নির্বাচনের আগে বামফ্রন্ট চেয়ারম্যান ঘটা করে বাম ঐক্যের ডাক দিয়েছিলেন। ভোটের নির্ঘণ্ট ঘোষনা হতেই মুর্শিদাবাদের চার বাম দলেরই জেলা সম্পাদকরা জোটবদ্ধ হয়ে লড়ার কথা বলেছিলেন। কিন্তু আহিরণ পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়েছে বামঐক্য। ওই পঞ্চায়েতের ৫ নম্বর আসনে সিপিএমের জাকির শেখ ও আরএসপির আরিয়ম শেখ মুখোমুখি লড়ছেন। সাত নম্বর আসনে সিপিএমের অতুল ঘোষের মুখোমুখি ফরওয়ার্ড ব্লকের শ্যামচাঁদ ঘোষ। আট নম্বর আসনেরও একই হাল। সেখানে সিপিএমের মইদুল শেখ, আরএসপির রবিউল ইসলাম ও ফরওয়ার্ড ব্লকের আব্দুল মতিনের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। নয় নম্বর আসনেই তিন বাম শরিকই একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। সিপিএম এই লড়াইকে ‘বন্ধুত্বপূর্ণ’ বললেও আদতে একে অপরের বিরুদ্ধে কোমর বেধে নেমেছে বাম শরিকরা। আহিরণের সিপিএমের লোকাল কমিটির সম্পাদক তরুণ ঘোষ বলেন, “আলোচনায় ওই পাঁচটি আসনে জোট নিয়ে সমঝোতা সূত্র মেলেনি। তাই নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে।” আরএসপির জেলা কমিটির সদস্য জোট না হওয়ায় জানে আলম মিঞা কাঠগড়ায় তুলেছে বড় শরিক সিপিএমকে। তাঁর মন্তব্য: “ওই আসনগুলি আমাদের পাওয়ার কথা। সিপিএম বিশ্বাসঘাতকতা করে প্রার্থী দিয়েছে।” ফরওয়ার্ড ব্লকের লোকাল কমিটির সম্পাদক আব্দুর মতিন শেখ কটাক্ষের সুরে বলেন, “লড়াই আবার বন্ধুত্বপূর্ণ হয় নাকি? আমরা চার আসনে প্রার্থী দিয়েছি। জেতার জন্য ঝাঁপাব।”
|
অন্তঃসত্ত্বা এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকালে বাড়ির পাশের পান বরজ থেকে পুলিশ সফী মণ্ডল (২২) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে। চাকদহের একতারপুরের ওই মহিলার বছর খানেক আগে পড়শি গ্রাম এয়ায়েতপুরের নজরুল মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই কারণে-অকারণে সফীকে গঞ্জনা দিত শ্বশুর বাড়ির লোকেরা। মৃতার বাবা সিরাজুল মণ্ডল বলেন, “মেয়ের উপর লাগাতার অত্যাচার করা হত। এ নিয়ে গ্রামে সালিশি সভাও বসে। সকলের সামনে ভালভাবে সংসার করার কথা বলে সিরাজুল। কিন্তু তা করে শেষমেষ মেয়েকে প্রাণেই মেরে ফেলল।” কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “মৃতার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ হয়েছে। অভিযুক্তরা সকলেই পলাতক। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।”
|
প্রতিবেশী এক কিশোরীকে অপহরণের অভিযোগে পুলিশ রবীন্দ্রনাথ মণ্ডল ও তার স্ত্রী বিশাখা মণ্ডলকে গ্রেফতার করছে পুলিশ। ধৃতরা তাহেরপুর থানার কালীনারায়ণ গেট পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে ওই কিশোরীর রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে যাতায়াত ছিল। সেই সুযোগে তাকে বৃহস্পতিবার অপহরণ করা হয় বলে অভিযোগ। কিশোরীর বাবার অভিযোগে পুলিশ শুক্রবার ওই দম্পতিকে গ্রেফতার করেছে।
|
ধর্ষণের দায়ে ধুবুলিয়ার পন্ডিতপুরের বাসিন্দা আলি আহমেদ শেখকে শুক্রবার দশ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের ফাস্ট ট্রাক চতুর্থ আদালতের বিচারক রাজীব সাহা। সরকার পক্ষের আইনজীবী অর্ণব গঙ্গোপাধ্যায় বলেন, “২০১১ সালে ১৭ জুলাই পাড়ারই এক মহিলাকে ধর্ষণের দায়ে বিচারক এ দিন সাজা ঘোষনা করেন।”
|
প্রায় আড়াই ঘণ্টা ধরে কান্দির আচার্য সুন্দর কন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা ঘিরে বিক্ষোভ দেখালেন পার্শ্ব শিক্ষিকারা। তাঁদের দাবি, প্রধান শিক্ষিকা স্বস্তিকা ঠাকুর কারণে-অকারণে বাজে ব্যবহার করে আমাদের সঙ্গে। ঠিকমতো মাইনেও মেলে না। তাই বাধ্য হয়েই এই বিক্ষোভের আশ্রয় নেওয়া। অভিযোগ অস্বীকার করেছেন স্বস্তিকাদেবী।
|
দিন তিনেক আগে চাপড়ার বাঙালঝি কলেজে টিএমসিপি-এসএফআই-এর ঝামেলা বাধে। টিএমসিপির দায়ের করা অভিযোগের ভিত্তিতে অর্ণব পাল নামে এক এসএফআইকে পুলিশকে গ্রেফতার করে। আদালত তাঁর ৬ দিনের জেল হাজতের নির্দেশ দেন। এর প্রতিবাদে শুক্রবার চাপড়ায় এসএফআই ছাত্র ধর্মঘটের ডাক দেয়।
|
জলে ডুবে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। নাম ধূলি বাগদি (৬২)। বাড়ি কান্দি পুর এলাকার বাঘডাঙায়। পুলিশ জানায়, কান্দিরই চন্দ্রপ্রসাদপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরে হাত-পা ধুতে নেমে তলিয়ে যান ওই প্রৌঢ়া। রাতে তাঁর দেহ উদ্ধার হয়। |