টুকরো খবর
শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আড়াল করছেন ওসি, নালিশ
দলের মহিলা প্রার্থীকে মারধর করে শ্লীলতাহানির ঘটনায় পুড়শুড়ায় অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীদের পুলিশ আড়াল করছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। ঘটনার পরে তিন দিন পেরিয়ে গেলেও শনিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। শুধু গ্রেফতার না করাই নয়, ওই দিনের ঘটনায় যুক্ত তৃণমূলের কর্মীরা প্রকাশ্যে তাঁদের হুমকি দিচ্ছে বলেও নিগৃহিত মহিলার পরিবারের অভিযোগ। কংগ্রেসের আরামবাগ মহকুমা সভাপতি অষ্ট বেরা বলেন, “শাসক দলের গুণ্ডাবাহিনীকে আড়াল করছে পুলিশ। বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে এনেছি। ঘটনার প্রতিবাদে আগামী ১১ তারিখ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য পুড়শুড়ায় আসছেন। আমাদের প্রার্থীদের সমর্থনে জনসভাও করবেন।” অভিযোগ, গত বুধবার পুড়শুড়ার জঙ্গলপাড়ায় কংগ্রেস প্রার্থী অনিমা দাসের বাড়িতে চড়াও হয় তৃণমূলের সশস্ত্র লোকজন। বাড়িতে ভাঙচুর-লুঠপাট চলে। অনিমাদেবীকে মারধর, শ্লীলতাহানি করা হয় বলেও পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়। তাঁর স্বামী সুকুমারবাবু স্ত্রীকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। শেষ পর্যন্ত ওই দম্পতিকে স্থানীয় শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ নাথ বলেন, “পুড়শুড়া থানার ওসি আজিমুদ্দিন মল্লিক স্থানীয় তৃণমূল বিধায়ক পারভেজ রহমানের অঙ্গুলিহেলনে কাজ করছেন। ওসিকে এই কাজেই বিধায়ক ওখানে এনেছেন।” জেলার তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের সাফাই, গ্রাম্য বিবাদের জেরে সেখানে একটা ছোট ধরণের গোলমাল হয়েছিল। ওসি-র বিরুদ্ধে অভিযোগ মানেননি জেলার পুলিশকর্তারা।

পুরনো খবর:

ধর্ষণের চেষ্টা, ধৃত যুবক
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। শুক্রবার সন্ধ্যায় হাড়োয়া থানার তালবেড়িয়া গ্রামের ঘটনা। অভিযুক্ত আকবর আলি মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তালবেড়িয়া গ্রামে মেছোভেড়ির দিকে ফিরছিল দুই পঞ্চম শ্রেণির ছাত্রী। আকবর তাদের মোবাইলে হিন্দি গান দেখানোর কথা বলে রাস্তার ধারে নিয়ে গিয়ে অশ্লীল ছবি দেখায় এবং একজনকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মেয়ে দুটি চিৎকার করে উঠলে আকবর প্রথমে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হতে স্থানীয় একটি ক্লাবের ছেলেরা আকবরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। মেয়েটির কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। শনিবার ধৃতকে বসিরহাট এসিজেএম আদালতে তোলা হলে তাঁকে চোদ্দ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।

আর্থিক প্রতারণা, হাবরার সিপিএম প্রার্থী-সহ ধৃত ২
ভিন্ রাজ্যে আর্থিক প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে হাবরার কৃষ্ণনগর এলাকা থেকে এ বার পঞ্চায়েত ভোটের এক সিপিএম প্রার্থী ও তাঁর ভাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃত প্রশান্ত শূর হাবরা-১ পঞ্চায়েত সমিতিতে সিপিএমের হয়ে বেড়গুম-২ পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনে লড়ছেন। তাঁর ভাই সুশান্ত শূর ওই পঞ্চায়েতের বিদায়ী সিপিএম সদস্য। দু’জনেরই বাড়ি কৃষ্ণনগর এলাকায়। শুক্রবার হাবরা থানার পুলিশের সহযোগিতায় উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার পাচাতুখাড়া থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। ওই দিনই দু’জনকে বারাসত আদালতে হাজির করানো হয়। ট্রানজিট রিমান্ডে পুলিশ তাঁদের উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছে। তবে এই ঘটনার প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে না বলে দাবি করেছে সিপিএম। স্থানীয় সিপিএম নেতা অসীম ঘোষ বলেন, “ওঁরা ভূষিমাল, মুরগি এবং পরিবহণের ব্যবসা করেন। তবে, আর্থিক প্রতারণা বা জালিয়াতির অভিযোগ শুক্রবারই প্রথম শুনি।”

২৫টি বোমা মিলল বাসন্তীতে
পঞ্চায়েত ভোটের মুখে শনিবার সকালে বাসন্তীর ঢুঁড়ির চরপাড়া এলাকার এক জনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। যদিও বাকিবিল্লা লস্কর নামে ওই ব্যক্তিকে পুলিশ ধরতে পারেনি। বাকিবিল্লা এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তৃণমূলের নানা সভা-সমাবেশেও তাঁকে প্রায়ই দেখা যায় বলে এলাকার লোকজন জানিয়েছেন। যদিও ব্লক তৃণমূল সভাপতি মান্নান শেখের দাবি, “বাকিবিল্লা দলের কেউ নয়, সমাজবিরোধী।” বাসন্তীর আরএসপি বিধায়ক সুভাষ নস্কর বলেন, “তৃণমূল প্রথম থেকেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করছিল। নিজস্ব বাহিনী দিয়ে ভোট করতে চেয়েছিল। তাই ওদের নেতারা বাড়িতে অস্ত্র মজুত করছে।” দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠী জানিয়েছেন, অভিযুক্তের তল্লাশি চলছে।

বৌদিকে খুন করে আত্মহত্যার চেষ্টা
ঘুমন্ত বৌদিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মায়ের আর্ত চিৎকারে ঘুম ভেঙে যায় ওই মহিলার ছেলেমেয়ের। তাদের চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা। পরে যুবকটি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। শনিবার ভোরে হুগলির মগরার মেথিয়াগোড়ের ঘটনা। নিহতের নাম সুলকা বাউল দাস (৩৩)। রাধেশ্যাম বাউল দাস নামে ওই যুবক চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দু’জনের বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই ওই ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলকাদেবীর স্বামী বিশ্বনাথবাবু কাজে বেরিয়ে গেলে রাধেশ্যাম ধারালো অস্ত্র নিয়ে বৌদির উপর চড়াও হয়। গলায় পরপর আঘাতে ঘটনাস্থলেই সুলকার মৃত্যু হয়। কিছু ক্ষণ পরে বাড়ির অদূরে একটি ঝোপে পড়ে রাধেশ্যামকে কাতরাতে দেখা যায়। বিশ্বনাথবাবু মগরা থানায় ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।

চন্দননগরে রাজ্যের সেচমন্ত্রী
ছবি: তাপস ঘোষ
শনিবার দুপুরে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় চন্দননগরের হাটখোলায় গঙ্গার ধারে ধস কবলিত এলাকা ঘুরে দেখেন। সেচ দফতরের আধিকারিক, চন্দননগরের মেয়র, বিধায়কের সঙ্গে ধসের কারণ এবং মোকাবিলা নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় গঙ্গার ধারে দু’টি আবাসনের গা ঘেঁষে ৫০০ ফুট লম্বা এবং ১৫ ফুট গভীর ধস নামে। বালিভর্তি বস্তা ধসের গর্তে ফেলে মেরামত করা হয়। সেচ দফতর গঙ্গার ধার ঘেঁষে বাঁশের খাঁচা পুঁতে দেয়। গঙ্গার ধারে আবাসনগুলি সব নিয়ম মেনে হয়েছে কি না, এ দিন তা নিয়ে খোঁজ নেন মন্ত্রী। এলাকাবাসী তাঁর কাছে অভিযোগ করে, গঙ্গা থেকে অবৈধ ভাবে বালি তোলার কারণেই ওই ধস নামে। মন্ত্রী তাঁদের আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

টিটাগড়ে ডাকাতি
টিটাগড়ে এক কেবল অপারেটরের বাড়িতে লুটপাট চালাল তিন দুষ্কৃতী। পুলিশ জানায়, দুষ্কৃতীরা শনিবার ভোরে বাবনপুর এলাকায় মসজিদপাড়ার ওই বাড়িতে ঢোকে দরজা ভেঙে। ঘরে ফরিদ হুসেন, স্ত্রী রুনা বেগম ও ছেলে আর্ভিস্ত ঘুমোচ্ছিলেন। দুষ্কৃতীরা আর্ভিস্তের গলায় ভোজালি ঠেকিয়ে হুমকি দেয়, ৫০ হাজার টাকা না দিলে খুন করবে। এত টাকা না থাকায় তারা আলমারির কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এমএলও-র কাছে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল ফরিদের। কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই টাকা বাড়িতে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। দুষ্কৃতীরা ওই অঙ্কেরই টাকা দাবি করায় পুলিশের অনুমান, খবর নিয়েই ডাকাতি করতে এসেছিল।

আত্মঘাতী মৎস্যজীবী
গলায় দড়ির ফাঁসে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত বিশ্বনাথ পরামান্য (৪৫) হিঙ্গলগঞ্জের হেমনগরের বাসিন্দা। অভাবের কারণে তাঁর মৃত্যু বলে পরিবারের দাবি।

মেয়েকে বাঁচিয়ে
ট্রেলারের ধাক্কা থেকে মেয়েকে বাঁচালেও রক্ষা পেলেন না মা। শনিবার রাত আটটা নাগাদ হাওড়া দাসনগরের ঘোষপাড়া রোডে ঘটনাটি ঘটে। মৃতা জগাছা জিআইটি কলোনির বাসিন্দা কেয়া বর। তাঁর মেয়ে নমিতা হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.