চিত্র সংবাদ
ওড়িশি আশ্রমের বার্ষিক অনুষ্ঠানে ওড়িশি নাচ। পরিচালনায় গুরু গিরিধারী নায়ক।
সম্প্রতি রবীন্দ্রসদনে। ছবি: শুভাশিস ভট্টাচার্য

‘পুজোওয়ালাদের গানপুজো’ অনুষ্ঠানে বিধায়ক শশী পাঁজা,
বিধায়ক সুজিত বসু, সুরজিৎ চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র,
সৌমিত্র রায় ও প্রাক্তন বিধায়ক তারক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ছিলেন মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার। আয়োজনে
‘ফোরাম ফর দুর্গোৎসব’। সম্প্রতি মহাজাতি সদনে।
সম্রাট অশোকের জীবন অবলম্বনে
নৃত্যানুষ্ঠান ‘মোক্ষগতি’। সম্প্রতি
জি ডি বিড়লা সভাগারে। আয়োজনে
‘মুক্তি’, সহযোগিতায় ‘পশ্চিমবঙ্গ সংশোধনাগার
পরিষেবা দফতর’ এবং ‘টাচ ওয়ার্ল্ড’।

‘রাখালবেণু স্বামী বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী স্মারক গ্রন্থ’ প্রকাশ
অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার-এর সম্পাদক
স্বামী সুপর্ণানন্দ। সম্প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে।
একটি অনুষ্ঠানে চিত্র পরিচালক মধুর
ভাণ্ডারকর। সম্প্রতি শহরের এক
হোটেলে। ছবি: বিশ্বনাথ বণিক

সম্প্রতি হাওড়ার ব্যাঁটরা সম্মিলনীর ৭৫তম
বর্ষের শারদীয় খুঁটিপুজোর উদ্বোধন করেন বেলুড় মঠের
স্বামী অতন্দ্রানন্দ। উপস্থিত ছিলেন শিল্পী
ভবতোষ সুতার। —নিজস্ব চিত্র
বিভিন্ন বোর্ডের চূড়ান্ত পরীক্ষায় কৃতী ৩৫০ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করলেন মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের কৃষি-বিপণন মন্ত্রী অরূপ রায়। ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুভাপ্রসন্ন, সোহম, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। সম্প্রতি হাওড়ার শরৎসদনে। —নিজস্ব চিত্র




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.