|
|
|
|
দুর্ঘটনায় মৃত্যু, ঘাটালে ধুন্ধুমার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
লরির ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে ঘিরে শুক্রবার ধুন্ধুমার বাধল ঘাটালের নতুক মোড়ে। বিক্ষুব্ধ জনতা কুঠিঘাট-রাধানগর সড়ক অবরোধ করে। দুর্ঘটনার জন্য মোড়ের একটি বাড়িকে অযথাই দায়ী করে ভাঙচুর চালায় তারা। বিক্ষুব্ধ জনতাকে সামলাতে এসে মার খায় পুলিশ। তিনটি পুলিশ গাড়িতে ভাঙচুর চলে। পরে প্রচুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত মৌলী ঘোষ (১৬) স্থানীয় নতুক হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়ত। কামারগেড়িয়া গ্রামে বাড়ি তার। প্রতি দিনের মতো এ দিনও সাইকেলে স্কুলে আসছিল। নতুক মোড়ে স্কুলের দিয়ে যাওয়া মোরামের রাস্তায় ওঠার
পরেই তাকে ধাক্কা মারে একটা লরি। সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
মর্মান্তিক এই দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে বসে পড়েন। প্রথমে লরিচালক আর খালাসিকে গ্রেফতার ও মৃতার পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। থানা থেকে কিছু পুলিশ এসে বিক্ষোভ তুলতে যায়। কিন্তু অবরোধ তো ওঠেনিই উল্টে শ’য়ে শ’য়ে গ্রামবাসী এসে বিক্ষোভে যোগ দিতে শুরু করেন। স্কুলের কিছু শিক্ষকও যোগ দেন বিক্ষোভে। |
সহপাঠীর মৃত্যুতে পথে। ঘাটাল। |
মোড়ের মুখে বাড়ি কৃষি দফতরের কর্মী মহানন্দ চক্রবর্তীর। গ্রামবাসীরা অভিযোগ করেন, বাড়িটির কারণে ওই জায়গায় রাস্তার প্রস্থ কমে গিয়েছে। এই নিয়ে আদালতে মামলাও চলছে। বাড়িটির জন্যই দুর্ঘটনা ঘটেছে অভিযোগে এ দিনই ভেঙে ফেলার দাবি করেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ আসে। বিডিও দেবব্রত রায় ঘটনাস্থলে এসে পৌঁছন। গ্রামবাসীরা বিডিও-র কাছে ওই বাড়িটি ভেঙে ফেলার দাবি জানান। বিডিও তা সম্ভব নয় বলে জানালে গ্রামবাসীরাই বাড়িটিতে চড়াও হন। স্ত্রীকে নিয়ে বাড়িতেই তখন ছিলেন মহানন্দবাবু। কোনও রকমে পিছনের গেট দিয়ে পালিয়ে যান তিনি। উন্মত্ত জনতা বাড়ির ভিতর ঢুকে ভাঙচুর-লুঠপাট চালায়। তাদের থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের গাড়িও ভাঙচুর করে জনতা। পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে। হাজার-দু’হাজার জনতার কাছে হার মেনে পিছু হটে জনা পঞ্চাশেক পুলিশ। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, “২০ জন পুলিশকর্মী জখম হয়েছেন। ৩টি পুলিশগাড়িতে ভাঙচুর হয়েছে। ভাঙচুর হয়েছে লরিতেও।” আপাতত ৬ জন গ্রামবাসীকে তুলে নিয়ে এসেছে পুলিশ। গণ্ডগোলে জড়িতদের ধরতে রাতে ফের তল্লাশি চলবে বলে খবর। এলাকায় পুলিশি টহল চলছে।
এ দিকে, এই সব ডামাডোলে এ দিন আর মৃতদেহটির ময়না-তদন্ত হয়নি। আজ, ঘাটাল মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের পরে দেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। |
|
|
|
|
|