টুকরো খবর
পুলিশের জালে ২ চোর-বন্ধু
তারা চুরিবিদ্যায় সিদ্ধহস্ত। সম্পর্কে মাসতুতো ভাই না হলেও বন্ধুত্ব গলায়-গলায়। পরিচয় মদের আড্ডায়। কয়েক বছর ধরেই একসঙ্গে চুরি-ছিনতাই করে বখরা ভাগ করে নিত। দু’জন ধরাও পড়ল পরপর। এক জনের নাম সুজয় হালদার, অন্য জন সুরজ দাস। বৃহস্পতিবার ঢাকুরিয়ার কেদার ব্যানার্জি রোড ও রথীন ব্যানার্জি রোড থেকে পরপর দু’টি ছিনতাই হয়। গরফা থানার টহলদার পুলিশ ওই সন্ধ্যায় সুজয়কে গ্রেফতার করলেও পালায় তার সঙ্গী। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শনিবার দ্বিতীয় ছিনতাইবাজ সুরজকে ধরা হয়। ছিনতাই হওয়া দু’টি হারই মিলেছে সুজয়ের কাছে।পুলিশ জেনেছে, ধৃতেরা দু’জনই পিয়ালির বাসিন্দা। সুজয় সম্প্রতি বিয়ে করে বাবুবাগানের রেল কলোনিতে শ্বশুরবাড়িতে থাকলেও সেখান থেকেই পরিকল্পনা করে চলত ছিনতাই। আগেই আদালত ৮ জুলাই পর্যন্ত সুজয়কে পুলিশ হেফাজত দিয়েছিল। শনিবার সুরজকে ৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশের অনুমান, ছিনতাই করা গয়না সোনার দোকানে বিক্রি করত তারা। এর আগে গুলি চালিয়ে যে সব ছিনতাই হয়েছে, সেগুলির সঙ্গে এরা যুক্ত কি না দেখছে পুলিশ। পুলিশের অনুমান, অভিযুক্তদের জেরা করা হলে অনেক ছিনতাইয়ের কিনারা হবে। তাদের জেরা করে আগের ছিনতাইয়ের জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

শহরের রাস্তায় ছিনতাই
ফের ছিনতাইয়ের ঘটনা। শ্রীভূমি, লেকটাউন, বাঙ্গুরের পরে এ বার এয়ারপোর্ট থানার পদ্মপুকুরে। শুক্রবার রাতে মোটরবাইকে এসে তিন দুষ্কৃতী অফিস ফেরত এক ব্যক্তির মানিব্যাগ, ঘড়ি ও মোবাইল ছিনতাই করে চম্পট দেয়। বাধা দেওয়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্তও হন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, অফিস থেকে ফিরছিলেন সুভাষ পাল। হঠাৎই রিভলভার দেখিয়ে তাঁর জিনিসপত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। প্রতিবাদ করলে এক জন রিভলভারের বাঁট দিয়ে তাঁর মাথার পিছনে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রক্তাক্ত সুভাষবাবু। তখনই সেখানে পৌঁছয় এয়ারপোর্ট থানার টহলদারি ভ্যান। সুভাষবাবুকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত কয়েক মাসে পরপর শ্রীভূমি, লেকটাউন, বাঙ্গুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোটরবাইক বাহিনী এলাকাবাসীর কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তাঁদের দাবি, এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হোক। পুলিশ জানায়, শুক্রবার ঘটনার পরেই এয়ারপোর্ট-সহ সল্টলেক কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। কমিশনারেটের এক কর্তা বলেন, “একটি চক্র সক্রিয় হচ্ছে। দ্রুত ওই দুষ্কৃতীদের ধরা হবে। নজরদারি আগের থেকে বেড়েছে। আরও বাড়ানো হবে।”

মায়ের বকুনি, আত্মঘাতী চতুর্থ শ্রেণির ছাত্রী
চতুর্থ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল কড়েয়ায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম সানায়া ইলিয়াস (১০)। শনিবার বিকেল তিনটে নাগাদ মিঁয়াজান ওস্তাগার লেনের একটি বহুতলের চারতলার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ছাত্রীর মাকে জিজ্ঞাসাবাদ করে কড়েয়া থানার পুলিশ জেনেছে, এ দিন সকালে লেখাপড়া না করার জন্য তিনি মেয়েকে বকাবকি করেছিলেন। পুলিশের অনুমান, সেই কারণেই সানায়া দড়ির সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, সানায়া তার দিদি ও মায়ের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকত। স্থানীয় একটি স্কুলে পড়ত সে। তার বাবা মহম্মদ ইলিয়াস অন্যত্র থাকেন। এ দিন দুপুর একটা নাগাদ সানায়ার মা বড় মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। তিনটে নাগাদ ফিরে দেখেন, ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। প্রতিবেশীদের সাহায্যে তিনি ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন, তাঁর ছোট মেয়ে মেঝেয় পড়ে রয়েছে। তার গলায় ওড়নার ফাঁস লাগানো। ঘরের ভিতর নাইলনের একটি দড়ি আড়াআড়ি টাঙানো ছিল। সেই দড়িটিও ছিঁড়ে মেঝেয় পড়ে। পুলিশের ধারণা, সানায়ার দেহের ভার ওই দড়ি নিতে পারেনি। তাই দড়ি ছিঁড়ে সে মেঝেয় পড়ে যায়। থানা সূত্রের খবর, প্রতিবেশীরাই সানায়াকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ দিন রাত পর্যন্ত ওই ফ্ল্যাট থেকে পুলিশ কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি।

নয়া টার্মিনালে কাচ ভাঙছেই
দেড় ঘণ্টার ব্যবধানে দু’টি কাচ ভেঙে পড়ল কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে। শনিবারের এই ঘটনায় অবশ্য কেউ আহত হননি। বিমানবন্দর সূত্রের খবর, প্রথমটি ঘটে বিকেল ৩টে নাগাদ ৩ এ গেটের কাছে। তার কিছু আগে আগরতলা থেকে যাত্রী নিয়ে নেমেছে এয়ার ইন্ডিয়ার বিমান। মালপত্র নিয়ে যাত্রীরা বেরনোর সময়েই ভেঙে পড়ে কাচটি। আতঙ্কে যাত্রীরা ভিতরে ঢুকে যান। হুড়োহুড়ি পড়ে যায়।
বিপদ-ভবন
এ বার একই দিনে দু’টি কাচ ভাঙল বিমানবন্দরের নতুন টার্মিনালে।—নিজস্ব চিত্র।
বিমানবন্দর সূত্রের খবর, সিআইএসএফ ও বিমাবন্দরের কর্মীরা এলাকাটি ঘিরে যাত্রীদের নিরাপদে বাইরে বার করে দেন। ঘটনাস্থল পরিদর্শন করেন বিমানবন্দরের আধিকারিকেরা। শুরু হয় মেরামতি। কিছু পরে ১১এ গেটের কাছে ফের ভাঙে কাচ। যাত্রীদের একটি বড় অংশের দাবি, এ বিষয়ে বিমানবন্দর-কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করুক। বিমানবন্দরের এক অফিসারের বক্তব্য, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

পুরনো খবর:
পুলিশি উদ্যোগ
স্বীকৃতি
কম্পিউটার প্রশিক্ষণ শেষে শংসাপত্র অনগ্রসর পড়ুয়াদের।—নিজস্ব চিত্র।
কম্পিউটার প্রশিক্ষণ শেষে শনিবার ৩০০ জন যুবক-যুবতীকে শংসাপত্র দিল কলকাতা পুলিশ। রবীন্দ্র সদনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী জাভেদ খান, পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। লালবাজার সূত্রে খবর, কয়েক বছর আগে সমাজের অনগ্রসর যুবক-যুবতীদের নিয়ে বেনিয়াপুকুর থানায় ‘কিরণ’ নামে প্রকল্পের শুরু। শহরের ২০টি থানায় এখন ২৫০০ ছাত্রছাত্রী নিয়ে চলছে প্রকল্পটি।

সমরজিৎ কর প্রয়াত
প্রয়াত হলেন বাংলায় বিজ্ঞান সাংবাদিকতার পথিকৃৎ সমরজিৎ কর। বয়স হয়েছিল ৮০। জন্ম বাংলাদেশের রাজশাহী শহরে। স্নাতক পর্যায়ে ছাত্র ছিলেন কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে। বরাহনগরে শিক্ষকতা করার সময় ফুলব্রাইট বৃত্তি পেয়ে আমেরিকায় যান। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পরমাণু বিজ্ঞানে ডিগ্রির পাশাপাশি পাঠ নেন সাংবাদিকতারও। আনন্দবাজারে লেখালিখির গুরু গৌরকিশোর ঘোষ। মানুষের চন্দ্রবিজয়-সহ বহু চমকপ্রদ ঘটনার প্রতিবেদন লিখেছেন আনন্দবাজারে। দেশ পত্রিকায় কলাম লিখেছেন প্রায় তিন দশক। লিখেছেন বিজ্ঞান বিষয়ে একাধিক বই।

আরও সস্তায় মুরগি
আরও কমল মুরগির দাম। শনিবার থেকে সরকারি বিক্রয়কেন্দ্রে এক কেজি মাংস বিক্রি হবে ১২৯ টাকায়। প্রাণীসম্পদ উন্নয়ন দফতর সূত্রে মিলেছে এই খবর। দিন দুই আগে ১৩৭ টাকায় মুরগি বিক্রি করেছে তারা। এ বার আরও ৮ টাকা কমল। পুরসভার বাজার দফতর সূত্রের খবর, শহরে প্রতি এলাকায় সরকারি কেন্দ্র খোলার উদ্যোগ নিচ্ছে পুর প্রশাসন। ইতিমধ্যেই পুরসভার প্রধান কার্যালয়ের একটি কিয়স্কে মুরগি বিক্রয় করা হচ্ছে।

পুরনো খবর:
ধৃত পরিচারক
গৃহকর্তার পকেট থেকে মার্কিন ডলার চুরির অভিযোগে ধৃত বিনোদ মুখিয়া নামে এক পরিচারক। শুক্রবার সল্টলেকের সিডি ব্লকের ঘটনা। পুলিশ জানায়, শুক্রবার পবন গানোরিয়াল নামে এক ব্যক্তি বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানান, যে তাঁর প্যান্টের পকেটে রাখা ছ’শো-রও বেশি মার্কিন ডলারের হদিস মিলছে না। অভিযোগের ভিত্তিতে তাঁর পরিচারক বিনোদকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার বিধাননগর এসিজেএম আদালতে তোলা হলে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

যৌন হেনস্থা, ধৃত
পাঁচ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কাশী বাগ। শনিবার রাতে তাঁকে ট্যাংরার মথুরবাবু লেন থেকে ধরা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.