ডাকঘর
 
একটি শৌচাগার
কৃষ্ণনগরে জেলার কেন্দ্রীয় প্রশাসনিক ভবনে ও সন্নিহিত অফিসে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন। কিন্তু প্রশাসনিক ভবনের বাইরে কোনও শৌচাগার না থাকায় তাঁরা, বিশেষত মহিলারা অসুবিধায় পড়েন। তা ছাড়া কালেক্টরি মোড়ে হামেশাই বিভিন্ন সংগঠনের সভা থাকে। তখন মানুষজন অতিরিক্ত পুলিশ সুপারের বাংলোর সামনে দাঁড়িয়ে নিজেদের হাল্কা করেন। ফলে মহিলারা বিড়ম্বনায় পড়েন। পুরসভা একটা শৌচাগার গড়ে দেবেন কি?
ছবিটা কার
কৌশাম্বীমাথ মল্লিক এবং এ কে এম সরিফুজ্জামান রচিত ‘গৃহশিক্ষক ইতিহাস’ নামের অষ্টম শ্রেণির সহায়িকা বইটির ১৩২ পৃষ্ঠায় স্ফীতকায়, সারামুখ দাড়িতে ঢাকা এক নবাবের আলোকচিত্র নবাব সিরাজ-উদ-দৌলা হিসাবে মুদ্রিত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন ইতিহাস বই-এ মুদ্রিত নবাব সিরাজ-উদ-দৌলার চিত্রের সঙ্গে ওই গ্রন্থে মুদ্রিত নবাব সিরাজ-উদ-দৌলার চিত্রের মিল নেই।
বিশ্ববিদ্যালয় চাই
শিক্ষার মানচিত্রে পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলার অবস্থা খুব একটা গর্বের নয়। যদিও পূর্বের নিরিখে এখন শিক্ষার অনুপাতটা অনেকটা বেড়েছে। অনেকেই এখন বিদ্যালয়মুখো। তবুও সুযোগ সুবিধার অভাবে অনেক শিক্ষার্থীকে একটা গণ্ডীতে আটকা পড়তে হচ্ছে। এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি, জেলায় উচ্চতর শিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক। এ দাবি উচ্চ শিক্ষামন্ত্রীর কাছে।
একটি নর্দমা
আমি মুর্শিদাবাদ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাপবাগ এলাকার বাসিন্দা। মৌজা হৈপত্‌গঞ্জ, হোল্ডিং নম্বর ৬১৯। আমার বাড়ির সামনের নর্দমাটি বিগত কয়েক মাস ধরে ভগ্নদশায় পড়ে। পুরসভায় অনেক বার লিখিত অভিযোগ করেও কোনও রকম সুরাহা হয়নি। এখন বর্ষা কাল। বৃষ্টিতে নর্দমার জল বাড়ির সামনে চলে আসছে। রাতে পোকামাকড়ের উপদ্রব আছে। তাছাড়া বিশ্রী দুর্গন্ধ সব সময় ভোগ করতে হচ্ছে। প্রতিশ্রুতি ছাড়া কোনও কিছুই কাজ করছে না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.