বাইরে থেকে দরজায় তালা দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে এক দম্পতিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল কালনায়। জানলা খুলে বাইরে বেরিয়ে আসায় রক্ষা পেয়েছেন তাঁরা। তৃণমূলের অভিযোগ, তাদের সমর্থকের বাড়িতে আগুন লাগিয়েছিল সিপিএমের লোকজন। যদিও সিপিএমের দাবি, এর সঙ্গে তাদের কেউ যুক্ত নয়।
কালনা ২ ব্লকের বড়ধামাস পঞ্চায়েতের টোলা গ্রামের বাসিন্দা বাবলু কিস্কু রবিবার কালনা থানায় অভিযোগ করেন, শনিবার রাতে টালির চাল মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি ও তাঁর স্ত্রী রুবিনা কিস্কু। মাঝরাতে তাপে তাঁদের ঘুম ভেঙে যায়। দেখেন, ঘরে আগুন লেগেছে। আসবাবপত্র-সহ ঘরের নানা জিনিসপত্র পুড়ছে। |
বাইরে বেরোনোর চেষ্টা করতে গিয়ে তাঁরা দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ। শেষে দু’জনে মিলে ধাক্কা দিয়ে জানলার একটি পাল্লা খুলে বাইরে বেরোন। বাবলুবাবু অভিযোগ করেন, বেরিয়ে তাঁরা দেখেন, দরজার শিকলে বাইরে থেকে তালা ঝুলছে। চারপাশে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়েছে। তাঁদের পুড়িয়ে মারার জন্যই দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে ওই দম্পতির দাবি।
তৃণমূলের কালনা ২ ব্লক সভাপতি প্রণব রায়ের অভিযোগ, “পঞ্চায়েত ভোটের জন্য আমাদের প্রাথমিক প্রার্থী তালিকায় বাবলুর নাম ছিল। এলাকায় অশান্তি তৈরির জন্য সিপিএম এই কাজ করেছে।” সিপিএমের কালনা জোনাল কমিটির তরফে অবশ্য দাবি করা হয়, তৃণমূল মিথ্যা অপবাদ দিচ্ছে।
|
ম্যাটাডরের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক শিশুর। পুলিশ জানিয়েছে, তার নাম শেখ ওসাহিদ (৪)। রবিবার সকালে গলসির কাছে গলিগ্রামে এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলসির রাইপুর থেকে একটি গাড়িতে ওয়াহিদ বিশ্বাস মোল্লার পরিবার তাঁর মেয়ের শ্বশুরবাড়ি আউশগ্রামের জামতারায় যাচ্ছিলেন। গলিগ্রামের বাদামতলা মোড়ে দুর্ঘটনা ঘটলে ওই শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। |