সাত দিন যেমন

অসীম দাস
৬ জুলাই থেকে ১২ জুলাই
প্রতি দিনের শুভ রং ও শুভ সংখ্যা সকলের জন্য প্রযোজ্য। বাকি অংশটুকু সে দিনের রাশি ও নক্ষত্রের সঙ্গে যাঁর মিল হবে শুধু তিনিই মেলাবেন।

শনিবারের রাশি: বৃষ।
নক্ষত্র: মৃগশিরা।
শুভ রং: সাদা, লাল, নীল ও বেগুনি।
এড়িয়ে চলুন: হলুদ, সবুজ ও বাদামি।
শুভ সংখ্যা: ১, ৩ ও ৯।
এড়িয়ে চলুন:
এ দিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বিতীয়ে মঙ্গলের, বুধ ও বৃহস্পতির সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে অকারণ শত্রুতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। রিয়েল এস্টেট ব্যবসায় জড়িতরা অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারেন। দীর্ঘ দিনের আটকে থাকা কোনও শরিকি সম্পত্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতে পারে। সন্তানের উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে পারে। বোনের সহায়তায় সাংসারিক সমস্যা মেটাতে পারেন। মেজাজ হারিয়ে প্রেমের ক্ষেত্রে বিপত্তি বাড়াতে পারেন। কোনও সম্পত্তি কেনার বিষয়ে দাম্পত্যে সহমত হতে পারেন। টনসিল, দাঁত ও পিত্তথলির সমস্যা ভোগাতে পারে।
রবিবারের রাশি: মিথুন।
নক্ষত্র: আর্দ্রা।
শুভ রং: হলুদ, কালো, সবুজ ও লাল।
এড়িয়ে চলুন: আকাশি, বেগুনি ও ঘন নীল।
শুভ সংখ্যা: ২ ও ৬।
এড়িয়ে চলুন: ১ ও ৯।
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে মঙ্গল, বুধ ও বৃহস্পতির সঙ্গে একযোগে থাকায় এবং রাশির পঞ্চমে রাহুর, শনির সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত ভাবে পদোন্নতির সম্ভাবনা হতে পারে। শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা শুভ যোগাযোগ পেতে পারেন। সন্তানের বন্ধুসঙ্গ দুশ্চিন্তা বাড়াতে পারে। মানসিক অস্থিরতার কারণে পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে। প্রেমের ক্ষেত্রে সন্দেহ সম্পর্ককে জটিল করতে পারে। দাম্পত্যে শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। লিভার ও মূত্রনালীর সংক্রমণ থেকে সতর্ক থাকুন।
সোমবারের রাশি: মিথুন।
নক্ষত্র: পুনর্বসু।
শুভ রং: সাদা, কালো, ঘন নীল ও সবুজ।
এড়িয়ে চলুন:মেরুন, কমলা, হলুদ ও গেরুয়া।
শুভ সংখ্যা: ১, ৩ ও ৪।
এড়িয়ে চলুন: ৬।
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে রবি, মঙ্গল, বুধ ও বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করায় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। সার ও কৃষি ব্যবসার সঙ্গে জড়িতরা সরকারি কোনও অনুদান পেতে পারেন। সন্তানের অস্বাভাবিক আচরণ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কোনও পারিবারিক সিদ্ধান্ত নিয়ে বাবার সঙ্গে মতৈক্য হতে পারে। দূর সম্পর্কের কোনও আত্মীয়ের সঙ্গে মানসিক ভাবে জড়িয়ে পড়তে পারেন। কোনও বন্ধুকে কেন্দ্র করে দাম্পত্যে ভুল বোঝাবুঝি হতে পারে। চোখ, মাইগ্রেন ও ঘাড়ের সমস্যা কষ্ট দিতে পারে।

মঙ্গলবারের রাশি: কর্কট।
নক্ষত্র: পুনর্বসু।
শুভ রং: সাদা, মেরুন, ঘন লাল ও লেমন।
এড়িয়ে চলুন: সবুজ, নীল ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৪ ও ৬।
এড়িয়ে চলুন: ১ ও ৭।
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে, শুক্রের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির দ্বাদশে বৃহস্পতি, মঙ্গল, রবি ও বুধের সঙ্গে একযোগে থাকায় কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সম্ভাবনা বাড়তে পারে। লোহা রফতানির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের দুশ্চিন্তা বাড়ার আশঙ্কা থাকবে। বাবার শরীর নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ভাইকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি বাড়ার সম্ভাবনা থাকবে। কোনও তৃতীয় ব্যক্তির প্ররোচনায় প্রেমে ব্যবধান বাড়তে পারে। দাম্পত্যে বিলাস সামগ্রী কেনার জন্য অর্থব্যয় হতে পারে। গ্যাসের সমস্যা ও উচ্চ রক্তচাপ ভোগাতে পারে।
বুধবারের রাশি: কর্কট।
নক্ষত্র: পুষ্যা।
শুভ রং: লাল, নীল ও হলুদ।
এড়িয়ে চলুন:সবুজ ও বেগুনি।
শুভ সংখ্যা:৪, ৫ ও ৮।
এড়িয়ে চলুন:
৬।
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে শুক্রের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির চতুর্থে শনি ও রাহু একযোগে থাকায় কর্মহানির আশঙ্কা থাকতে পারে। বস্ত্র ও চর্ম ব্যবসায়ীদের জন্য নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা হতে পারে। বাবার সঙ্গে মতের অমিলের সম্ভাবনা রয়েছে। মায়ের পরামর্শে কোনও পুরনো শরিকি সমস্যার সমাধানসূত্র বেরিয়ে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ভাবাবেগ বাড়তে পারে। দাম্পত্যে নিকট আত্মীয়ের হস্তক্ষেপে সমঝোতা। শিরদাঁড়া, ঘাড় ও স্নায়ুর সমস্যা ভোগাতে পারে।
বৃহস্পতিবারের রাশি: কর্কট।
নক্ষত্র: অশ্লেষা।
শুভ রং: সাদা, সবুজ, লেমন ও কমলা।
এড়িয়ে চলুন: গোলাপি, আকাশি ও স্টিল গ্রে।
শুভ সংখ্যা: ৬, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮।
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে শুক্রের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির দ্বাদশে বুধের, রবি, মঙ্গল ও বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান করার জন্য চাকরিজীবীদের স্থান পরিবর্তনের সম্ভাবনা বাড়বে। সড়ক নির্মাণে যুক্ত ব্যবসায়ীরা কোনও সরকারি ঝামেলায় জড়াতে পারেন। ভাই বা বোনের শারীরিক আঘাত পাওয়ার আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে অপ্রিয় সত্য কথার জন্য দূরত্ব বাড়তে পারে। দাম্পত্যে অর্থলগ্নির পরিকল্পনা করতে পারেন। রক্তার্শ হলে সর্তক হোন।
শুক্রবারের রাশি: সিংহ।
নক্ষত্র: মঘা।
শুভ রং: হলুদ, সোনালি, গেরুয়া ও লাল।
এড়িয়ে চলুন: সবুজ, বাদামি ও ঘন নীল।
শুভ সংখ্যা: ৬, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৪ ও ৮।
এ দিন চন্দ্র কেতুর নক্ষত্রে থাকায় ও রাশির নবমে কেতুর অবস্থানের জন্য কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধির সম্ভাবনা। শিক্ষা প্রতিষ্ঠান ও হোটেল-ব্যবসার সঙ্গে জড়িতদের উপার্জন বৃদ্ধির যোগ আছে। ভাইয়ের সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। বাবার শরীর দুশ্চিন্তায় ফেলতে পারে। দূর সম্পর্কের কোনও আত্মীয়ের প্রভাব সংসারে অশান্তি বাড়াতে পারে। কোনও সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক সামাজিক স্তরে সম্মানহানি করতে পারে। দাম্পত্যে চাপা অসন্তোষ বাড়তে পারে। জিভ ও গলার সমস্যায় সতর্ক হোন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.