টার ছিঁড়ে না ফেললে মারধরের হুমকি দেন। হুমকির মুখে রামপ্রসাদবাবু পোস্টার ছিঁড়ে ফেলতে বাধ্য হন। বিষয়টি পুলিশে জানান রামপ্রসাদবাবু।
জেলা সম্পাদক প্রিয়রঞ্জন পাল এ ব্যাপারে জেলাশাসকের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, “আরামবাগে তৃণমূল আর পুলিশ সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এখানে তৃণমূল যা খুশি তাই করে বেড়াচ্ছে।” পুলিশ অবশ্য জানিয়েছে, কাপসিটে দু’দলের মধ্যে গোলমাল হয়। পুলিশ সেখানে যায়। তবে গোলমাল বড় আকার নেয়নি। কেউ কোনও অভিযোগও দায়ের করেনি। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দিলীপ যাদব বলেন, “মানুষ আমাদের সঙ্গে আছেন। এই অবস্থায় আমাদের কেউ হামলা করছে, এটা বিশ্বাসযোগ্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিরোধীরা যতটা সুরক্ষিত, এ রাজ্যের ইতিহাসে আগে তা ভাবা যেত না।”
এ দিকে, গত পুড়শুড়ার জঙ্গলপাড়ায় কংগ্রেস প্রার্থী অনিমা দাসের উপর মারধর এবং শ্লীলতাহানি ও বাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের কেউ রবিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার হয়নি। কংগ্রেস শিবিরের খবর, ওই ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টার্চায পুড়শুড়ায় সভা করবেন। মহকুমা পুলিশের এক কর্তা এ দিন বলেন, “ওই ঘটনায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
আরামবাগ মহকুমা কংগ্রেস সভাপতি অষ্ট বেরা দাবি করেন, এ দিন পুড়শুড়ার তৃণমূল নেতা পবিত্র গুছাইত দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল বিষয়টিকে গুরুত্ব দিতে চায়নি। |
|
|
|
|
|