তাঁর বয়স হয়ে গিয়েছে ৯২। স্ত্রী-ও মারা গিয়েছেন বছর তিনেক আগে। কিন্তু তাতে কী? ১৬ ও ১৭ বছরের দুই নাতির বিয়ে দেওয়ার সময় নিজেও দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন ইরাকের আল-জাবুরির বাসিন্দা মুসলি মহম্মদ। পাত্রী? ২২ বছরের যুবতী মুনা মুখলিফ। ষোলো সন্তানের বাবা মুসলি জানিয়েছেন আরও এক অদ্ভুত তথ্য। বলছেন, তাঁর মনোমত পাত্রী সন্ধান চলছিল বেশ অনেক দিন ধরে। কিন্তু খোঁজ মিলছিল না। এমনকী, তাঁর কনের সন্ধান না মেলায় দুই নাতির বিয়েও অনেক দিন স্থগিত ছিল। অবশেষে বৃহস্পতিবার মহা ধূমধাম করে দাদু-নাতির একসঙ্গে বিয়ে হল।
|
আস্তে আস্তে সুস্থ হচ্ছে প্যারিস জ্যাকসন। মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস, গত মাসে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল। অভিযোগ, মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তাঁকে নিয়ে প্রকাশিত নানা সংবেদনশীল খবরই প্যারিসকে আত্মহত্যায় প্ররোচনা জুগিয়েছিল। হাসপাতালের চিকিৎসায় শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠার পর বর্তমানে মানসিক চিকিৎসা চলছে তার। যত দিন না মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে বিতর্ক স্তিমিত হচ্ছে, তত দিন পর্যন্ত প্যারিসকে চিকিৎসাধীনই রাখতে চান চিকিৎসকেরা। কারণ, বাবাকে নিয়ে তৈরি করা নানা গুজব ও বিতর্কে মানসিক ভাবে ফের ভেঙে পড়তে পারে বছর পনেরোর প্যারিস।
|
বিজেপি সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকে অকারণ হেনস্থা করার অভিযোগ উঠল হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। কীর্তির দাবি, তাঁর পদবি আজাদ হওয়ায় তাঁকে আটকে রেখে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের অবশ্য দাবি, কীর্তি তাঁর ব্যাগে কিছু সন্দেহজনক তরল বহন করছিলেন। যার জন্যেই তাঁকে আটকানো হয়। নির্দোষ প্রমাণিত হলে পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়।
পুরনো খবর: টরন্টোর বিমানবন্দরে হেনস্থা ঋতুপর্ণাকে, প্রতিবাদ দিল্লির
|
তিন বছরের প্রশিক্ষণ শেষে ‘অ্যাপাচে’ হেলিকপ্টার কম্যান্ডারের স্বীকৃতি পেলেন রাজকুমার হ্যারি। এ বার থেকে ব্রিটেনের বায়ুসেনার কপ্টার অভিযানগুলি নিয়ন্ত্রণের সব দায়িত্বই থাকবে তাঁর হাতে। |