টুকরো খবর
উচ্চ মাধ্যমিকের সূচি
আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ মার্চ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে শুক্রবার এ কথা জানানো হয়েছে। পরীক্ষাসূচি: ১২ মার্চ: বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, তামিল, তেলুগু, মালয়ালম, পঞ্জাবি, গুজরাতি ইত্যাদি ভাষা। ১৪ মার্চ: প্রথমার্ধে ইংরেজি (ক) ও ইংরেজি (খ), দ্বিতীয়ার্ধে পরিবেশবিদ্যা। ১৫ মার্চ: সংস্কৃত, রাশিবিজ্ঞান, কৃষিবিদ্যা, আরবি, ফার্সি, ফরাসি। ১৮ মার্চ: পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, শিক্ষা, বিজনেস অর্গানাইজেশন ও ম্যানেজমেন্ট। ১৯ মার্চ: রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, ভূতত্ত্ব। ২১ মার্চ: অঙ্ক, দর্শন। ২২ মার্চ: মনস্তত্ত্ব, ভূগোল, অর্থনৈতিক ভূগোল। ২৪ মার্চ: ইতিহাস, রসায়ন, হিসাবশাস্ত্র। ২৫ মার্চ: নৃতত্ত্ব, অর্থনীতি, ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস, সঙ্গীত। ২৭ মার্চ: জীববিদ্যা, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, বাণিজ্যিক অর্থনীতি ও বাণিজ্যিক গণিত। ২৮ মার্চ: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। প্রথমার্ধের পরীক্ষা হবে বেলা ১০টা সওয়া ১টা পর্যন্ত। পরিবেশবিদ্যার পরীক্ষা হবে আড়াইটে থেকে সাড়ে ৩টে পর্যন্ত। প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে ৩ থেকে ২৯ জানুয়ারি। সঙ্গীতের প্র্যাক্টিক্যাল হবে ২৭ থেকে ৩১ জানুয়ারি। পুরনো পাঠ্যক্রমে একাদশের পরীক্ষা হবে আগামী বছর ১২ থেকে ২৮ মার্চ, নতুন পাঠ্যক্রমে একাদশের পরীক্ষা হবে ১২ থেকে ২৯ মার্চ। একাদশের প্র্যাক্টিক্যাল হবে ২০১৪-র ৯ থেকে ২৩ এপ্রিল। সোমবার থেকে সংসদের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন দেখা যাবে বলে জানান এক সংসদ-কর্তা।

সমুদ্র-বন্দর গড়তে বিশেষ সংস্থা
রাজ্যে প্রস্তাবিত গভীর সমুদ্র-বন্দর নিয়ে আগামী সপ্তাহে ফের বৈঠকে বসছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। বৈঠকে ওই প্রকল্পের জন্য একটি সংস্থা (স্পেশ্যাল পারপাস ভেহিক্ল) গড়ার ব্যাপারে আলোচনা হবে। যেখানে রেল, অর্থ-সহ কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সচিবেরা আলোচনায় যোগ দেবেন বলে শুক্রবার জানান কলকাতা বন্দরের চেয়ারম্যান আর পি এস কাহালোঁ। এ দিন কলকাতা ফ্রেট ব্রোকার্স অ্যাসোসিয়েশনের ৭৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি জানান, সমুদ্র-বন্দর প্রকল্পের রূপরেখা তৈরি করাই হবে প্রস্তাবিত সংস্থার কাজ। আয় বাড়াতে কলকাতা বন্দর-কর্তৃপক্ষ জাহাজ সারানো, ভাঙা বা রক্ষণাবেক্ষণের জন্য তাঁদের পাঁচটি ডক ভাড়া দিতে চান। এই ব্যাপারে ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশি-বিদেশি সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে জানান কাহালোঁ।

পুরনো খবর:

যুব কংগ্রেসের শহিদ স্মরণ ২১ জুলাই-ই
পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল তাদের অনুষ্ঠান একমাস পিছিয়ে দিলেও যুব কংগ্রেস ২১ জুলাইয়েই পালন করবে শহিদ দিবস। এ বার গাঁধী মূর্তির পাদদেশে শহিদ দিবস পালন করতে হবে যুব কংগ্রেসকে। রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করার অনুমতি না পেয়ে গাঁধী মূর্তির পাদদেশে সভা করার সিদ্ধান্ত নিয়েছে যুব কংগ্রেস। ২০০৮ সালে গাঁধীমূর্তির পাদদেশে শেষ ২১ জুলাইয়ের সমাবেশ করেছিল যুব কংগ্রেস। ২০০৯ সাল থেকে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার পরে আর শহিদ স্মরণে পথে নামেনি তারা। এ বার জোট ছিন্ন হওয়ার পরে ফের ২১ জুলাই স্মরণে ময়দানে নামছেন যুব কংগ্রেস কর্মীরা।

প্রার্থী দিল না আরজেডি
সন্ত্রাসের কারণ দেখিয়ে এ বার পঞ্চায়েত ভোটে প্রার্থী দিল না লালুপ্রসাদের দল আরজেডি। শুক্রবার বেলেঘাটায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাজ্য সভাপতি বিন্দাপ্রসাদ রাই বলেন, “আগের প্রতিটি পঞ্চায়েত ও পুরভোটে প্রার্থী দিয়েছি। এ বারও বিভিন্ন জেলার কর্মীরা প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের নিরাপত্তা দিতে পারব না বলেই কাউকে প্রার্থী করা হয়নি।” ছ’মাস আগে লালুপ্রসাদ দলের রাজ্য নেতৃত্বকে প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকেও চিঠি দিয়েছে আরজেডি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.