জিম্বাবোয়ে সফর আর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য যে ‘এ’ টিম শুক্রবার ঘোষণা করা হল, ধরেই নেওয়া যায় সেগুলো ২০১৫ বিশ্বকাপ দলের কথা মাথায় রেখে করা হয়েছে। চোটের জন্য জিম্বাবোয়ে সফরের দলে ধোনি নেই। ব্যাটসম্যানদের নামের মধ্যেও সে রকম কোনও চমক দেখছি না। চমকটা রয়েছে বোলিং বিভাগে। আরও ভাল করে বললে, পেসারদের কোটায়।
টিম দুটোয় চোখ বুলিয়ে নিলেই দেখতে পাবেন, দুটো দল মিলিয়ে আধ ডজনেরও বেশি তরুণ পেসারকে সুযোগ দেওয়া হয়েছে। ঈশ্বর পাণ্ডে যেমন। সিদ্ধার্থ কাউল যেমন। তবে দেখে খুব হতাশ হচ্ছি যে, এদের মধ্যে অশোক দিন্দার নাম নেই। যেটা ওর কাছে নিঃসন্দেহে একটা ধাক্কা। ধাক্কাটা কত বড়, সেটা নিয়ে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না। |
দিন্দাকে যদি আইপিএল সিক্সে ওর পারফরম্যান্সের ভিত্তিতে বাদ দেওয়া হয়ে থাকে, তা হলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। গত ঘরোয়া মরসুমেও তো ও যথেষ্ট ভাল বল করেছে। তাই আমার মনে হয়, দিন্দার এটা প্রাপ্য ছিল না। তবে হ্যাঁ, এটাও হতে পারে যে, জাতীয় নির্বাচকেরা এত দিনে জেনে গিয়েছেন দিন্দা কেমন বল করে। ওকে নতুন করে দেখার কিছু নেই। এখন বাকিদের দেখে নেওয়া হবে।
কারণটা যা-ই হোক, জাতীয় দলের লড়াইয়ে ফিরতে গেলে নতুন ঘরোয়া মরসুমে দিন্দাকে দারুণ কিছু করে দেখাতে হবে। এ রকম ধাক্কায় ভেঙে পড়াটাই সহজ। তবে দিন্দাকে বলব, তুমি এখন লাইনে অনেকের পিছনে চলে গেলেও এটা কিন্তু রাস্তার শেষ নয়। এখন সময় নতুন লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার।
দিন্দার ব্যাপারে যতটা হতাশ হয়েছি, ততটাই খুশি হলাম পরভেজ রসুল জাতীয় দলে সুযোগ পাওয়ায়। পুণে ওয়ারিয়র্সের সঙ্গে থাকার সময় ওর সঙ্গে অনেক সময় কাটিয়েছি। খুব ভাল ছেলে। দুর্দান্ত ‘ওয়ার্ক এথিক্স’। ফর্ম্যাট বুঝে বোলিং এ দিক-ও দিক করার মতো বুদ্ধি আছে। অশ্বিনকে লড়াই দেওয়ার মতো ক্ষমতা ওর আছে। আর সবচেয়ে ভাল লাগছে ভেবে যে, ওর লড়াইটা এত দিনে স্বীকৃতি পেল। ভাবুন তো, একটা সময় জঙ্গি সন্দেহে ওর জেল পর্যন্ত হতে বসেছিল! বছর কয়েক আগে একটা স্লোগান উঠেছিল না? ইন্ডিয়া শাইনিং। পরভেজের কথা ভেবে আজ সেই স্লোগানটার কথা মনে পড়ছে।
জিম্বাবোয়ে সফরের টিম:
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, রোহিত শর্মা, দীনেশ কার্তিক, চেতেশ্বর পূজারা, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজা, অমিত মিশ্র, পরভেজ রসুল, মহম্মদ সামি, বিনয় কুমার, জয়দেব উনাদকট, মোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দল:
চেতেশ্বর পূজারা (অধিনায়ক), শিখর ধবন, মুরলী বিজয়, রোহিত শর্মা, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, পরভেজ রসুল, শাহবাজ নাদিম, মহম্মদ সামি, স্টুয়ার্ট বিনি, ঈশ্বর পাণ্ডে, জয়দেব উনাদকট, সিদ্ধার্থ কাউল।
|
‘এই দিনটার জন্যই তৈরি হচ্ছিলাম’
সাবির ইবন ইউসুফ • শ্রীনগর |
শুক্রবার দুপুর থেকে অনন্তনাগ জেলার ছোট্ট শহর বিজবেহরায় যেন দিওয়ালির উৎসব। স্বাভাবিক। তাদের শহরের ছেলে ভারতীয় ক্রিকেট দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছে যে!
ভারতীয় দলে ডাক পাওয়া অফস্পিনার পরভেজ রসুলের বাড়ির সামনে মানুষের ঢল। সবাই তাঁকে শুভেচ্ছা জানাতে চান। কিন্তু যাঁকে শুভেচ্ছা জানাবেন, তিনি কোথায়? পরভেজ তো তখন ব্যস্ত প্র্যাক্টিসে। নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করে তোলার নেশায় মেতে। চার দিকে আতসবাজি, হইচই দেখে অবশ্য বুঝতেই পারলেন, যে সুসংবাদের অপেক্ষায় ছিলেন, তা এসে গিয়েছে। প্র্যাক্টিস শেষে খবর পাওয়ার পর আনন্দবাজার-কে বললেন, “আশা করে বসেছিলাম, সুযোগ আসবে। তবে এ তো সবে শুরু। অনেক দূর যেতে হবে। এমন কিছু করে দেখাতে হবে, যাতে গোটা দেশের মানুষ আমাকে নিয়ে গর্ব করতে পারে।”
এই প্রথম রাজ্যের কোনও ক্রিকেটারের জাতীয় দলে ডাক পাওয়ার খবর শুনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করেছেন, “এটা ওর প্রাপ্যই ছিল। এ বার আমাদের গর্বিত করো।” মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে আরও উত্তেজিত পরভেজ, “ভারতীয় দলে ডাক পেয়ে যাতে সবার আশা পূরণ করতে পারি, সে জন্য নিজেকে অনেক দিন ধরে তৈরি করছি। জাতীয় শিবিরে যেগ দেওয়ার পর নিশ্চয়ই সতীর্থদের কাছ থেকে আরও পরামর্শ পাব। সেগুলো আমাকে আরও উন্নত করে তুলবে।” জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট ডাঃ ফারুখ আবদুল্লাও এই খবরে ভীষণ খুশি।
|
বিষেণ সিংহ বেদী |
অশ্বিনের সঙ্গে লড়াইয়ের কথা ভাববে কেন রসুল? ঈশ্বর ওকে একটা সুযোগ দিয়েছে, যেটা ওকে কাজে লাগাতে হবে। রসুল টেকনিক্যালি খুব শক্তিশালী অফস্পিনার। ওকে আমি বলতাম, তোমার অফব্রেকটাই এত ভাল যে দুসরা বল করার চেষ্টা করার দরকারই নেই। |
|