তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের দহিড়া গ্রামে। তৃণমূল প্রার্থী হরেকৃষ্ণ পালের দাবি, “ওই দিন তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছিলেন। সেই সময় সিপিএম প্রার্থী ঝোকন বাগদি দলবল নিয়ে আমাদের উপরে চড়াও হয়।” সিপিএমের সাঁইথিয়া জোনাল সম্পাদক জুরান বাগদি বলেন, “অভিযোগ ভিত্তিহীন। গ্রামের বায়েন পাড়ায় দীর্ঘদিন ধরে একটি নলকূপ খারাপ রয়েছে। গ্রামে কার্যত উন্নয়মূলক কাজ হয়নি। তাই স্থানীয় বাসিন্দারা তৃণমূল প্রার্থীর কাছে প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূলই আমাদের প্রার্থীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে।” পুলিশ জানায়, এক পক্ষ অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
|
বেআইনি ভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটল রামপুরহাট মহকুমা হাসপাতাল সংলগ্ন ক্যানাল পাড় এলাকায়। রবিবার দুপুরের ঘটনা। দমকলকর্মীরা এই কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীর খোঁজার চেষ্টা করেন। কিন্তু সিলিন্ডার বিস্ফোরণের পর থেকেই ওই ব্যবসায়ী দোকানে তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। দমকলকর্মীরা জানান, এই বিস্ফোরণের জেরে এলাকার তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভাবে বৈআইনি কারবার চালানোর ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত।
|
পুলিশের পক্ষপাতিত্ব বন্ধ করা, নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে রবিবার ময়ূরেশ্বর থানায় স্মারকলিপি দিল বিজেপি। এ দিন দলের জেলা সংগঠক সম্পাদক শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা ওই কর্মসূচিতে যোগ দেন। পুলিশ তাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
|
রাস্তার উপরে ঝুলে থাকা বিদ্যুতবাহী তারের সংযোগে ভস্মীভূত হল একটি ডাম্পার। রবিবার সকালে ঘটনাটি ঘটে নলহাটি থানার সুলতানপুর এলাকায়। রামপুরহাট থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। |